বিষয়ঃ Other

66001. 'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় ---

ক) অকুতোভয়
খ) অনন্যসাধারণ
গ) অঘটন ঘটন পটিয়সী
ঘ) অকালবোধন

66002. 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় ---

ক) মাধুকরী
খ) মধুকর
গ) অর্বাচীন
ঘ) অবিমৃষ্যকারী

66003. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ষষ্ঠী
খ) অধিকরণে ৭মী
গ) অপাদানে ষষ্ঠী
ঘ) অপাদানে ৭মী

66004. 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ২য়া
খ) সম্প্রদান কারকে ৭মী
গ) কর্তৃকারকে ৭মী
ঘ) কর্তৃকারকে ৪র্থী

66005. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন —

ক) বাণিজ্য মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ) শিল্প মন্ত্রণালয়

66006. নিচের কোনটি নিত্য সমাস?

ক) ভালমন্দ
খ) বেয়াদব
গ) পঞ্চনদ
ঘ) দেশান্তর

66007. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে —

ক) ব্র্যাক ব্যাংক
খ) ডাচ-বাংলা ব্যাংক
গ) এবি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক

66008. নিচের কোন বানানটি শুদ্ধ?,.

ক) শারীরিক
খ) শারিরীক
গ) শারিরিক
ঘ) শারীরীক

66009. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানী করে —

ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড

66010. কোনটি বহুব্রীহি সমাস?

ক) সুপুরুষ
খ) দশানন
গ) সাদাকালো
ঘ) চৌরাস্তা

66011. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি
ঘ) বাল্মীকী

66012. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সমাস
ঘ) সন্ধি

66013. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা —

ক) ৬টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১২টি

66014. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আহসান হাবীব
খ) ফররুখ আহমদ
গ) শামসুর রাহমান
ঘ) সুকান্ত ভট্টাচার্য

66015. 'হাজার বছর ধরে' রচনাটি কার?

ক) মুনীর চৌধুরী
খ) জহির রায়হান
গ) মোতাহার হোসেন চৌধুরী
ঘ) প্রমথ চৌধুরী

66016. জন্ডিস' একটি ----

ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) গল্প সংকলন

66017. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) I saw his pulse.
খ) I felt his pulse.
গ) I found his pulse.
ঘ) I examined his pulse.

66018. নিচের কোনটি শুদ্ধ বানান ?.

ক) Grammatic
খ) Grammetic
গ) Gramatic
ঘ) Grametic

66019. নিচের কোনটি শুদ্ধ বানান ?

ক) Comentry
খ) Commentry
গ) Commentary
ঘ) Commentery

66020. 'Sacred' শব্দটির Synonym হচ্ছে----

ক) Evil
খ) Secular
গ) Profane
ঘ) Divine

66021. 'Latent' শব্দটির Synonym হচ্ছে----

ক) Conspicious
খ) Concealed
গ) Evident
ঘ) Visible

66022. 'Black sheep' phrase টির অর্থ ----

ক) Wicked man
খ) Costly sheep
গ) A sheep of black colour
ঘ) Big sheep

66023. 'Out and out' phrase টির অর্থ ----

ক) Costly
খ) Briefly
গ) Thoroughly
ঘ) Partially

66025. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর —

ক) পেট্রাপোল
খ) কৃষ্ণনগড়
গ) ডাউকি
ঘ) মোহাদিপুর

66026. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে —

ক) ফিনল্যান্ডে
খ) ডেনমার্কে
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে

66028. যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক —-

ক) ঢাকা বিভাগ
খ) রাজশাহী বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) খুলনা বিভাগ

66030. যে জেলায় হাজংদের বসবাস নেই —

ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোণা

66031. সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু —

ক) ৬৫.৪ বছর
খ) ৬৭.৫ বছর
গ) ৭০.৮ বছর
ঘ) ৭২.০ বছর

66032. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী–পুরুষের অনুপাত —

ক) ১০০ : ১০৬
খ) ১০০ : ১০০.৬
গ) ১০০ : ১০০.৩
ঘ) ১০০ : ১০০

66034. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় —

ক) আউশ ধান
খ) আমন ধান
গ) বোরো ধান
ঘ) ইরি ধান

66035. আলুর একটি জাত—

ক) ডায়মন্ড
খ) রূপালী
গ) ড্রামহেড
ঘ) ব্রিশাইল

66036. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ

66037. ঐতিহাসিক ৬–দফাকে কীসের সাথে তুলনা করা হয়?

ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকার্টা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মুখ্য আইন

66039. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন—

ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ

66040. ‘The Sun Also Rises’ is a novel written by ____

ক) Charles Dickens
খ) Hermanne Melville
গ) Earnest Hemingway
ঘ) Thomas Hardy

66042. The comparison of unlike things using the words like on as is known to be ___

ক) metaphor
খ) simile
গ) alliteration
ঘ) personification

66043. P. B. Shelley’s ‘Adonais’ is an elegy on the death of _____

ক) John Milton
খ) S. T. Coleridge
গ) John Keats
ঘ) Lord Byron

66044. Othello gave Desdemona _______ as a token of love :

ক) Ring
খ) Handkerchief
গ) Pendant
ঘ) Bangles

66045. Robert Browning was a ______ poet. Fill in the gap with appropriate word.

ক) Romantic
খ) Victorian
গ) Modern
ঘ) Elizathan

66046. Who wrote “Biographia Literaria”?

ক) Lord Byron
খ) P. B. Shelley
গ) S. T. Coleridge
ঘ) Charles Lamb

66047. What is a funny poem of five lines called?

ক) Quartet
খ) Limerick
গ) Sixtet
ঘ) haiku

66048. Which of the following is not a poetic tradition?

ক) The Epic
খ) The Comic
গ) The Occult
ঘ) The Tragic

66050. The repetition of beginning consonant sound is know as _____

ক) personification
খ) onomatopoeia
গ) alliteration
ঘ) rhyme

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore