বিষয়ঃ Other

67001. সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

ক) নেপালে
খ) মালদ্বীপে
গ) শ্রীলংকায়
ঘ) বাংলাদেশে

67002. নিউমোনিয়া রোগটি হয় ---

ক) হৃৎপিণ্ডে
খ) ফুসফুসে
গ) যকৃতে
ঘ) কিডনীতে

67003. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

ক) জেনেভা
খ) মেক্সিকো সিটি
গ) নিউইয়র্ক
ঘ) রিওডি জেনেরিও

67005. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া
খ) ইউরোপ
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) আফ্রিকা

67006. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?

ক) ৭ মার্চ ১৯৭১
খ) ২৫ মার্চ ১৯৭১
গ) ১০ এপ্রিল ১৯৭১
ঘ) ১৭ মার্চ ১৯৭১

67007. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?

ক) ইনকা ফ্রিডম পার্টি
খ) ন্যাশনালিস্ট পার্টি
গ) আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
ঘ) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

67008. আইফেল টাওয়ার অবস্থিত কোথায়?

ক) সিডনি
খ) লন্ডন
গ) নিউ ইয়র্ক
ঘ) প্যারিস

67009. (x+5)(x-3)=কত ?

ক) x²+8x+15
খ) x²-15
গ) x²+2x-15
ঘ) x²+2x+15

67011. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক) চাঁদপুর
খ) সিরাজগঞ্জ
গ) গোয়ালন্দ
ঘ) ভোলা

67012. ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

ক) ঢাকা
খ) দার্জিলিং
গ) কোলকাতা
ঘ) নয়াদিল্লী

67013. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?

ক) ৩২০ একর
খ) ২১৫ একর
গ) ১৮৫ একর
ঘ) ১২২ একর

67014. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

ক) প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
খ) প্রধান বিচারপতি নিয়োগ
গ) অডিটর জেনারেল নিয়োগ
ঘ) পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

67026. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --

ক) আয়তক্ষেত্র
খ) ট্রাপিজিয়াম
গ) বর্গক্ষেত্র
ঘ) রম্বস

67029. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক) ১২ ডিসেম্বর
খ) ১৩ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ১১ ডিসেম্বর

67030. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান

67031. কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?

ক) গান্ধীজি
খ) মাওলানা শওকত আলী
গ) জহরলাল নেহেরু
ঘ) বিপিনচন্দ্র পাল

67032. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

ক) এ. কে. ফজলুল হক
খ) ইস্কান্দার মির্জা
গ) চৌধুরী খালেকুজ্জামান
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

67033. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?

ক) সুরম্য অট্রালিকা
খ) কার্জন হল
গ) হাইকোর্ট
ঘ) এর সবগুলিই

67034. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৩ সালে
খ) ১৯০৪ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯০৬ সালে

67035. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

ক) কোরায়েশী আন্দোলন
খ) হাসেমী আন্দোলন
গ) ফরায়েজী আন্দোলন
ঘ) সৈয়দী আন্দোলন

67036. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --

ক) ৩টি অঞ্চলে
খ) ৪টি অঞ্চলে
গ) ৫টি অঞ্চলে
ঘ) ৬টি অঞ্চলে

67037. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?

ক) চাঁদপুরের কাছে
খ) ভৈরব বাজারে
গ) গোয়ালন্দে
ঘ) নারায়ণগঞ্জ

67038. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক) বরাইল
খ) কাঞ্চন জঙ্গা
গ) কৈলাস
ঘ) গডউইন অস্টিন

67039. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ২৫০ নটিক্যাল মাইল
খ) ২২৫ নটিক্যাল মাইল
গ) ২০০ নটিক্যাল মাইল
ঘ) ১৫০ নটিক্যাল মাইল

67040. পৃথিবীর শক্তির মূল উৎস ---

ক) অভিকর্ষ শক্তি
খ) মাধ্যাকর্ষণ শক্তি
গ) পারমাণবিক শক্তি
ঘ) সূর্য

67041. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---

ক) ২৩ মার্চ
খ) ২১ জুন
গ) ১ জুলাই
ঘ) ১ ডিসেম্বর

67042. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?

ক) মেরু অঞ্চলে
খ) শীত প্রধান অঞ্চলে
গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ) নিরক্ষীয় অঞ্চলে

67044. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ---

ক) কাণ্ডের অগ্রভাগে
খ) পাতায়
গ) মূলের অগ্রভাগে
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাগে

67045. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ----

ক) শ্বসন
খ) অভিস্রবণ
গ) রেচন
ঘ) সালোকসংশ্লেষণ

67046. করোটিতে কয়টি অস্থি থাকে?

ক) ২৭
খ) ২৮
গ) ২৯
ঘ) ৩০

67047. মাছির পা থাকে ---

ক) ৬টি
খ) ৪টি
গ) ৮টি
ঘ) ১০টি

67048. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?

ক) নির্গমনমুখ
খ) যুক্তি বর্তনী
গ) স্মৃতি
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

67049. মনিটরের কাজ হলো ----

ক) গাণিতিক সমাধান করা
খ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
গ) লেখা ও ছবি দেখানো
ঘ) এর কোনটিই নয়

67050. গোধুলীর কারণ কি?

ক) প্রতিফলন
খ) বিক্ষেপণ
গ) প্রতিসরণ
ঘ) ব্যতিচার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore