বিষয়ঃ Other
65904. এম. এস ওয়ার্ড এ কোন কিছু কপি করতে হলে কি-বোর্ডে কমান্ড বাটন হচ্ছে ---
65909. পানির খরতার কারণ ----
65910. A = {x|x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<25, B = {x|x মৌলিক সংখ্যা এবং x2<25, C = {x|x মৌলিক সংখ্যা এবং x2=35 হলে A ∩ B ∩ C =?
65912. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মি. এবং প্রস্থ ১০ মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
65913. ১৭ সে. মি., ১৫ সে. মি., ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে–
65914. একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ (৬–তম) পদটি ১৬০ হলে প্রথম পদটি–
65915. একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬–তম পদটি ৫২ হলে ১৫–তম পদটি–
65920. ১০০ টাকায় ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৮টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
65922. ২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
65923. ওয়াই–ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
65926. ই–মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP–এর পূর্ণরূপ কী?
65927. ই–কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
65928. EDSAC কম্পিউটার–এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরণের মেমরি ব্যবহার হতো?
65929. আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
65930. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
65931. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
65934. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
65936. “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Æ হবে, যদি এর ইনপুট সমান হয়”- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
65937. কম্পিউটার সি, পি, ইউ (CPU) এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
65938. চা পাতায় কোন ভিটামিন থাকে?
65940. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
65941. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
65945. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
65947. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine) —
65948. নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
65949. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
65950. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের —