বিষয়ঃ Other

65001. সুনামির (Tsumami)কারণ হলো-

ক) আগ্নেয়গিরির অগ্যুৎপাত
খ) ঘূর্ণিঝড়
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প

65002. আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

ক) ফিটকিরি
খ) চুন
গ) সেভিং সোপ
ঘ) কস্টিক সোডা

65003. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?

ক) গামা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) কসমিক রশ্মি
ঘ) রঞ্জন রশ্মি

65004. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-

ক) কম হয়
খ) খুব কম হয়
গ) একই হয়
ঘ) বেশী হয়

65005. সংকর ধাতু পিতলের উপাদান?

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল
ঘ) তামা ও সিসা

65006. গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

ক) বৃষ্টিপাত কমে যাবে
খ) নিম্নভূমি নিমজ্জিত হবে
গ) উত্তাপ অনেক বেড়ে যাবে
ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে

65007. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-

ক) হাইড্রোজেন সরবরাহ করে
খ) নাইট্রোজেন সরবরাহ করে
গ) অক্রিজেন সরবরাহ করে
ঘ) অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে

65008. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

ক) কিউলেক্র
খ) এডিস
গ) সেভিং সোপ
ঘ) সব ধরনের মশা

65009. এনজিওপ্লাস্টি হচ্ছে-

ক) হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ) হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

65010. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

ক) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
খ) চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
গ) এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়

65011. . ফল পাকানোর জন্য দায়ী কী?

ক) ইথিলিন
খ) প্রপিন
গ) লাইকোপেন
ঘ) মিথিলিন

65012. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয়?

ক) দস্তা
খ) সালফার
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম

65015. ১৩(৩/৪)% এর সমান?

ক) ১১/৮০
খ) ১১/২০
গ) ১/৯
ঘ) ১/৮

65018. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?

ক) একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
খ) একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
গ) একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান
ঘ) একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান

65019. বৃওের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে কী বলা হয়?

ক) ব্যাস
খ) ব্যাসার্ধ
গ) বৃওচাপ
ঘ) পরিধি

65020. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটি অপরটির কী বলে?

ক) সন্নিহিত কোণ
খ) সরলকোণ
গ) পূরককোণ
ঘ) সম্পূরক কোণ

65021. loga(m/n)=কত ?

ক) logam-logan
খ) logam+logan
গ) logam.logan
ঘ) কোনটিই নয়

65023. নিচের কোনটি বৃওের সমীকরণ?

ক) ax2+bx+c=0
খ) y2=ax
গ) x2+y2=16
ঘ) y2=2x+7

65025. x>y এবং z<0 হলে নিচে কোনটি সঠিক?

ক) xz&gt;yz
খ) x/z&gt;y/z
গ) z/x&gt;z/y
ঘ) xz&lt;yz

65029. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক) ৯১
খ) ৮৭
গ) ৬৩
ঘ) ৫৯

65030. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয়?

ক) ঢাকা
খ) কাঠমুণ্ডু
গ) থিম্পু
ঘ) মালে

65036. ‘পূর্বাশা’ পএিকার সম্পাদক ছিলেন-

ক) মুন্সী মেহেরুল্লা
খ) সঞ্জয় ভট্রাচার্য
গ) কামিনী রায়
ঘ) মোজাম্মেল হক

65039. রবীন্দ্রনাথের `সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

ক) স্বরবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মন্দাক্রান্তা
ঘ) মাত্রাবৃত্ত

65040. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

ক) ১৮৪৭-১৯১১
খ) ১৮৫২-১৯১২
গ) ১৮৫৭-১৯১১
ঘ) ১৮৪৭-১৯১২

65042. ‘কাঁঠালপাড়া’ য় জন্মগ্রহণ করে কোন লেখক?

ক) শরৎচন্দ্র চট্র্রোপাধ্যা
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) কাজী ইমদাদুল হক
ঘ) বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়

65043. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?

ক) রূপকথা
খ) ছোটগল্প
গ) গ্রাম্যগীতিকা
ঘ) রুপকথা-উপকথা

65044. সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ) মদনমোহন তর্কালঙ্কার
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার

65047. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

ক) গোবিন্দ দাস
খ) কায়কোবাদ
গ) কাহুপা
ঘ) ভুসুকুপা

65048. ‘আধ্যাত্মিক’ উপন্যাসের লেখক কে?

ক) প্যারীচাঁদ মিএ
খ) বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
গ) দামোদর বন্দ্যোপাধ্য্যায়
ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

65050. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?

ক) বীরবল
খ) ভিমরুল
গ) অনিলাদেবী
ঘ) যাযাবর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore