বিষয়ঃ Other

66551. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?

ক) First come first serve
খ) Round-robin
গ) Shortest job first
ঘ) Last come first serve

66552. মােবাইল ফোনে কোন Mode-এ যােগাযােগ হয়?

ক) Simplex
খ) Half-Duplex
গ) Full-duplex
ঘ) কোনটি নয়।

66553. Bluetooth কিসের উদাহরণ?

ক) Personal Area Network
খ) Local Area Network
গ) Virtual Private Network
ঘ) কোনটি নয়

66559. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –

ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) জলীয় বাষ্প

66560. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?

ক) আইসােটোন
খ) আইসােটোপ
গ) আইসােবার
ঘ) আইসােমার

66561. সােডিয়াম এসিটেটের সংকেত –

ক) CH2COONa
খ) (CH3COO)2ca
গ) CH3COONa
ঘ) CHCOONa

66562. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?

ক) ক্রোমোপ্লাস্ট
খ) ক্লোরােপ্লাস্ট
গ) ক্রোমোটোপ্লাস্ট
ঘ) লিউকোপুষ্ট

66563. ডিমে কোন ভিটামিন নেই?

ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-সি
ঘ) ভিটামিন-ডি

66564. কোথায় সাঁতার কাটা সহজ?

ক) পুকুরে
খ) খালে
গ) নদীতে
ঘ) সাগরে

66565. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?

ক) মাইকোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারােমিটার
ঘ) গ্রাভিমিটার

66566. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন্ যন্ত্রের মাধ্যমে –

ক) লাউড স্পিকার
খ) অ্যামপ্লিফায়ার
গ) জেনারেটর
ঘ) মাল্টিমিটার

66567. কার্বোহাইড্রেডে C, H এবং 0-এর অনুপাত কত?

ক) ১ : ১: ২
খ) ১: ২: ১
গ) ১ : ৩ : ২
ঘ) ১: ৩: ১

66568. নবায়নযােগ্য জ্বালানীর উৎস –

ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) বায়োগ্যাস

66570. অ্যানােডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানি যােজন

66573. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগােষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম –

ক) নদী বন্যা
খ) আকস্মিক বন্যা
গ) বৃষ্টিজনিত বন্যা
ঘ) জলােচ্ছাসজনিত বন্যা

66574. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলাের মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?

ক) নির্মাণ খাত
খ) কৃষি খাত
গ) সেবা খাত
ঘ) শিল্প কারখান্য খাত

66575. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

ক) বায়ু দূষণ
খ) দুর্ভিক্ষ
গ) মহামারী
ঘ) কালবৈশাখী (Norwester)

66576. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

ক) হিজল
খ) করচ
গ) ডুমুর
ঘ) গজারী

66577. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) নয়া দিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমুন্ডু

66579. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?

ক) ক্রান্তিয় চিরহরিৎ, আধা-চিরহৰিৎ জাতীয়
খ) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
গ) পত্র পতনশীল জাতীয়
ঘ) ম্যানগ্রোভ জাতীয়

66580. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যােগকারী রেখাকে বলা হয়–

ক) আইসােথার্ম
খ) আইসোবার
গ) আইসােহাইট
ঘ) আইসােহেলাইন

66581. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

ক) ১ : ১০,০০০
খ) ১: ১০০,০০০
গ) ১: ১০০০,০০০
ঘ) ১: ২৫০০,০০০

66582. নিম্নের কোনটি পাললিক শিলা?

ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস

66583. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

ক) ২য় শীর্ষ সম্মেলন
খ) ৫ম শীর্ষ সম্মেলন
গ) ৪র্থ শীর্ষ সম্মেলন
ঘ) ৭ম শীর্ষ সম্মেলন

66584. কোন দেশটি ইউরােপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

ক) ফিনল্যান্ড
খ) পোল্যান্ড
গ) অস্ট্রিয়া
ঘ) সুইডেন

66585. জাতিসংঘ বিষয়ক আলােচনায় পি৫ (P5) কলতে কি বুঝায়?

ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ) পাঁচটি জাতিসংঘ সংস্থা
ঘ) উপরে কোনটিই নয়

66588. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯১ বছরের জন্য লীজ দেয়া হয়েছে-

ক) ত্রিঙ্কোমালী
খ) হাম্বানটোটা
গ) গল বন্দর
ঘ) পাের্ট অব কলম্বাে

66589. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা কে?

ক) মাখা সবাম
খ) জোসেফ স্টিগলিটজ
গ) অমর্ত্য সেন
ঘ) জন রাউলস

66593. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –

ক) New Development Bank (NDB)
খ) BFRICS Development Bank (BDB)
গ) Economic Development Bank (EDB)
ঘ) International Commercial Bank (ICB)

66594. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?

ক) চীন, রাশিয়া
খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ) জাপান, থাইল্যান্ড
ঘ) তাইওয়ান, হংকং

66595. বিশ্বের সর্বশেষ জলবাযূ সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

ক) কাটোউইস, পোল্যান্ড
খ) প্যারিস, ফ্রান্স
গ) রোম, ইতালি
ঘ) বেইজিং, চীন

66596. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯৮ সালে

66597. V-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

ক) কৃষি উন্নয়ন
খ) দরিদ্র বিমােচন
গ) জলবায়ু পরিবর্তন
ঘ) বিনিয়ােগ সম্পর্কিত

66598. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?

ক) সেপ্টেম্বর, ২০১৮
খ) মার্চ, ২০১৪
গ) ফেব্রুয়ারি, ২০১৯
ঘ) ডিসেম্বর, ২০১৮

66599. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?

ক) তাজাকিস্তান
খ) আজারবাইজান
গ) পর্তুগাল
ঘ) বেলারুশ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore