বিষয়ঃ Other

66902. আগ্রার দুর্গের নির্মাতা কে?

ক) সম্রাট শাহজাহান
খ) সম্রাট হুমায়ুন
গ) সম্রাট আওরঙ্গজেব
ঘ) সম্রাট জাহাঙ্গীর

66903. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ---

ক) যকৃত
খ) স্নায়ু
গ) কিডনি
ঘ) ত্বক

66904. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --

ক) কাণ্ডের অগ্রভাবে
খ) মূলের অগ্রভাগে
গ) পাতায়
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাবে

66905. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---

ক) অভিস্রবণ
খ) সালোকসংশ্লেষণ
গ) শ্বসন
ঘ) রেচন

66906. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?

ক) ভারত মহাসাগর
খ) উত্তর মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) দক্ষিণ মহাসাগর

66907. . চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

ক) লুসাই
খ) গোমতি
গ) সুরমা
ঘ) কর্ণফুলী

66908. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?

ক) লেফটেন্যান্ট
খ) ক্যাপ্টেন
গ) ল্যান্স নায়েক
ঘ) সিপাহী

66909. বাংলাদেশের জাতীয় উদ্যান ---

ক) রমনা উদ্যান
খ) ভাওয়াল জাতীয় উদ্যান
গ) বলধা গার্ডেন
ঘ) সোহরাওয়ার্দী উদ্যান
Note : বাংলাদেশ বন অধিদপ্তরের তালিকা অনুসারে বাংলাদেশে সংরক্ষিত জাতীয় উদ্যান রয়েছে মোট ১৮ টি । ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো "ভাওয়াল জাতীয় উদ্যান।

66910. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---

ক) ঢাকায়
খ) কোলকাতায়
গ) মেহেরপুরে
ঘ) চট্টগ্রামে

66911. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?

ক) রেনিন
খ) পেপসিন
গ) ট্রিপসিন
ঘ) এমাইলেজ

66912. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল ---

ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম

66913. খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?

ক) ময়মনসিংহ
খ) সিলেট
গ) কক্সবাজার
ঘ) চট্টগ্রাম

66914. সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় ---

ক) ঊষা
খ) মধ্যাহ্ন
গ) গোধূলী
ঘ) রাত্রি

66915. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---

ক) পাক্‌শী
খ) লালমনিরহাট
গ) পাহাড়তলী
ঘ) ঢাকা

66916. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---

ক) ভয়েজার-১
খ) অ্যাপোলো-১১
গ) ভয়েজার-২
ঘ) চ্যালেঞ্জার

66917. পৃথিবীর একমাত্র উপগ্রহ ---

ক) সূর্য
খ) বুধ
গ) চন্দ্র
ঘ) শুক্র

66918. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক) নেদারল্যান্ড
খ) জাপান
গ) ইতালি
ঘ) জার্মানি

66919. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ---

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমেদ
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) শাহ আব্দুল হামিদ

66920. গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ---

ক) ম্যানোমিটার
খ) পাইরোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) ব্যারোমিটার

66921. 'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---

ক) ক্রিকেটার হিসাবে
খ) সাঁতারু হিসাবে
গ) ফুটবলার হিসাবে
ঘ) দৌড়বিদ হিসাবে

66922. স্ক্যানার' হলো একটি ---

ক) আউটপুট ডিভাইস
খ) ইনপুট ডিভাইস
গ) কো-অর্ডিনেটিং ডিভাইস
ঘ) মিক্সড ডিভাইস

66923. বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' ---এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) বেগম সুফিয়া কামাল
গ) শেখ ফজলুল করিম
ঘ) সুকান্ত ভট্টাচার্য

66924. 'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---

ক) উপন্যাস
খ) নাটক
গ) গল্প
ঘ) ভ্রমণ কাহিনী

66925. 'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?

ক) জসীমউদ্‌দীন
খ) সৈয়দ শামসুল হক
গ) তারাপদ সিকদার
ঘ) দীনবন্ধু মিত্র

66926. "টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মকারকে সপ্তমী
খ) করণ কারকে সপ্তমী
গ) অধিকরণ কারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে সপ্তমী

66927. "পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে সপ্তমী
খ) কর্মকারকে সপ্তমী
গ) অধিকরণ কারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে সপ্তমী

66928. প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) দ্বন্দ্ব
ঘ) অব্যয়ীভাব

66929. বেমানান (মানানোর অভাব) কোন সমাস?

ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু

66930. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মন + ইষা
খ) মনস + ঈষা
গ) মন + ঈষা
ঘ) মনস + ইষা

66931. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অতি + অন্ত
খ) অতী + অন্ত
গ) অতৎ + অন্ত
ঘ) অত + অন্ত

66932. কোন বানানটি শুদ্ধ?,.

ক) রূপায়ন
খ) রুপায়ন
গ) রূপায়ণ
ঘ) রুপায়ণ

66933. . কোন বানানটি শুদ্ধ?

ক) বিভিষীকা
খ) বীভিষিকা
গ) বীভিষীকা
ঘ) বিভীষিকা

66934. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

ক) চা
খ) পাট ও পাটজাত দ্রব্য
গ) তৈরি পোষাক
ঘ) চিংড়ি মাছ

66935. ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রপতির নাম কি?

ক) মেঘবতী সুকর্নপুত্রী
খ) আবদুর রহমান ওহায়িদ
গ) জোকো উইদোদো
ঘ) সুশিলো ইয়োধানো বামব্যাং

66936. 'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?

ক) মাথার বোঝা
খ) মহাবিপদ
গ) আসন্ন বিপদ
ঘ) মাথায় বিপদ

66937. বাংলা ভাষার ইতিবৃত্ত’কার রচনা?

ক) মুহাম্মাদ আব্দুল হাই
খ) মুহাম্মাদ শহীদুল্লাহ
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী

66938. যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী?

ক) ভিখারী
খ) অতিথি
গ) শরণার্থী
ঘ) একাদশে বৃহস্পতি

66940. 'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?

ক) প্রধান
খ) দীনতা
গ) বিকাশ
ঘ) বিভু

66941. বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি

ক) জাপান
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য

66942. 'কথা' এর সমার্থক শব্দ কোনটি?

ক) তনয়া
খ) বচন
গ) খাদক
ঘ) পিক

66943. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?

ক) হারমান হেস
খ) গুন্টার গ্রাস
গ) অরুন্ধতি রায়
ঘ) আর কে নারায়ন

66945. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম বাঁচে?

ক) জাপানে
খ) বাংলাদেশে
গ) সুইডেনে
ঘ) সিঙ্গাপুরে

66946. ১৯৯৫ সালে বেজিং এ অনুষ্ঠিত ৪ র্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?

ক) নারী নির্যাতন বন্ধ কর
খ) নারীর অধিকার মানবাধিকার
গ) নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
ঘ) বিশ্বের নারীরা এক হও

66948. কোন বানানটি শুদ্ধ?,

ক) Absorbe
খ) Abserb
গ) Absorb
ঘ) Abserbe

66950. কোন বানানটি শুদ্ধ?..

ক) Barier
খ) Barieir
গ) Barriar
ঘ) Barrier

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore