বিষয়ঃ Other

66801. কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ১ /৩
খ) √০.৩
গ) ২/৫
ঘ) ০.৩

66802. He is an honest man .(Interrogative)

ক) Does he an honest man ?
খ) Is he an honest man ?
গ) Isn't he an honest man ?
ঘ) Doesn't he a dishonest man ?

66803. He starts for London tonight .

ক) সে আজ রাতে লন্ডন যায়
খ) সে আজ রাতে লন্ডন শুরু করে
গ) সে আজ রাতে লন্ডন যাত্রা করে
ঘ) সে আজ রাতে লন্ডন র‌ওয়ানা হবে

66804. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ-

ক) তোষামুদে
খ) সাহায্যকারী
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীন লোক

66805. He used to come here every week .

ক) তিনি প্রত‍্যক সপ্তাহে এখানে আসতেন ।
খ) তিনি প্রত‍্যক সপ্তাহে এখানে এসেছিলেন ।
গ) তিনি প্রত‍্যক সপ্তাহে এখানে এসে থাকবেন ।
ঘ) তিনি প্রত‍্যক সপ্তাহে এখানে আসেন ।

66806. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

ক) স্বস্তি পরিষদে
খ) সাধারণ পরিষদের অধিবেশনে
গ) ইকোসোকে (ECOSOC)
ঘ) ইউনেসকোতে (UNESCO

66807. সুইডেনের মুদ্রার নাম কী?

ক) পাউন্ড
খ) ডলার
গ) ক্রোনা
ঘ) পিসো

66808. Were the birds chirping ?

ক) পাখিরা কি গান করছিল ?
খ) পাখিরা কি গান করছে ?
গ) পাখিরা কি কিচিরমিচির করছিল ?
ঘ) পাখিরা কি কিচিরমিচির করেছে ?

66809. Suddenly he began to weeping .

ক) হঠাৎ সে কাঁদছে ।
খ) হঠাৎ সে কাঁদতে শুরু করল।
গ) হঠাৎ সে কাঁদতে শুরু করেছে ।
ঘ) হঠাৎ সে কাঁদতে শুরু করে

66810. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ঢাকা
খ) নয়াদিল্লী
গ) কলম্বো
ঘ) কাঠমুন্ডু

66811. The rains have set in .

ক) বৃষ্টি শুরু ।
খ) বৃষ্টিপাত হয়েছিল ।
গ) বর্ষাকাল এসেছে ।
ঘ) বর্ষাকাল শুরু হয়েছে ।

66813. The man is in great trouble .

ক) লোকটি মহাসঙ্কটে পড়েছে ।
খ) লোকটি বিপদে পড়েছে ।
গ) লোকটি সমস‍্যায় পড়েছে ।
ঘ) লোকটি খুবই অসহায় ।

66814. To stay healthy, we must plan to have a balanced __.

ক) figure
খ) food
গ) diet
ঘ) outlook

66815. The path ___ paved, so we were albe to walk through the path.

ক) was
খ) had been
গ) has been
ঘ) being

66816. Distort- Twist

ক) Straighten- Bend
খ) Defor- Reform
গ) Harmonize- Balance
ঘ) Observe- Blur

66817. Assert- Dissent

ক) Affirm- Object
খ) Reject- Disapprove
গ) Acknowledge- Recognize
ঘ) Endorse- Ratify

66818. Vacilate- Hesitate

ক) Persevere- Waiver
খ) Impulsive- Deliberate
গ) Obstinate- Accommodating
ঘ) Irresolute- Indecisive

66819. Submission- Yielding

ক) Restriction- Relaxation
খ) Subjection- Liberation
গ) Restrain- Indulge
ঘ) Complaint- Acquiescent

66820. ‘Ruminant’ indicates-

ক) Cud-chewing animal
খ) Soup
গ) Gossip
ঘ) Noise-maker

66821. ‘Parcel’ indicates-

ক) Quarrel
খ) Piece of land
গ) Postage
ঘ) Unobstructed view

66822. Chosse the correct meaning of the following words: Cul-de-sac

ক) bubble
খ) selection
গ) dead end
ঘ) error

66824. হেলসিংকি কোন দেশের রাজধানী?

ক) ফিনল্যান্ড
খ) আয়ারল্যান্ড
গ) রাশিয়া
ঘ) হল্যান্ড

66825. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

ক) দি চেকার্স
খ) মার্লবোরো হাউজ
গ) হোয়াইট হাউজ
ঘ) বার্কিংহাম প্রাসাদ

66826. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর ---

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন-ডাই-অক্সাইড

66827. সমাজের ভিত্তি কোনটি?

ক) ঐক্য
খ) কর্তব্যবোধ
গ) শিষ্টাচার
ঘ) ন্যায়বোধ

66828. হাড় ও দাঁতকে মজবুত করে ----

ক) আয়োডিন
খ) আয়রন
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস

66830. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ---

ক) মিথেন
খ) নাইট্রোজেন গ্যাস
গ) হিলিয়াম গ্যাস
ঘ) হাইড্রোজেন গ্যাস

66831. কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম?

ক) কালো
খ) সাদা
গ) বেগুনি
ঘ) লাল

66832. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) শূন্যতায়
খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে
ঘ) বায়বীয় পদার্থে

66833. 'যা দমন করা যায় না' -এক কথায় হবে -----

ক) দুর্দমনীয়
খ) দুর্দম
গ) অদম্য
ঘ) অসম্ভব

66834. যার আগমনের কোন তিথি নেই-- এক কথায় হবে ---

ক) শরণার্থী
খ) অতিথি
গ) ভিখারী
ঘ) বেকার

66835. 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কি?

ক) মন্দ ভাগ্য
খ) ভাল ভাগ্য
গ) ইঁদুরের মত কপালে
ঘ) ছোট কপালে

66836. 'আদিষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) নিষিদ্ধ
খ) উদ্যত
গ) হাজির
ঘ) অনাসক্ত

66837. কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ?

ক) উৎপাটিত
খ) উৎকণ্ঠা
গ) উদ্দীপন
ঘ) বন্ধনহীন

66838. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) চলৎ + চিত্র
খ) চল + চিত্র
গ) চলচি + ত্র
ঘ) চলচ + চিত্র

66839. 'শশব্যস্ত' কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

66840. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যায়)?

ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি

66841. ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণে শূন্য

66842. "আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) করণে ৭মী
ঘ) অপাদানে ৭মী

66843. কোন বানানটি শুদ্ধ?...,,

ক) রৌদ্রকরজ্জল
খ) রৌদ্দকরোজ্জল
গ) রৌদ্দ্রকরজ্জবল
ঘ) রৌদ্রকরোজ্জ্বল

66844. পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার ---

ক) সৈয়দ শামসুল হক
খ) জহির রায়হান
গ) আবদুল্লাহ আল মামুন
ঘ) জিয়া হায়দার

66845. 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি ----

ক) নাটক
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) ছোটগল্প

66847. 'All in all ' এর অর্থ ----

ক) all powerful
খ) powerless
গ) who has lost power
ঘ) only one

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore