বিষয়ঃ Other

67303. সমুদ্রে পানির গভীরতা মাপার একক ---

ক) মিটার
খ) ফুট
গ) কিলোমিটার
ঘ) ফ্যাদম

67304. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক) শুক্র
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) বুধ

67306. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

ক) ০ ডিগ্রী
খ) ৯০ ডিগ্রী
গ) ১২০ ডিগ্রী
ঘ) ১৮০ ডিগ্রী

67307. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ---

ক) কিডনি
খ) ফুসফুস
গ) যকৃত
ঘ) হৃৎপিণ্ড

67308. হাড় ও দাঁতকে মজবুত করে ---

ক) ফসফরাস
খ) আয়রন
গ) আয়োডিন
ঘ) ম্যাগনেশিয়াম

67309. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

ক) পাখি
খ) পানি
গ) বাতাস
ঘ) এর কোনোটিই নয়

67310. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক) পটাশিয়াম
খ) ম্যাগনেশিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) আয়রন

67312. উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

ক) ২১ মার্চ
খ) ২১ জুন
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২২ ডিসেম্বর

67313. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

ক) অক্সিজেন
খ) ওজোন
গ) নাইট্রোজেন
ঘ) হিলিয়াম

67314. বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ---

ক) ভোল্ট
খ) ওহম
গ) অ্যাম্পিয়ার
ঘ) ওয়াট

67315. পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?

ক) ওডোমিটার
খ) ম্যানোমিটার
গ) ল্যাকটোমিটার
ঘ) এর কোনোটিই নয়

67316. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

ক) পটাস
খ) ইউরিয়া
গ) টিএসপি
ঘ) এর কোনোটিই নয়

67317. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক) লাল
খ) নীল
গ) কালো
ঘ) বেগুনি

67318. 'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত ---

ক) ফুটবলার হিসেবে
খ) ক্রিকেটার হিসেবে
গ) দৌড়বিদ হিসেবে
ঘ) টেনিস খেলোয়াড় হিসেবে

67319. বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর

67320. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ----

ক) ইউরি গ্যাগারিন
খ) মাইকেল কলিন্স
গ) এডউইন-ই-অলড্রিন
ঘ) নীল আর্মস্ট্রং

67322. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া

67323. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?

ক) নেদারল্যান্ডস
খ) জার্মানি
গ) স্পেন
ঘ) ইতালি

67324. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় ----

ক) কালুরঘাট, চট্টগ্রাম
খ) শ্রীমঙ্গল, মৌলভীবাজার
গ) মুজিবনগর, মেহেরপুর
ঘ) নাটোর, রাজশাহী

67325. মুজিবনগর কোথায় অবস্থিত?

ক) মেহেরপুর
খ) চুয়াডাঙ্গা
গ) সিরাজগঞ্জ
ঘ) নবাবগঞ্জ

67326. বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর সুরকার কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) সলীল চৌধুরী

67328. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল?

ক) ক্যাপ্টেন
খ) লেফটেন্যান্ট
গ) ল্যান্স নায়েক
ঘ) সিপাহী

67329. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) সুরমা

67330. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) সম্রাট বাবর
খ) হুমায়ুন
গ) মোহাম্মদ ঘোরী
ঘ) আলেকজান্ডার

67331. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

ক) দ্রাঘিমা রেখা
খ) বিষুব রেখা
গ) কর্কটক্রান্তি রেখা
ঘ) মকর রেখা

67332. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক) ১১ ডিসেম্বর
খ) ১২ ডিসেম্বর
গ) ১৩ ডিসেম্বর
ঘ) ১৪ ডিসেম্বর

67333. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

ক) হুমায়ুন
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব

67335. 'সূর্য' --এর সমার্থক শব্দ কোনটি?

ক) শশাঙ্ক
খ) আদিত্য
গ) বিধু
ঘ) সুধাংশু

67336. শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিষ্ঠা
খ) সংযম
গ) সততা
ঘ) সদাচার

67337. 'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে?

ক) অকৃতজ্ঞ
খ) কৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) অকৃতার্থ

67338. পালের গোদা'-- অর্থ কী?

ক) নৌকার পাল
খ) সচল ব্যক্তি
গ) সর্দার
ঘ) দলের শক্তিশালী লোক

67339. কোনটি শুদ্ধ বানান?...

ক) নিপিড়িত
খ) নীপিড়িত
গ) নিপীড়িত
ঘ) নিপীড়ত

67340. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) মরিচীকা
খ) মরীচিকা
গ) মরিচিকা
ঘ) মরীচীকা

67341. .'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অধ + গতি
খ) অধঃ + গতি
গ) অধ + অগতি
ঘ) অধঃ + অগতি

67342. 'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সড় + শ
খ) ষোড় + শ
গ) ষোড় + অশ
ঘ) ষট্‌ + দশ

67343. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) দ্বিগু
ঘ) দ্বন্দ্ব

67344. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

67345. "ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে শূন্য
খ) কর্তৃকারকে দ্বিতীয়া
গ) কর্মকারকে শূন্য
ঘ) অপাদান কারকে শূন্য

67346. "বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে পঞ্চমী
খ) কর্তৃকারকে সপ্তমী
গ) কর্মকারকে পঞ্চমী
ঘ) কর্মকারকে সপ্তমী

67347. পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?

ক) মামুনুর রশীদ
খ) সৈয়দ শামসুল হক
গ) জিয়া হায়দার
ঘ) মুনীর চৌধুরী

67348. 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি --

ক) ছোট গল্প
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) ভ্রমণ কাহিনী

67350. 'Blue blood'--- phrase --টির অর্থ কি?

ক) Scoundrel
খ) Sound health
গ) Aristrocratic birth
ঘ) Blood of blue colour

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore