বিষয়ঃ Other

64501. বৃত্তস্থ সামান্তরিক একটি____

ক) রম্বস
খ) আয়তক্ষেত্র
গ) ট্রাপিজিয়াম
ঘ) বর্গক্ষেত্র

64502. একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ?

ক) 60 ডিগ্রী
খ) 120 ডিগ্রী
গ) 180 ডিগ্রী
ঘ) 270 ডিগ্রী

64504. কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত ?

ক) sin90 ডিগ্রী
খ) cos90 ডিগ্রী
গ) sec0 ডিগ্রী
ঘ) cosec0 ডিগ্রী

64508. নেদারল্যান্ডের মুদ্রার নাম-

ক) কিয়াট
খ) ইউরো
গ) রিংগিট
ঘ) ক্রোনা

64509. পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?

ক) কুমিল্লা
খ) বগুড়া
গ) যশোর
ঘ) রাজশাহী

64510. প্রাচীন 'চন্দদ্বীপ' এর বর্তমান নাম কি ?

ক) নোয়াখালী
খ) বগুড়া
গ) খুলনা
ঘ) বরিশাল

64511. তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?

ক) কুমিল্লা
খ) রংপুর
গ) সিলেট
ঘ) যশোর

64512. ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ক) জাকার্তায়
খ) ম‍্যানিলায়
গ) ইন্দোনেশিয়ায়
ঘ) শ্রীলঙ্কায়

64513. OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?

ক) বাংলাদেশ
খ) তুরস্ক
গ) মালয়েশিয়া
ঘ) সৌদি আরব

64514. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?

ক) ১৬১০ সালে
খ) ১৫১০ সালে
গ) ১৭১০ সালে
ঘ) ১৮১০ সালে

64516. কোন দেশের সংবিধান অলিখিত ?

ক) ফ্রান্স
খ) ইতালি
গ) ব্রিটেন
ঘ) আমেরিকা

64517. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?

ক) রুয়ান্ডা
খ) ইরিত্রিয়া
গ) সিয়েরা লিওন
ঘ) লাইবেরিয়া

64518. সিডর শব্দের অর্থ কী ?

ক) চোখ
খ) বন‍্যা
গ) ঝড়
ঘ) সমুদ্র

64519. UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ক) লন্ডনে
খ) জেনেভায়
গ) নিউইয়র্কে
ঘ) প‍্যারিসে

64520. মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____

ক) ১৬ বছরে
খ) ১৮ বছরে
গ) ২৪ বছরে
ঘ) ৩০ বছরে

64521. বাংলাদেশের 'কৃষি দিবস' ____

ক) পহেলা কার্তিক
খ) পহেলা অগ্রহায়ণ
গ) পহেলা পৌষ
ঘ) পহেলা আষাঢ়

64522. বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?

ক) ৪ অক্টোবর
খ) ৫ অক্টোবর
গ) ৪ এপ্রিল
ঘ) ৫ এপ্রিল

64523. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?

ক) ড. নিলীমা ইব্রাহীম
খ) ড. সুফিয়া কামাল
গ) ড. শায়লা সুলতানা
ঘ) ড. তাহমিনা খানম

64524. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

ক) হামিদুর রহমান
খ) মৃনাল হক
গ) সৈয়দ মাইনুল হোসেন
ঘ) শামীম সিকদার

64526. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?

ক) জন হাওয়ার্ড
খ) কেভিন বার্ড
গ) ম‍্যালকম টার্নবুল
ঘ) কেভিন হ‍্যারিসন

64527. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?

ক) সিপিইউ (CPU)
খ) মনিটর
গ) কীবোর্ড
ঘ) মাউস

64528. বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৬ সালে

64529. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?

ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) ভোলা
ঘ) সেন্টমার্টিন

64530. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?

ক) খনিজ তৈল
খ) খরস্রোতা নদী
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) উপরের সবগুলো

64531. ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রিস

64532. এই ঘরটি ভাড়া দেয়া হবে ।

ক) This house is to let .
খ) The house is for sale .
গ) This house will be sold .
ঘ) Rent the house .

64533. ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।

ক) The doctor saw the pulse of the patient .
খ) The doctor felt the pulse of the patient .
গ) The doctor feels the pulse of the patient .
ঘ) The doctor has seen the pulse of the patient .

64534. এক টাকার ভাংতি দাও ।

ক) Give me one take change .
খ) Give me a change for take .
গ) Give me a taka change .
ঘ) Give me change for a taka .

64535. দৃশ্যটি অতি মনোরম ।

ক) How nice the scenery is !
খ) What a charming scenery it is !
গ) The scenery is very charming .
ঘ) This is a great scenery .

64536. আমি একটা পাখি দেখেছি ।

ক) I am seeing a bird .
খ) I see a bird .
গ) I seeing a bird .
ঘ) I have been seeing a bird .

64537. আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।

ক) I wrote the letter by him
খ) I had written the letter by him .
গ) I had the letter written by him .
ঘ) I got the letter being written by him .

64538. He asked me to do it .

ক) তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন ।
খ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন ।
গ) তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
ঘ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন ।

64539. I wonder where he may be now .

ক) সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
খ) আমি অবাক সে কোথায় আছে ।
গ) আমি জানি সে কোথায় আছে ।
ঘ) আমি জানি সে এখন কোথায় আছে ।

64540. I cannot stand rich dishes .

ক) আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না ।
খ) গুরুপাক খাবার আমার সহ‍্য হয় না ।
গ) দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না ।
ঘ) গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই ।

64541. Patience is bitter but its fruits is sweet .

ক) ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি ।
খ) মিষ্টি ফল টক হয় না ।
গ) ধৈর্য্য ধর , মিষ্টি ফল পাবে ।
ঘ) সবুরে মেওয়া ফলে ।

64542. The tree is in flowers .

ক) গাছটি ফুলে ফুলে ভরা ।
খ) গাছটিতে ফুল ধরেছে ।
গ) গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে ।
ঘ) গাছে ফুলের সমারোহ ।

64543. The baby is always full of smiling .

ক) শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
খ) শিশুটি সবসময় হাসছে ।
গ) শিশুটি সবসময় হাসে ।
ঘ) শিশুটির মুখ হাসিতে ভরা ।

64544. Priyom is only six .(Negative)

ক) Priyom is not six .
খ) Priyom is not more than six .
গ) Priyom is no more six .
ঘ) Priyom is no less six .

64545. He tried all plans .(Negative)

ক) He tried no plan untried .
খ) He tried no plan .
গ) He untried all plans .
ঘ) He did not try all plans .

64546. Thought he is poor , he is happy .(Simple)

ক) Despite his poverty ,he is happy .
খ) Inspite of his poorness , he is happy .
গ) He is poor but happy .
ঘ) Inspite of his being poor ,he is unhappy .

64547. If he does not move ,he will die .(compound)

ক) Move and die .
খ) Move or die .
গ) He cannot move and die .
ঘ) Let him move or he will die .

64548. Mango is one of the sweetest fruits in the world .(comparative)

ক) Mango is more sweet than any other fruits in the world .
খ) Mango is sweeter than all other fruits .
গ) Mango is sweeter than most other fruits in the world .
ঘ) Mango is sweeter than any other fruits in the world .

64549. We are proud of our freedom fighters .(Interrogative)

ক) Are we proud of our freedom fighters ?
খ) Are we not proud of our freedom fighters ?
গ) Are not we proud of our freedom fighters ?
ঘ) Don't we proud of our freedom fighters ?

64550. It is man who is the maker of his own fortune .(Simple)

ক) Man is the maker of his own fortune .
খ) Man make his own fortune .
গ) Men and the makers of his own fortune .
ঘ) Men make his own fortune .

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore