বিষয়ঃ Other

67051. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

ক) বেগুনী আলো
খ) নীল আলো
গ) হলুদ আলো
ঘ) লাল আলো

67052. ফরমালিন হলো ফরমালডিহাইডের ---

ক) ৪০% জলীয় দ্রবণ
খ) ৩০% জলীয় দ্রবণ
গ) ২০% জলীয় দ্রবণ
ঘ) ১০% জলীয় দ্রবণ

67053. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) জিংক
গ) অ্যালুমিনিয়াম
ঘ) পারদ

67054. যা কষ্টে লাভ করা যায় ----

ক) অলভ্য
খ) দুর্লভ
গ) দুর্জয়
ঘ) কষ্ট সাধ্য

67055. 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ ---

ক) তিক্ত
খ) বিষাক্ত
গ) বিরল
ঘ) গরল

67056. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয় ---

ক) উচ্ছাস
খ) উল্লাস
গ) শ্রান্তি
ঘ) স্ফুরন

67057. "নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী
খ) সম্প্রদানে ৪র্থী
গ) অপাদানে ৫মী
ঘ) অধিকরণে ৭মী

67058. নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) সম্প্রদানে শূন্য

67059. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ ---

ক) সাহায্যকারী
খ) তোষামুদে
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীন লোক

67060. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---

ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) অলুক সমাস

67061. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

ক) ব্যাসবাক্য
খ) সমস্ত পদ
গ) সমস্যমান পদ
ঘ) সমাসবাক্য

67062. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ----

ক) দুশ্চ + চিত্র
খ) দুঃ + চরিত্র
গ) দু + চরিত্র
ঘ) দুঃ + চরিত

67063. 'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ----

ক) নৌ + ইক
খ) ন + ইক
গ) নব + ইকা
ঘ) নবৌ + ইক

67064. কোনটি শুদ্ধ বানান?,.

ক) গৃহিনী
খ) গৃহিণী
গ) গৃহীনী
ঘ) গৃহিণি

67065. কোনটি শুদ্ধ বানান?,

ক) আভ্যন্তরীন
খ) অভ্যন্তরিণ
গ) অভ্যন্তরীণ
ঘ) আভ্যন্তরিণ

67066. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) ইব্রাহীম খাঁ

67067. 'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) গোলাম মোস্তফা
খ) কাজী নজরুল ইসলাম
গ) যতীন্দ্র মোহন বাগচী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

67068. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?

ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) আবু জাফর শামসুদ্দীন
গ) সিকান্‌দার আবু জাফর
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

67069. Bring to book' এর অর্থ হচ্ছে--

ক) Book written by famous writer
খ) Valueless person
গ) Book which is lost
ঘ) Rebuke

67070. কোনটি শুদ্ধ বাক্য?.

ক) See the word in the dictionary
খ) Find out the word in the dictionary
গ) Pick up the word in the dictionary
ঘ) Look up the word in the dictionary

67071. কোনটি শুদ্ধ বাক্য?

ক) There is no room for doubt in it
খ) There is no misunderstanding in it
গ) There is no place for doubt in it
ঘ) There is no suspesion in it

67072. 'Encounter' এর Synonym হচ্ছে-----

ক) Concord
খ) Battle
গ) Harmony
ঘ) Part

67073. 'Benefit' এর Synonym হচ্ছে-----

ক) Injury
খ) Drawback
গ) Favour
ঘ) Basement

67074. 'With open arms' এর অর্থ হচ্ছে--

ক) Warmly
খ) with beautiful arm
গ) With long arm
ঘ) With strong arm

67075. The teacher said, "I shall not teach him English" এর Indirect speech হচ্ছে------

ক) The teacher said he would not teach him English
খ) The teacher said he will not teach him English
গ) The teacher said that he will not teach him English
ঘ) The teacher said that he would not teach him English

67078. 'They elected him captain' বাক্যর Passive form হচ্ছে--

ক) He is elected captain by them
খ) He has been elected captain by them
গ) He was elected captain by them
ঘ) He elected captain by them

67079. 'We do not like idle people' বাক্যটির Passive form হবে---

ক) Idle people are not liked by us
খ) We are not liked by idle people
গ) Idle people are not like us
ঘ) Idle people are not of our liking

67080. কোনটি শুদ্ধ বানান?.

ক) Ocasion
খ) Occasion
গ) Ocassion
ঘ) Occassion

67081. কোনটি শুদ্ধ বানান?

ক) Achivement
খ) Acheivment
গ) Achevement
ঘ) Achievement

67082. কোনটি পুংলিঙ্গ?

ক) Girl
খ) Goose
গ) Man
ঘ) Mare

67083. কোনটি Conjunction?

ক) or
খ) very
গ) out
ঘ) for
Note : পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।

67086. বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়‒

ক) ৩ জানুয়ারি, ১৯৯৮
খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
গ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ২২ ডিসেম্বর, ১৯৯৭

67088. জাতীয় সংসদ ভবন এর স্থপতি–

ক) হামিদুর রহমান
খ) লুই আই কান
গ) নিতুন কুণ্ডু
ঘ) হামিদু্জ্জামান খান

67089. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –

ক) প্রবাসী শ্রমিক
খ) পাট
গ) রেডিমেড গার্মেন্টস
ঘ) চামড়া

67092. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?

ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
গ) পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

67093. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

ক) ব্রজধামে কথিত ভাষা
খ) এক রকম কৃত্রিম কবিভাষা
গ) বাংলা ও হিন্দির যোগফল
ঘ) মৈথিলী ভাষার একটি উপভাষা

67094. কোন বানানটি শুদ্ধ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষু

67095. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?

ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি

67096. কোনটি অনুজ্ঞা?

ক) তুমি গিয়েছিলে
খ) তুমি যাও
গ) তুমি যাচ্ছিলে
ঘ) তুমি যাচ্ছ

67097. ক্রিয়াপদ‒

ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ) আসলে বিশেষণ থেকে অভিন্ন

67098. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম

67099. কোন বানানটি শুদ্ধ

ক) সূচিষ্মিতা
খ) সূচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা

67100. ‘বিরাগী’ শব্দের অর্থ কী

ক) উদাসীন
খ) প্রতিকুল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore