বিষয়ঃ Other

65551. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

ক) টাইম
খ) ইকোনোমিস্ট
গ) নিউজ উইকস
ঘ) ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল উইকলি

65552. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?

ক) ছোট কাটরা
খ) বড় কাটরা
গ) পরী বিবির মাজার
ঘ) কোনোটিই নয়

65553. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক) কুষ্টিয়া গ্রেড
খ) ঝিনাইদহ গ্রেড
গ) চুয়াডাঙ্গা গ্রেড
ঘ) মেহেরপুর গ্রেড

65554. দ্য ব্লাড টেলিগ্রাম (the blood telegram) গ্রন্থটির লেখক—

ক) রিচার্ড সেশন
খ) গ্যারি জে ব্যাস
গ) মার্কাস ফ্রান্ডা
ঘ) পল ওয়ালেচ

65555. 'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?

ক) বুড়িগঙ্গা
খ) শীতলক্ষ্যা
গ) ধলেশ্বরী
ঘ) গোমতী

65557. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে নিচের কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

ক) সোহাগ গাজী
খ) তাইজুল ইসলাম
গ) রুবেল হোসেন
ঘ) তাসকিন আহমেদ

65558. কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) ১৯৪২
খ) ১৯৪৩
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৬

65559. জীবনঢুলী কি?

ক) একটি উপন্যাসের নাম
খ) একটি কাব্যগ্রন্থের নাম
গ) একটি আত্মজীবনীর নাম
ঘ) একটি চলচ্চিত্রের নাম

65560. আইএলও' এর সদর দফতর কোথায়?

ক) প্যারিস
খ) জেনেভা
গ) নিউইয়র্ক
ঘ) এর কোনোটিই নয়

65561. “Making of a Nation Bangladesh” গ্রন্থের রচয়িতা কে?

ক) কামাল হোসেন
খ) নুরুল ইসলাম
গ) এস এ করিম
ঘ) এস এ করিম

65562. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?

ক) ৯১ বর্গ কিলোমিটার
খ) ৯ বর্গ কিলোমিটার
গ) ৭ বর্গ কিলোমিটার
ঘ) ৮ বর্গ কিলোমিটার

65563. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?

ক) জাপান
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) গ্রীনল্যান্ড

65564. বর্ণালী ও শুভ্র কি?

ক) উন্নত জতের আলু
খ) উন্নত জাতের গম
গ) উন্নত জাতের ভূট্টা
ঘ) উন্নত জতের ধান

65565. যমুনা ব্রীজের দৈর্ঘ্য ---

ক) ৪.৮ কিমি
খ) ৪.৫ কিমি
গ) ৪.২ কিমি
ঘ) ৫.১ কিমি

65566. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) জেনারেল এম এ জি ওসমানী
গ) কর্নেল সফিউল্লাহ
ঘ) মেজর জিয়াউর রহমান

65570. যশোর জেলায় অবস্থিত বিল—

ক) হাইল
খ) পাথরচাওলি
গ) ভবদহ
ঘ) আড়িয়াল

65571. পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি?

ক) ইউএসএ
খ) রাশিয়া
গ) চীন
ঘ) কানাডা

65572. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?

ক) আব্দুল মতিন
খ) ধীরেন্দ্রনাথ দত্ত
গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

65573. ২০১০ সালে ফুটবলে বিশ্বকাপ বিজয়ী দেশ --

ক) ইতালি
খ) ব্রাজিল
গ) আর্জেন্টিনা
ঘ) স্পেন

65574. ১৯ মে ২০১২ সালে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

ক) ওয়াসফিয়া নাজরীন
খ) এম এ মুহিত
গ) মুসা ইব্রাহীম
ঘ) নিশাত মজুমদার

65575. পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ --

ক) চীন
খ) জাপান
গ) মোনাকো
ঘ) বাংলাদেশ

65576. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ক) চিরস্থায়ী বন্দোবস্থ
খ) দ্বৈত শাসন
গ) সতীদাহ নিবারণ
ঘ) পুলিশ

65577. কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?

ক) ডেসিমেল
খ) অকট্যাল
গ) হেক্সাডেসিমেল
ঘ) বাইনারী

65578. শুষ্ক বরফ বলা হয় ---

ক) হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
খ) হিমায়িত অক্সিজেনকে
গ) ক্যালসিয়াম অক্সাইডকে
ঘ) হিমায়িত কার্বন মনোক্সাইডকে

65579. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

ক) বারাং
খ) পুঞ্জি
গ) পাড়া
ঘ) মৌজা

65580. মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

ক) আনন্দ বিহার
খ) নালন্দা বিহার
গ) গোসিপো বিহার
ঘ) সোমপুর বিহার

65581. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

ক) ৪৫০০
খ) ৪৫৫০
গ) ৫৬০০
ঘ) ৪৬০০

65582. অধাতু কোনটি ---

ক) মার্কারি
খ) কার্বন
গ) পটাশিয়াম
ঘ) কপার

65583. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

ক) রাঙামাটি
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) সিলেট

65585. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ–এর দীক্ষাগুরু ছিলেন—

ক) অতীশ দীপংকর
খ) মাহুয়ান
গ) শিলভদ্র
ঘ) মেগাস্থিনিস

65586. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ---

ক) ০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ) ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
গ) ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ) ২৬৩ ডিগ্রী কেলভিন

65587. “অলিভ টারটল” বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?

ক) সেন্টমার্টিন
খ) চর আলেকজান্ডার
গ) রাঙ্গাবালি
ঘ) ছেড়াদ্বীপ

65589. কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় ---

ক) লৌহ বা আয়োডিন
খ) ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
গ) ফসফরাস ও ক্লোরিন
ঘ) ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন

65591. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ----

ক) ১০০ কোটি বছর আগে
খ) ১০ কোটি বছর আগে
গ) ১ কোটি বছর আগে
ঘ) ৫০ লক্ষ বছর আগে

65592. . বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পন্য হিসেবে জায়গা করে নেয়?

ক) পঞ্ছাশ দশক
খ) সত্তর দশক
গ) আশির দশক
ঘ) ষাট দশক

65594. “সোয়াচ অব নো গ্রাউন্ড” কোথায় অবস্থিত?

ক) যমুনা নদীতে
খ) বঙ্গোপসাগরে
গ) মেঘনার মোহনায়
ঘ) সন্দীপ চ্যানেলে

65595. Find the odd-man-out—..

ক) The Bluest Eye
খ) As I Lay Dying
গ) Sula
ঘ) A Mercy

65596. 'সিএফসি' কি ক্ষতি করে?

ক) বায়ুর তাপ বৃদ্ধি করে
খ) বায়ুর তাপ বৃদ্ধি করে
গ) ওজোন স্তর ধ্বংস করে
ঘ) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে

65597. ক্ষমতার একক হলো ---

ক) ক্যালরি
খ) ওয়াট
গ) জুল
ঘ) নিউটন

65598. Find the odd-man-out—

ক) George Eliot
খ) Joseph Conrad
গ) Thomas Hardy
ঘ) James Joyce

65599. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?

ক) নাটোরে
খ) রাজশাহীতে
গ) সৈয়দপুরে
ঘ) ঠাকুরগাঁয়ে

65600. Depression if often “hereditary”. here the quoted word is—

ক) Adverb
খ) Noun
গ) Adjective
ঘ) Verb

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore