বিষয়ঃ Other

65451. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৬০ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৭৩ সালে

65452. The Asian Drama- গ্রন্থের রচয়িতা কে?

ক) অমর্ত্য সেন
খ) গুনার মিরডাল
গ) মাইকেল লিফটন
ঘ) উইলিয়াম রস্টো

65453. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?

ক) মেজর জেনারেল জিয়াউর রহমান
খ) মেজর জেনারেল মনজুর
গ) মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
ঘ) মেজর জেনারেল এইচ এম এরশাদ

65454. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) নিত্য সমাস

65455. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন

ক) অশোক মুখোপাধ্যায়
খ) জগন্নাথ চক্রবর্তী
গ) মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ) মুহম্মদ শহীদুল্লাহ

65456. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?

ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ২৬ মার্চ, ১৯৭১
গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত

65457. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-

ক) ক্রিয়াবাচক বিশেষ্য
খ) ক্রিয়া-বিশেষণ
গ) ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ) ক্রিয়াবিভক্তি

65458. প্রাতরাশ-এর সন্ধি-

ক) প্রাত + রাশ
খ) প্রাতঃ + রাশ
গ) প্রাতঃ + আশ
ঘ) প্রাত + আশ

65459. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-

ক) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

65460. পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) হিন্দি
খ) উর্দু
গ) পর্তুগিজ
ঘ) গ্রিক

65461. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে

ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেষু

65462. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-

ক) ক+ষ
খ) ক+ষ+ণ
গ) ক+ষ+ম
ঘ) হ+ম

65463. নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-

ক) তীরে পৌঁছার ঝক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ

65464. ‘বামেতর’ শব্দটির অর্থ-

ক) বামচোখ
খ) ডান
গ) ইতর
ঘ) বাম দিক

65465. মগরুড়ের ছানা- কথাটির অর্থ-

ক) কাল্পনিক জন্তু
খ) গোমড়ামুখো লোক
গ) মুরগি
ঘ) পুরাণোক্ত পাখি

65466. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-

ক) দীর্ঘিকা, নদী, প্রণালী
খ) শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ) গাঙ, তটিনী, অর্ণব
ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

65467. Identify the correct passive form- ‘Open the window’.

ক) Window should be opened
খ) Let the window be opened
গ) Let the window be opened by you
ঘ) The window must be opened

65468. Find out the correct translation: সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ক) It is raining from morning.
খ) It has been raining from morning.
গ) It has been drizzling since morning.
ঘ) It is drizzling since morning.

65470. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

ক) নিকেল
খ) টিন
গ) সীসা
ঘ) দস্তা (জিঙ্ক)

65471. রেক্টিফাইড স্পিরিট হল-

ক) ৯০% ইথাইল এলকোহল ১০% পানি
খ) ৮০% ইথাইল এলকোহল ২০% পানি
গ) ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
ঘ) ৯৮% ইথাইল এলকোহল ২% পানি

65472. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?

ক) সোডিয়াম বাইকার্বনেট
খ) সোডিয়াম গ্লুটামেট
গ) পটাশিয়াম বাইকার্বনেট
ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট

65473. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

ক) নিউট্রন ও প্রোটন
খ) ইলেক্ট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেক্ট্রন ও পজিট্রন

65474. পিসিকালচার- বলতে কী বোঝায়?

ক) হাঁস-মুরগি পালন
খ) মৌমাছি পালন
গ) মৎস্য চাষ
ঘ) রেশম চাষ

65475. কম্পিউটারের কোনটি নেই?

ক) স্মৃতি
খ) বুদ্ধি-বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমত
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা

65476. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ) খ ও গ উভয়ই ঠিক

65477. লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

ক) লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ) শূন্য ঘর নীরব থাকে
গ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

65478. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

ক) চন্দ্রগ্রহণ
খ) সূর্যগ্রহণ
গ) অমাবস্যা
ঘ) পূর্ণিমা

65481. . একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-

ক) অর্থ সাশ্রয়
খ) সময় সাশ্রয়
গ) স্থানের সাশ্রয়
ঘ) উপরের সবকটি

65482. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

ক) নির্ধারিত ফাইল কপি করা
খ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
গ) সবশেষ পরিবর্তন Undo করা
ঘ) কোনোটিই নয়

65483. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ক) এলুমিনিয়াম
খ) প্লাসটিক
গ) সিলিকন
ঘ) কোনোটিই নয়

65486. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

ক) সমুদ্রস্রোত
খ) নদীস্রোত
গ) বানের স্রোত
ঘ) জোয়ার-ভাটার স্রোত

65487. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

ক) শুক্র
খ) পৃথিবী
গ) মঙ্গল
ঘ) বুধ

65488. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

ক) ঐচ্ছিক
খ) অনৈচ্ছিক
গ) অনৈচ্ছিক
ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক

65491. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-

ক) অ্যামিটার
খ) ভোল্টামিটার
গ) অণুবীক্ষণ যন্ত্র
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র

65492. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

ক) পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ) প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ) ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে

65493. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক) গায়ের ঘাম বের হতে দেয় না
খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
গ) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

65494. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-

ক) যুক্ত অবস্থার চাইতে কম
খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
গ) যুক্ত অবস্থার সমান
ঘ) কোনোটিই সঠিক নয়

65495. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?

ক) বেকেরেল রশ্মি
খ) গামা রশ্মি
গ) X- রশ্মি
ঘ) বিটা- রশ্মি

65496. PH হলো-

ক) এসিড নির্দেশক
খ) এসিড ও ক্ষার নির্দেশক
গ) ক্ষার নির্দেশক
ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

65497. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ক) ঘোড়া
খ) বলগা হরিণ
গ) উট
ঘ) খেচর

65498. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

ক) আমিষ
খ) স্নেহ
গ) আয়োডিন
ঘ) লৌহ

65499. ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?

ক) স্যাংগার ও পলিং
খ) ওয়াটসন ও ক্রিক
গ) লুই পাস্তুর ও ওয়াটসন
ঘ) পলিং ও ক্রিক

65500. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

ক) কমিউনিটি পর্যায়ে
খ) জাতীয় পর্যায়ে
গ) উপজেলা পর্যায়ে
ঘ) আঞ্চলিক পর্যায়ে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore