বিষয়ঃ Other
67101. ‘চাঁদের হাট’ অর্থ কী?
67102. If we want concrete proof, we are looking for____.
67105. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
67106. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
67107. মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
67108. কম্পিউটার ভাইরাস হল‒
67110. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
67111. এনজিওপ্লাস্ট হচ্ছে-
67112. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
67116. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে
67117. একজন চাকুরীজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
67118. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
67120. ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
67121. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
67123. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
67124. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
67125. ‘আবোল-তাবোল’ কার লেখা?
67129. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
67131. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
67132. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
67133. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
67134. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
67135. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সামাধানের পথ সুগম হয়েছে ?
67138. ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কি না একটি ইউরোপীয় দেশের কলোনী। ঐ ইউরোপীয় দেশটি কী?
67139. ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
67140. কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
67141. Which of the following best describes the author’s personal attitude toward rumor?
67142. The author states that during war time the regular sources of news present only‒
67143. The author suggests that rumors usually‒
67144. The author is mainly concerned with‒
67145. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
67146. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
67147. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
67148. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ: “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
67149. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
67150. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?