বিষয়ঃ Other

66701. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালাে হয়ে চলি”- চরণ দু’টির রচয়িতা কে?

ক) চণ্ডীচরণ মুনশী
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মদনমােহন তর্কালঙ্কার

66702. দীনবন্ধু মিলের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

ক) প্যারীচাঁদ মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

66703. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) রােকেয়া সাখাওয়াত হােসেন

66704. ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?

ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) রামানন্দ চট্টোপাধ্যায়
গ) শামসুর রাহমান
ঘ) সিকান্দার আবু জাফর

66705. কালাে বরফ’ উপন্যাসটির বিষয়:

ক) তেভাগা আন্দোলন
খ) ভাষা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) দেশভাগ

66706. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) একটি কালাে মেয়ের কথা
খ) তেইশ নম্বর তৈলচিত্র
গ) আয়নামতির পালা
ঘ) ইছামতী

66708. . বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন–

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

66709. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

ক) বসন্ধ্যাভাষা
খ) অধিভাষা
গ) ব্রজবুলি
ঘ) সংস্কৃত ভাষা

66710. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত:

ক) ফকির গরীবুন্যাহ
খ) নরহরি চক্রবর্তী
গ) বিপ্রদাস পিপিলাই
ঘ) বৃন্দাবন দাস

66711. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

ক) ময়মনসিংহ গীতিকা
খ) ইউসুফ-জুলেখা
গ) পদ্মাবতী
ঘ) লাইলী মজনু

66712. . উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

ক) কাহ্ণপাদ
খ) লুইপাদ
গ) শান্তিপাদ
ঘ) রমনীপাদ

66713. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

ক) খ্রীষ্টধর্ম
খ) প্যাগনিজম
গ) জৈনধর্ম
ঘ) বৌদ্ধধর্ম

66714. উর্ণনাভ’—শব্দটি দিয়ে বুঝায়–

ক) টিকটিকি
খ) তেলেপােকা
গ) উইপােকা
ঘ) মাকড়সা

66715. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়–

ক) বেতসবৃত্তি
খ) পতঙ্গবৃত্তি
গ) জলৌকাবৃত্তি
ঘ) কুম্ভিলকবৃত্তি

66716. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়

ক) সর্বঙ্গ+ঈন
খ) সর্ব + অঙ্গীন
গ) সর্ব + ঙ্গীন
ঘ) সর্বাঙ্গ + ঈন

66717. “জিজীবিষা’ শব্দটি দিয়ে বােঝায়–

ক) জয়ের ইচ্ছা
খ) হত্যার ইচ্ছা
গ) বেঁচে থাকার ইচ্ছা
ঘ) ) শােনার ইচ্ছা

66718. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ?

ক) যৌগিক
খ) তৎসম
গ) দেশী
ঘ) অর্ধ-তৎসম

66719. কোনটি শুদ্ধ বানান?

ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল

66720. ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?

ক) সত্যায়িত
খ) প্রত্যয়িত
গ) সত্যায়ন
ঘ) সংলগ্ন/সংলাপ

66721. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা

66722. “প্রোষিতভর্তৃকা”- শব্দটির অর্থ কী?

ক) ভৎসনাপ্রাপ্ত তরুণী
খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
গ) ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

66723. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?

ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব

66724. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?

ক) সুসময়ের বন্ধু
খ) সুসময়ের সঞ্চয়
গ) শরতের শোভা
ঘ) শরতের শিউলি ফুল

66725. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?

ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর

66726. দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

ক) তৃতীয়া বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) দ্বিতীয়া বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি

66727. কোন শব্দযুগল বিপরীতা্র্থক নয়?

ক) ঐচ্ছিক-অনাবশ্যক
খ) কুটিল-সরল
গ) কম-বেশী
ঘ) কদাচার-সদাচার

66728. ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

ক) ফারসী
খ) পর্তুগীজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী

66730. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

ক) মেঘ উত্তম তাপ পরিবাহক
খ) সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ) বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ) মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

66731. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

ক) মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
খ) মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
গ) মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী

66732. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

ক) তরল পদার্থ
খ) বায়বীয় পদার্থ
গ) কঠিন পদার্থ
ঘ) নরম পদার্থ

66734. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

ক) পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ) অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ) ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
ঘ) ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

66735. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

ক) কিডনীর পাথর গলাতে
খ) পিত্ত পাথর গলাতে
গ) গলগণ্ড রোগ নির্ণয়ে
ঘ) নতুন পরমাণু তৈরিতে

66736. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

ক) নিউক্লিয়াস
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমোসোম
ঘ) নিওক্লিওপ্লাজম

66737. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে

ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমোরি চিপ হিসেবে
গ) চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে

66744. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?

ক) ১২০%
খ) ১২৫%
গ) ১৪০%
ঘ) ১৫০%

66747. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

ক) স্ফিগমোম্যানোমিটার
খ) স্টেথস্কোপ
গ) কার্ডিওগ্রাফ
ঘ) ইস্কোকার্ডিওগ্রাফ

66748. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

ক) পেনিসিলিন
খ) ইনসুলিন
গ) পোলিক এসিড
ঘ) এমিনো এসিড

66749. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-

ক) ভাঁড়ুদত্ত
খ) চাঁদ সওদাগর
গ) ঈশ্বরী পাটনী
ঘ) নলকুবের

66750. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-

ক) শওকত ওসমান
খ) জ্যোতিপ্রকাশ দত্ত
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) হাসান আজিজুল হক

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore