বিষয়ঃ Other

66101. Choose the correct sentence:

ক) All of it depend on you
খ) All of it are depending on you
গ) All of it depends on you
ঘ) All of it are depended on you.

66102. Which of the following words is in singular form?

ক) formulae
খ) agenda
গ) oases
ঘ) radius

66104. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

ক) রহু চন্ডালের হাড়
খ) কৈবর্ত খন্ড
গ) ফুল বউ
ঘ) অলীক মানুষ

66105. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল–

ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর

66106. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) বিস্ময় দ্বারা আপন্ন
খ) বিস্ময়ে আপন্ন
গ) বিস্ময়কে আপন্ন
ঘ) বিস্ময়ে যে আপন্ন

66107. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

ক) যৌগিক স্বরধ্বনি
খ) তালব্য স্বরধ্বনি
গ) মিলিত স্বরধ্বনি
ঘ) কোনটি নয়

66108. ‘জলে–স্থলে’ কী সমাস?

ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব

66109. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) বাংলা ধ্বনিবিজ্ঞান
খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ) ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

66110. Ode কী?

ক) শোককবিতা
খ) পত্রকাব্য
গ) খন্ড কবিতা
ঘ) কোরাসগান

66111. কোন বাক্যটি শুদ্ধ?,,

ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্তি হলাম।
গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

66112. কোনটি ক্ষুদ্রতম?

ক) সেন্টিমিটার
খ) ডেসিমিটার
গ) হেকটোমিটার
ঘ) কিলোমিটার

66113. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”-কে বলেছেন?

ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী আব্দুল ওদুদ

66115. কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

ক) ১৯৯৫
খ) ১৯৯৪
গ) ১৯৯৩
ঘ) ১৯৯২

66116. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

ক) বুদ্ধদেব বসু
খ) দীনেশরঞ্জন দাশ
গ) সজনীকান্ত দাস
ঘ) প্রেমেন্দ্র মিত্র

66117. নিচের কোনটি অশুদ্ধ?

ক) অহিংস-সহিংস
খ) প্রসন্ন-বিষণ্ন
গ) দোষী-নির্দোষী
ঘ) নিষ্পাপ-পাপিনী

66118. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মুক্তক
ঘ) স্বরবৃত্ত

66119. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

ক) দেশি উপসর্গযোগে
খ) বিদেশি উপসর্গযোগে
গ) সংস্কৃত উপসর্গযোগে
ঘ) কোনটি নয়

66120. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?

ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) একটি

66121. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

ক) তৃতীয় বর্ণ
খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

66123. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”-কার উক্তি?

ক) মীর মশাররফ হোসেনের
খ) ইসমাইল হোসেন সিরাজীর
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) কাজী নজরুল ইসলামের

66124. “প্রদীপ নিবিয়া গেল!”-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ) বঙ্কিচন্দ্রের ‘কপালকুন্ডলা’
ঘ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

66125. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৭৯ সালে

66126. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

66127. Custom শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

ক) আইন
খ) প্রথা
গ) শুল্ক
ঘ) রাজস্বনীতি

66128. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

ক) হুমায়ুন আজাদ
খ) হেলাল হাফিজ
গ) আসাদ চৌধুরী
ঘ) রফিক আজাদ

66129. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত–

ক) রামনিধি গুপ্ত
খ) দাশরথি রায়
গ) এ্যান্টনি ফিরিঙ্গি
ঘ) রামপ্রসাদ সেন

66130. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

ক) শৈবধর্ম
খ) বৌদ্ধ সহজযান
গ) নাথধর্ম
ঘ) কোনটি নয়

66131. ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?

ক) কোন চর্যাগান, আর কোনটি নয়
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ) কোন আচার্যের, আর কোনটি নয়

66132. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) চন্দ্রকুমার দে
ঘ) দীনেশচন্দ্র সেন

66133. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

ক) Buddhist Mystic Songs
খ) চর্যাগীতিকা
গ) চর্যাগীতিকোষ
ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা

66134. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

ক) ভাবরস
খ) মধুর রস
গ) প্রেমরস
ঘ) লীলারস

66135. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

ক) একাগ্রতায়
খ) সমান ব্যবহারে
গ) সম ভাবনায়
ঘ) একযোগে

66136. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?

ক) মমতাজ উদদীন আহমেদ
খ) আব্দুল্লাহ আল মামুন
গ) সেলিম আল দীন
ঘ) রামেন্দু মজুমদার

66137. দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ---

ক) উত্তর কোরিয়া
খ) দক্ষিণ কোরিয়া
গ) চীন
ঘ) ভিয়েতনাম

66138. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ) ভূরিভুরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য

66139. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

ক) মুনীর চৌধুরী
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রহমান
ঘ) গাজীউল হক

66140. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ) বাংলা সাহিত্যের কথা

66141. কোনটি মৌলিক শব্দ?

ক) মানব
খ) গোলাপ
গ) একাঙ্ক
ঘ) ধাতব

66142. কোনটি বাগধারা বোঝায়?

ক) চৈত্র সংক্রান্তি
খ) পৌষ সংক্রান্তি
গ) শিরে সংক্রান্তি
ঘ) শিব-সংক্রান্তি

66143. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) প্যারিস
গ) রোম
ঘ) জেনেভা

66144. ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?

ক) ১৭৮১ থেকে ১৮৪০ পর্যন্ত
খ) ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত
গ) ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত
ঘ) ১৭১৯ থেকে ১৮৬২ পর্যন্ত

66145. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৩ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৫ জোড়া
ঘ) ২১ জোড়া

66146. ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেছিলেন ---

ক) নবাব সলিমুল্লাহ
খ) মির্জা আহমেদ জান
গ) মির্জা গোলাম পীর
ঘ) শায়েস্তা খান

66147. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

ক) ৭ বছর
খ) ৬ বছর
গ) ৫ বছর
ঘ) ৩ বছর

66148. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

ক) ২৪০০ বর্গমাইল
খ) ১৯৫০ বর্গমাইল
গ) ১৭৬০ বর্গমাইল
ঘ) ১২২৫ বর্গমাইল

66149. বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?

ক) মেঘনা
খ) পদ্মা
গ) সুরমা
ঘ) যমুনা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore