বিষয়ঃ Other

65901. কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?

ক) টোকিও
খ) দিল্লি
গ) বেইজিং
ঘ) জয়পুর

65902. পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর ---

ক) অ্যান্টার্কটিক
খ) আটলান্টিক
গ) প্রশান্ত
ঘ) ভারত

65905. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়–

ক) পাবক
খ) বহ্নি
গ) হুতাশন
ঘ) প্রজ্বলিত

65906. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) এলুমিনিয়াম
গ) জিংক
ঘ) লৌহ

65909. পানির খরতার কারণ ----

ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ) ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ

65913. ১৭ সে. মি., ১৫ সে. মি., ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে–

ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) স্থূলকোণী

65916. logx(3/2)=−1/2 হলে, X-এর মান–

ক) 4/9
খ) 9/4
গ) √(3/2)
ঘ) √(2/3)

65918. x2−5x+6<0 হলে–

ক) 2 &lt; x &lt; 3
খ) -3 &lt; x &lt; -3
গ) x &lt; 2
ঘ) x &lt; 3

65919. x2−3x+1=0 হলে (x2−1/x2) এর মান–

ক) 5√3
খ) 3√5
গ) 4√5
ঘ) 6√5

65923. ওয়াই–ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

ক) তামার তার
খ) অপটিক্যাল ফাইবার
গ) তারহীন সংযোগ
ঘ) উপরের সবকটি

65925. TCP দিয়ে কোনটি বুঝানো হয়?

ক) প্রোগ্রাম
খ) প্রোটোকল
গ) প্রোগ্রামিং
ঘ) ফ্লোচার্ট

65926. ই–মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP–এর পূর্ণরূপ কী?

ক) Simple Message Transmission Protocol
খ) Strategic Mail Transfer Protocol
গ) Strategic Mail Transmission Protocol
ঘ) Simple Mail Transfer Protocol

65927. ই–কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৮ সালে

65930. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

ক) এটির নির্মাতা গুগল
খ) এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ) উপরের সবগুলো সঠিক

65931. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

ক) ২৫৬ টি
খ) ৪০৯৬ টি
গ) ৬৫৫৩৬ টি
ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি

65933. IP-V6 এড্রেস কত বিটের?

ক) ১২৮
খ) ৩২
গ) ১২
ঘ) ৬

65934. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ) উপরের কোনটিই নয়

65937. কম্পিউটার সি, পি, ইউ (CPU) এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?

ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (Control Unit)
গ) রেজিস্টার সেট (Register Set)
ঘ) কোনটিই নয়

65938. চা পাতায় কোন ভিটামিন থাকে?

ক) ভিটামিন ‘ই’
খ) ভিটামিন ‘কে’
গ) ভিটামিন বি কমপ্লেক্স
ঘ) ভিটামিন ‘এ’

65939. প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ থাকে?

ক) ৪০-৫০ ভাগ
খ) ৬০-৭০ ভাগ
গ) ৮০-৯০ ভাগ
ঘ) ২৫-৩০ ভাগ

65940. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

ক) মেরু অঞ্চলে
খ) বিষুব অঞ্চলে
গ) পাহাড়ের ওপরে
ঘ) পৃথিবীর কেন্দ্রে

65941. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) আফ্রিকার জোহানেসবার্গে
খ) ব্রাজিলের রিওডিজেনিরোতে
গ) ইতালির রোমে
ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

65942. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?

ক) ফিশন
খ) মেসন
গ) ফিউশন
ঘ) ফিউশন ও মেসন

65943. কোনটি জারক পদার্থ নয়?

ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) ক্লোরিন
ঘ) ব্রোমিন

65944. গ্রিন হাউস কী?

ক) কাঁচের তৈরি ঘর
খ) সবুজ আলোর আলোকিত ঘর
গ) সবুজ ভবনের নাম
ঘ) সবুজ গাছপালা

65946. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

ক) ২৮০ m/s
খ) ০.
গ) ৩৩২ m/s
ঘ) ১১২০ m/s

65947. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine) —

ক) যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
গ) বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
ঘ) তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

65948. নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

ক) ডি. এন. এ বা আর. এন. এ. থাকে
খ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে
গ) স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
ঘ) রাইবোজোম (Ribosome) থাকে

65949. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) লাইসোজাইম (LYSOZYME)
খ) গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
গ) সিলিয়া (CILIA)
ঘ) লিম্ফোসাইট (LYMPHOCYTES)

65950. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের —

ক) দশ ভাগে একভাগ
খ) ছয় ভাগের একভাগ
গ) তিন ভাগে একভাগ
ঘ) চার ভাগের একভাগ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore