বিষয়ঃ Other

66251. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো —

ক) নাইট্রোজেন গ্যাস
খ) মিথেন গ্যাস
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন মনোক্সাইড

66252. স্টিফেন হকিন্স একজন—

ক) দার্শনিক
খ) পদার্থবিদ
গ) রসায়নিকবিদ
ঘ) কবি

66253. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় —

ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) ট্রপোস্ফিয়ার
গ) আয়োনোস্ফিয়ার
ঘ) ওজোনস্তর

66254. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

ক) ট্রপোমন্ডল ( Troposphere )্
খ) স্ট্রাটোমন্ডল ( stratosphere)
গ) মেসোমন্ডল ( Mesosphere)
ঘ) তাপমন্ডল (Troposphere)

66255. ডেঙ্গু রোগ ছড়ায়—

ক) Aedes aegypti মশা
খ) House flies
গ) Anopheles মশা
ঘ) ইঁদুর ও কাঠবেড়ালী

66256. মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

ক) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
খ) ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
গ) জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
ঘ) জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হয়

66257. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়—

ক) পিসিকালচার
খ) এপিকালচার
গ) মেরিকালচার
ঘ) সেরিকালচার

66259. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

ক) খেজুর পাম
খ) সাগু পাম
গ) নিপা পাম
ঘ) তাল পাম

66260. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?

ক) এপিলেপসি
খ) পারকিনসন
গ) প্যারালাইসিস
ঘ) থ্রমবোসিন

66261. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

ক) প্লাসটিড
খ) মাইটোকন্ড্রিয়া
গ) নিউক্লিয়াস
ঘ) ক্রোমাটিন বস্তু

66262. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো—

ক) আলফা রেস (Alpha rays)
খ) বিটা রেস (Beta rays)
গ) গামা রেস (Gama rays)
ঘ) অক্স (এক্স) রেস (X-rays)

66263. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

ক) টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
খ) টেট্রাফ্লুরো ইথেন
গ) ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
ঘ) আর্গন

66264. কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?

ক) অক্সিজেন
খ) কার্ব ডাই-অক্সাইড
গ) সালফার ডাই-অক্সাই
ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড

66265. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydor-meteorological) দুর্যোগ নয়?

ক) ভূমিকম্প
খ) ভূমিধস
গ) নদীভাঙ্গন
ঘ) ঘূর্ণিঝড়

66266. ’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-

ক) জাপানের উন্নয়ন কৌশল
খ) সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল

66267. ’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-

ক) পাহাড়ের পাদদেশে
খ) নদীর নিম্ন অববাহিকায়
গ) নদীর উৎপত্তিস্থলে
ঘ) নদী মোহনায়

66268. নিচের কোন ভৌগোলিক এলাকাটি “রামসার সাইট” হিসেবে স্বীকৃত?

ক) রামসাগর
খ) বগা লেইক (Lake)
গ) টাঙ্গুয়ার হাওর
ঘ) কাপ্তাই হ্রদ

66269. কোনটি জলবায়ুর উপাদান নয়?

ক) উষ্ণতা
খ) আর্দ্রতা
গ) সমুদ্রস্রোত
ঘ) বায়ুপ্রবাহ

66270. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

ক) সাভানা
খ) তুন্দ্রা
গ) প্রেইরি
ঘ) সাহেল

66271. নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?

ক) চাঁদপুর
খ) পিরোজপুর
গ) মাদারীপুর
ঘ) গাজীপুর

66272. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

ক) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
গ) উপক্রান্তীয় জলবায়ু
ঘ) আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

66273. বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য:

ক) বন্যা নিয়ন্ত্রণ
খ) পানি নিষ্কাশন
গ) পানি সেচ
ঘ) উপরের তিনটি (ক, খ ও গ)

66274. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়:

ক) টারশিয়ারী যুগে
খ) প্লািইস্টোসিন যুগে
গ) কোয়াটারনারী যুগে
ঘ) সাম্প্রতিক কালে

66275. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

ক) মন্ট্রিল প্রটোকল
খ) ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ) IPCC চুক্তি
ঘ) কোনোটিই নয়

66276. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:

ক) থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
খ) ম্যাগনা কার্টা থেকে
গ) গ্রিক, খ্রিস্টাটন ও মধ্যযগীয় ধর্মতত্ত্ব থেকে
ঘ) কনফুসিয়ানিজম থেকে

66277. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?

ক) টমাস হবসন
খ) ভি. আই লেনিন
গ) কার্ল মার্কস
ঘ) এন্টিনিও গ্রামসি

66278. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

ক) বারতীয় জনতা পার্টি
খ) কমুনিস্ট পার্টি
গ) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
ঘ) বহুজন সমাজ পার্টি

66279. The sun went down. The “down” word is used here as a/an:

ক) preposition
খ) adverb
গ) noun
ঘ) conjunction

66280. UNHCR-এর সদর দপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক
খ) রোম
গ) জেনেভা
ঘ) লন্ডন

66281. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

ক) প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
খ) পরিবেশ সংরক্ষণ
গ) মানবাধিকার সংরক্ষণ
ঘ) ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ

66283. সার্কের সদর দপ্তর কোথায়?

ক) ঢাকা
খ) নয়াদিল্লী
গ) কলম্বো
ঘ) কাঠমান্ডু

66284. কোনটি জাতিসংঘের অন্তরভুক্ত নয়?

ক) আই. এল. ও
খ) হু (WHO)
গ) ASEAN (আশিয়ান)
ঘ) উপরের সবকটি

66286. পিং পং এর অর্থ হচ্ছে:

ক) ভলিবল
খ) টেবিল টেনিস
গ) বাস্কেট বল
ঘ) লন টেনিস

66287. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়:

ক) স্থলবেষ্টিত রাষ্ট্র
খ) নিরপেক্ষ রাষ্ট্র
গ) বাফার রাষ্ট্র
ঘ) জিরো সাম রাষ্ট্র

66288. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন:

ক) কার্ল মার্কস
খ) ফ্লেডরিক এঙ্গেলস
গ) ভি. আই. লেনিন
ঘ) মাও সে তুং

66289. গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে:

ক) এ্যডি ক্যালভো
খ) ডোনাল্ড ডাক
গ) রন ব্লম
ঘ) গ্লেন বেক

66290. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়:

ক) ১৯৬২ সনে
খ) ১৯৮৬ সনে
গ) ১৯৭৮ সনে
ঘ) ১৯৮২ সনে

66293. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:

ক) নয়া উদারতাবাদ
খ) গঠনবাদ
গ) বাস্তববাদ
ঘ) নব্য মার্কসবাদ

66295. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়:

ক) দুবাই
খ) সিউল
গ) কাতার
ঘ) বার্লিন

66296. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে—

ক) ভারতে থেকে
খ) চীন থেকে
গ) জাপান থেকে
ঘ) সিঙ্গাপুর থেকে

66297. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?

ক) Permanent Court of Justice
খ) International Tribunal for the law of the Sea
গ) International Court of Justice
ঘ) Permanent Court of Arbitration

66298. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

ক) বিকন অন্বেষা
খ) ব্র্যাক অন্বেষা
গ) নোয়া ১৮
ঘ) নোয়া ১৯

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore