বিষয়ঃ Other

64551. Cricket is a very exciting game .(Exclamatory)

ক) How exciting is cricket game !
খ) How an exciting game is cricket !
গ) What an exciting game cricket is !
ঘ) What an exciting is cricket game !

64552. Which is the past form of the verb 'wring' ?

ক) Wrang
খ) Wrung
গ) Wranged
ঘ) Wringed

64553. He ran a race . Here 'ran' is a _____ verb .

ক) causative
খ) copulative
গ) cognate
ঘ) factitive

64554. Which is the noun form of the word 'beautiful' ?

ক) beauty
খ) beautifulness
গ) beautiness
ঘ) beautyness

64555. Which is the verb form of the word 'ability' ?

ক) ableness
খ) enable
গ) ably
ঘ) able

64556. A paragraph must be written in _____ para/paras .

ক) one
খ) two
গ) three
ঘ) four

64557. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-

ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

64558. কোনটি দেশী শব্দ ?

ক) গিন্নি
খ) কৃপণ
গ) টোপর
ঘ) মাথা

64559. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

ক) আবেদনপত্র
খ) চুক্তিপত্র
গ) মানপত্র
ঘ) স্মারকলিপি

64560. পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?

ক) সমানাধিকরণ
খ) প্রত্যয়ান্ত
গ) ব্যাধিকরণ
ঘ) ব্যতিহার

64561. কোনটি শুদ্ধ বাক্য ?

ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
খ) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
গ) মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
ঘ) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

64562. নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?

ক) তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
খ) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
গ) তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
ঘ) তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে

64563. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?

ক) পঞ্চমী তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস

64564. ‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?

ক) সারমর্ম
খ) প্রবন্ধ
গ) ভাব-সম্প্রসারণ
ঘ) আবেদনপত্রে

64565. কোন জোড়াটি ভিন্নার্থক ?

ক) বকধার্মিক- বিড়াল তপস্বী
খ) মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
গ) ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
ঘ) অন্ধের যষ্টি- অক্কা পাওয়া

64566. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

ক) নির্জন
খ) পঞ্চবটী
গ) দেশান্তর
ঘ) অনুতাপ

64567. অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?

ক) ভিজে বিড়াল
খ) শাপে বর
গ) কপাল ফেরা
ঘ) অদৃষ্টের পরিহাস

64568. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?

ক) চলতি ভাষা
খ) কথ্যভাষা
গ) লেখ্যভাষা
ঘ) সাধুভাষা

64569. নিচের কোনটি তৎসম শব্দ ?

ক) চাঁদ
খ) ভবন
গ) বাল্তি
ঘ) হরতাল

64570. সারাংশের মূল উদ্দেশ্য কী ?

ক) অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
খ) ভাবের অংশ প্রকাশ করা
গ) বাইরের ভাব বিশ্লেষণ করা
ঘ) অন্যভাবে ফুটিয়ে তোলা

64571. ‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

ক) মহতী যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহান যে কীর্তি
ঘ) মহান কীর্তি যার

64572. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?

ক) বিস্ময়
খ) দাঁড়ি
গ) কমা
ঘ) হাইফেন

64573. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?

ক) ১ বলার যে সময় লাগে
খ) এক সেকেন্ডে
গ) ১ বলার দ্বিগুণ সময়
ঘ) থামার প্রয়োজন নাই

64574. যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?

ক) দিনের বেলায় আলোর উৎস সূর্য
খ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
গ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
ঘ) অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

64575. ব্যাসবাক্যের অপর নাম কী ?

ক) বিগ্রহ বাক্য
খ) উত্তরপদ
গ) পূর্বপদ
ঘ) সমস্ত পদ

64576. বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?

ক) বৈষ্ণবপদাবলী
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) চর্যাপদ
ঘ) রামায়ণ

64577. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?

ক) গ্রহণ করতে হবে
খ) পরিবর্তন করতে হবে
গ) অবিকল লিখতে হবে
ঘ) বর্জন করতে হবে

64578. নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক) ক্ষুৎপীড়িত
খ) ক্ষুৎপিড়িত
গ) ক্ষুতপীড়িত
ঘ) ক্ষুৎপিড়ীত

64579. পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?

ক) যোগাযোগ
খ) বিনিময়
গ) চিহ্ন বা স্মারক
ঘ) সংযোগ

64580. আঞ্চলিক ভাষার অপর নাম কী ?

ক) কথ্যভাষা
খ) উপভাষা
গ) সাধুভাষা
ঘ) চলিত ভাষা

64581. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?

ক) মালিকের বরাবর
খ) সাংবাদিকের বরাবর
গ) প্রকাশকের বরাবর
ঘ) সম্পাদকের বরাবর

64584. x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক-

ক) x+y+1
খ) x+y-1
গ) x-y-1
ঘ) x-2y+1

64597. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ----

ক) ইউরিয়া
খ) টিএসপি
গ) অ্যামোনিয়া
ঘ) সালফেট

64598. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় --

ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৭ সালে

64600. . পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

ক) ২৫০ টি
খ) ২৭৫টি
গ) ৩০০টি
ঘ) ৩০৯টি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore