বিষয়ঃ Other

67251. ‘নাসা’ কোন দেশের সংস্থা?

ক) জার্মানি
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাষ্ট্র

67252. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জাকার্তা
খ) ম্যানিলা
গ) ডাবলিন
ঘ) কলম্বো

67253. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) রোমে
গ) জেনেভায়
ঘ) অটোয়ায়

67254. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত

ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) মস্কো

67255.

নেপালের পার্লামেন্টের নাম কী?

ক) সিনেট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) পার্লামেন্ট
Note :

সংবিধান অনুযায়ী নেপালের নতুন আইনসভার নাম Federal Parliament । দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম House of Representative, যার সদস্য সংখ্যা ২৭৫ এবং উচ্চকক্ষের নাম National Assembly , যার সদস্য সংখ্যা ৫৯।

67256. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী

ক) জর্জ ওয়াশিংটন
খ) আব্রাহাম লিংকন
গ) রুজভেল্ট
ঘ) কেনেডী

67257. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?

ক) মি. জে এইচ বি হেলেন
খ) লর্ড লিনলিথগো
গ) লর্ড ক্লাইভ
ঘ) ওয়ারেন হেস্টিংস

67258. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রীস

67259. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি

ক) বাংলাদেশ
খ) পাকিস্তন
গ) সৌদি আরব
ঘ) ইন্দোনেশিয়া

67260. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?

ক) বলাকা
খ) শাপলা
গ) নৌকা
ঘ) কাছিবেষ্টিত নোঙর

67261. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

ক) ১৯ শতাংশ
খ) ১২ শতাংশ
গ) ১৬ শতাংশ
ঘ) ১০ শতাংশ

67263. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?

ক) ১৬ বছর
খ) ১৮ বছর
গ) ২০ বছর
ঘ) ২১ বছর

67264. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

ক) কয়লা
খ) চুনাপাথর
গ) সাদামাটি
ঘ) গ্যাস

67265. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒

ক) ৩ জানুয়ারি, ১৯৯৮
খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
গ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ২২ ডিসেম্বর, ১৯৯৭

67266. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?

ক) পাবনা, সিরাজগঞ্জ
খ) দিনাজপুর
গ) বরিশাল
ঘ) ফরিদপুর

67267. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?

ক) ড. এস ডি চৌধুরী
খ) ড. কাজী ফজলুর রহিম
গ) ড. ওসমান গনি
ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী

67268. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

ক) গরু
খ) ছাগল
গ) গয়াল
ঘ) রয়েল বেঙ্গল টাইগার

67269. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

ক) সাভার, ঢাকা
খ) রাজশাহী
গ) রাজশাহী
ঘ) সিলেট

67270. বাংলাদেশের জাতীয় পাখি‒

ক) ময়না
খ) কাক
গ) শালিক
ঘ) দোয়েল

67271. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

ক) নওগাঁ
খ) বগুড়া
গ) নাটোর
ঘ) রাজশাহী

67272. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

ক) সোনারগাঁওয়ে
খ) মহাস্থানগর
গ) রংপুর
ঘ) সিলেট

67273. গ্রীন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?

ক) নিম্নভূমি নিমজ্জিত হবে
খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ) বৃষ্টিপাত কমে যাবে
ঘ) উপরের সবগুলো

67274. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

ক) অলিভেট
খ) অলিভেট
গ) এ্যাপেল ম্যাকিনটশ
ঘ) মাইক্রোসফট

67277. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?

ক) ক্লোরোফ্লোরো কার্বন
খ) কার্বন মনোক্সাইড
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) মিথেন

67278. ভায়াগ্রা কী?

ক) একটি জলপ্রপাত
খ) নতুন একটি ওষুধ
গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
ঘ) নতুন জাহাজের নাম

67279. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার

ক) ইনসুলিন
খ) থাইরক্সিন
গ) এনড্রোজেন
ঘ) এস্ট্রোজেন

67281. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৫ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৪জোড়া

67282. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?

ক) পেপসিন
খ) এমাইলেজ
গ) ট্রিপসিন
ঘ) রেনিন

67283. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলনচাঁপা
ঘ) বাঁধনহারা

67284. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা–

ক) শামসুর রহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী

67285. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?

ক) ভানুসিংহ ঠাকুর
খ) টেকচাঁদ ঠাকুর
গ) বনফুল
ঘ) মুকুন্দরাম

67286. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒

ক) পলল গঠিত সমভূমি
খ) বরেন্দ্রভূমি
গ) উত্তরবঙ্গ
ঘ) মহাস্থানগড়

67287. ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের ---

ক) জ্যা
খ) ব্যাসার্ধ
গ) স্পর্শক
ঘ) ব্যাস

67288. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির--

ক) পূরক কোণ বলে
খ) সম্পূরক কোণ বলে
গ) সন্নিহিত কোণ বলে
ঘ) প্রবৃদ্ধ কোণ বলে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore