বিষয়ঃ Other

65101. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক) প্রথম নাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রথম নাথ বসু

65102. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা ?

ক) কাজী এমদাদুল হক
খ) মীর মোশাররফ হোসেন
গ) মোহম্মদ নজিবর রহমান
ঘ) ইসমাইল হোসেন সিরাজী

65103. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

ক) পদ্মপুরাণ
খ) পদ্মবতী
গ) পদ্মগোখরা
ঘ) পদ্মরাগ

65104. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
গ) ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

65105. কোনটি সাধিত শব্দ নয়?

ক) পানসা
খ) ফুলেল
গ) গোলাপ
ঘ) হাতল

65106. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারায় সমাস

65107. ‘পালামৌ’ ভ্রমণ কাহিনীটি কার রচনা?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর চন্দ্যোপাধ্যায়

65108. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) পরাকাষ্ঠা
খ) অভিব্যক্তি
গ) পরিশ্রান্ত
ঘ) অনাবৃষ্টি

65109. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-

ক) রামাই পণ্ডিত
খ) শ্রীকর নন্দী
গ) বিজয় গুপ্ত
ঘ) লোচন দাস

65110. কোনটি ইংরেজি শব্দ?

ক) ম্যাজেন্টা
খ) পিস্তল
গ) আলমারি
ঘ) কমা

65111. Subconscious– শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-

ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ

65112. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি

65116. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

ক) (x2-y2)/xy
খ) (2x2-y2)/xy
গ) (y2-x2)/xy
ঘ) (x2-2y2)/xy

65117. (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত?

ক) (1,1)
খ) (1, 3)
গ) (-1,-1)
ঘ) (-3, 1)

65121. নিচের কোনটি (√5-√3) এর সমান?

ক) √2
খ) 1/{2(√5 – √3)}
গ) 1/√5 – 1/√3
ঘ) 2/(√3 + √5)

65127. ³√³√a³ = কত?

ক) a
খ) 1
গ) a1/3
ঘ) a3

65131. (³√3 ׳√4)6 = কত?

ক) 12
খ) 48
গ) 36
ঘ) 144

65133. গীনিচ মানমন্দির অবস্থিত—

ক) যুক্তরাজ্যে
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) জার্মানি

65134. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান–

ক) ১৯৫৬
খ) ১৯৬১
গ) ১৯৬৪
ঘ) ১৯৬৯

65135. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক–

ক) হেস
খ) আইনস্টাইন
গ) টলেমী
ঘ) হাবল

65136. বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক–

ক) আইনস্টাইন
খ) জি. ল্যামেটার
গ) স্টিফেন হকিং
ঘ) গ্যালিলিও

65137. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

ক) জিপসাম
খ) সালফার
গ) সোডিয়াম
ঘ) খনিজ লবণ

65138. সঙ্কর ধাতু পিতলের উপাদান—

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও সীসা
ঘ) তামা ও নিকেল

65139. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়–

ক) তামা
খ) দস্তা
গ) রূপা
ঘ) এলুমিনিয়াম

65141. সর্বাপেক্ষা হালকা গ্যাস–

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) র‍্যাডন
ঘ) নাইট্রোজেন

65142. স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান–

ক) তামা
খ) দস্তা
গ) ক্রোমিয়াম
ঘ) এলুমিনিয়াম

65143. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু থাকে?

ক) পারদ
খ) লিথিয়াম
গ) জারমেনিউম
ঘ) ইউরেনিয়াম

65144. কোনটি মৌলিক পদার্থ?

ক) লোহা
খ) ব্রোঞ্জ
গ) পানি
ঘ) ইস্পাত

65145. অ্যালটিমিটার (Altimeter) কি?

ক) তাপ পরিমাপক যন্ত্র
খ) উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ) গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র

65146. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?

ক) তামা
খ) পিতল
গ) ইস্পাত
ঘ) স্বর্ণ

65147. MKS পদ্ধতিতে ভরের একক–

ক) কিলোগ্রাম
খ) পাউন্ড
গ) গ্রাম
ঘ) আউন্স

65148. ইন্টারনেট চালুর বছর—

ক) ১৯৫৯
খ) ১৯৬৫
গ) ১৯৬৯
ঘ) ১৯৮১

65149. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ক) সূর্যরশ্মি
খ) পীট কয়লা
গ) পেট্রল
ঘ) প্রাকৃতিক গ্যাস

65150. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?

ক) তামা
খ) লোহা
গ) রূপা
ঘ) রাবার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore