বিষয়ঃ Other

65852. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ক) ব + ন্ + ধ + ন্
খ) বন্ + ধন্
গ) ব + ন্ধ + ন
ঘ) বান্ + ধন্

65854. নৈতিক শক্তির প্রধান উপাদান কী?

ক) সততা ও নিষ্ঠা
খ) কর্তব্যপরায়ণতা
গ) মায়া ও মমতা
ঘ) উদারতা

65855. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

65856. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ) আইনের শাসন
গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

65858. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

ক) বিশ্বস্ততা
খ) সৃজনশীলতা
গ) নিরপেক্ষতা
ঘ) জবাবদিহিতা

65859. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

ক) রাজনীতি
খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
গ) সংবাদ মাধ্যম
ঘ) যুবশক্তি

65860. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

ক) সত্য ও ন্যায়
খ) স্বার্থকতা
গ) শঠতা
ঘ) অসহিষ্ণুতা

65862. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ---

ক) ৭৭ সেমি
খ) ৭.৬ সেমি
গ) ৭২ সেমি
ঘ) ৭৬ সেমি

65863. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?

ক) এনোফিলিস
খ) এডিস
গ) কিউলেক্স
ঘ) স্ত্রী এনোফিলিস

65865. চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?

ক) ১৯১১ সালে
খ) ১৯১৫ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯৩০ সালে

65866. ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়?

ক) ইটালীতে
খ) গ্রীসে
গ) তুরস্কে
ঘ) স্পেনে

65867. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

ক) নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
খ) নাইট্রোজেন
গ) কার্বন-ডাই-অক্সাইড
ঘ) হিলিয়াম

65868. 'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত?

ক) ওয়াশিংটন ডি সি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন

65870. বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?

ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ) শের-এ বাংলা এ কে ফজলুল হক
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) এদের কেউই নন

65871. কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর

65873. পূর্ব ইউরোপের দেশ নয় ---

ক) রুমানিয়া
খ) পর্তুগাল
গ) হাঙ্গেরি
ঘ) আলবেনি

65874. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ---

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে

65875. ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?

ক) হাজী শরীয়তউল্লাহ
খ) তিতুমীর
গ) দুদু মিয়া
ঘ) নবাব সলিমুল্লাহ

65876. বিভা : কিরণ : : সুবলিত : ?

ক) সুবিদিত
খ) সুগঠিত
গ) সুবিনীত
ঘ) বিধিত

65878. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?

ক) টেনে নেয়া ব্যক্তির
খ) ঠেলে নেয়া ব্যক্তির
গ) দু’জনের সমান কষ্ট হবে
ঘ) কোনটিই নয়

65879. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) মহানন্দা
খ) করতোয়া
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা

65880. If LOYAL is coded as `JOWAJ’ then PRONE is coded as-

ক) QRPNF
খ) NRMND
গ) ORNMG
ঘ) NRMNC

65881. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

ক) যশোর
খ) রংপুর
গ) রাজশাহী
ঘ) ফরিদপুর

65882. কোন বানানটি শুদ্ধ?

ক) Achievment
খ) Acheivment
গ) Achievement
ঘ) Acheivement

65883. বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন ---

ক) ২২ জুলাই
খ) ২০ জুন
গ) ২২ জুন
ঘ) ২১ জুন

65885. কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?

ক) ভিটামিন 'ই'
খ) ভিটামিন 'এ'
গ) ভিটামিন 'বি'
ঘ) ভিটামিন 'ডি'

65886. Find out the correct synonym of ‘TENUOUS’-

ক) Vital
খ) Thin
গ) Careful
ঘ) Dangerous

65887. কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?

ক) সুইডেন
খ) ফ্রান্স
গ) নরওয়ে
ঘ) কোনোটিই নয়

65888. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো---

ক) প্রায় ১২ ঘণ্টা
খ) প্রায় ২৪ ঘণ্টা
গ) প্রায় ৬ ঘণ্টা
ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন

65890. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

ক) মৌসুমি বায়ুর প্রভাবে
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ) স্থল বায়ুর প্রভাবে
ঘ) আয়ন বায়ুর প্রভাবে

65891. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

ক) বুধবার
খ) বৃহস্পতিবার
গ) শুক্রবার
ঘ) শনিবার

65892. Telephone : Cable : : Radio : ?

ক) Microphone
খ) Wireless
গ) Electricity
ঘ) Wire

65893. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ----

ক) প্রতি একশত বছর পর পর
খ) আশি বছর পর পর
গ) দুইশত বছর পর পর
ঘ) ছিয়াত্তর বছর পর পর

65894. . ধ্রুবতারা দেখা যায় ---

ক) পূর্ব গোলার্ধে
খ) পশ্চিম গোলার্ধে
গ) উত্তর গোলার্ধে
ঘ) সব গোলার্ধে

65895. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে–

ক) পিছনে
খ) সামনে
গ) ডান পার্শ্বে
ঘ) বাম পার্শ্বে

65896. ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

ক) ০.৬৪
খ) ০.০৬৪
গ) .০০০৬৪
ঘ) ৬.৪০

65897. পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---

ক) অপরিবর্তীত থাকে
খ) কমে যায়
গ) বেশি হয়
ঘ) প্রথমে কমে, পরে বাড়ে

65898. ৫–এর কত শতাংশ ৭ হবে–

ক) ৪০
খ) ১২৫
গ) ৯০
ঘ) ১৪০

65899. সৌরজগতের বৃহত্তম গ্রহ ---

ক) বৃহস্পতি
খ) বুধ
গ) শনি
ঘ) পৃথিবী

65900. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু–ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু–কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে;
ঘ) কোনটিই নয়

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore