বিষয়ঃ Other

74401. মূল্যবােধের চালিকা শক্তি হলাে –

ক) উন্নয়ন
খ) গণতন্ত্র
গ) সংস্কৃতি
ঘ) সুশাসন

74402. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলাে –

ক) সরকার পরিচালনায় সাহায্য করা
খ) নিজের অধিকার ভােগ করা
গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
ঘ) নিয়মিত কর প্রদান করা

74403. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-

ক) দারিদ্র বিমােচন
খ) মৌলিক অধিকার রক্ষা
গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা

74404. মূল্যবােধ হলাে –

ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়ােজনীয় উপাদান
ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা

74405. বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়ােগ করা হয় –

ক) নারীদের ক্ষেত্রে
খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর ক্ষেত্রে

74406. সভ্য সমাজের মানদণ্ড হল-

ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন

74407. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি –

ক) নৈতিক অনুশাসন
খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
গ) আইনের শাসন
ঘ) আইনের অধ্যাদেশ

74408. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছােট মনে হয়, কেন?

ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
ঘ) অন্য কোন কারণ আছে

74411. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

ক) আয়ত্তাধীন, অহােরাত্রি, অদ্যপি
খ) গড্ডালিকা, চিন্ময়, কল্যান
গ) গৃহস্ত, গণনা, ইদানিং
ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

74412. যদি চ × G= 82 হয় তবে J × ট = ?

ক) ১২০
খ) ৯২
গ) ১১৫
ঘ) ১১০

74413. .১×.০১ × .০০১=?

ক) ১.০০০১
খ) .১০০০১
গ) .০০০০১
ঘ) .০০০০০১

74414. রাস্তা সমান করার রােলার সরাবার জন্য সহজ হবে, যদি রােলারকে –

ক) ঠেলে নিয়ে যাওয়া হয়
খ) টেনে নিয়ে যাওয়া হয়
গ) তুলে নিয়ে যাওয়া হয়
ঘ) সমান সহজ হয়

74415. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?.

ক) ’’’
খ) ’’’’’’’
গ) ’’’’’’’’’’’
ঘ) ’’’’’’’’’’’

74416. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?

ক) TERE
খ) TEER
গ) TREE
ঘ) FREE

74418. সঠিক বানান কোনটি?

ক) Indwelling
খ) Indwling
গ) Indweling
ঘ) Induelling

74419. শুদ্ধ বানান কোনটি?,,

ক) অধােগতি
খ) অধ:গতি
গ) অধগতি
ঘ) অধো:গতি

74424. কোন শর্তে Loga1=0?

ক) a> 0, a #1
খ) a# 0, a > 1
গ) a> 0, a = 1
ঘ) a # 1, a < 0

74427. 6x2 – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?

ক) বাস্তব ও সমান
খ) বাস্তব ও অসমান
গ) অবাস্তব
ঘ) পূর্ণ বর্গ সংখ্যা

74428. 3x – 2> 2x -1 এর সমাধান সেট কোনটি?

ক) [1, ∞)
খ) (1, ∞)
গ) [1/2, ∞)
ঘ) [-1, ∞)

74429. {(০.৯)৩+(০.৪)৩}/(০.৯+০.৮) এর মান কত?

ক) ০.৩৬
খ) ০.৫১
গ) ০.৮১
ঘ) ০.৬১

74434. নীচের কোনটি অমূলদ সংখ্যা?

ক) 0.4’
খ) √5
গ) 5.6’39’
ঘ) √(27/48)

74435. H. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?

ক) File transfer
খ) VoIP
গ) Data Security
ঘ) File download

74436. CPU কোন address generate করে?

ক) physical addresses
খ) logical address
গ) Both physical and logical addresses
ঘ) উপরের কোনটি নয়

74437. TV remote এর Carrier frequency-র range কত?

ক) < 100 MHZ
খ) <1 GHz
গ) <2 GHz
ঘ) Infrared range

74438. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?

ক) Fire attacks
খ) Unauthorized access
গ) Virus attacks
ঘ) Data-driven attacks

74439. Social Networking Site-এ যােগাযােগে কোন্ media ব্যবহৃত হয়?

ক) Image/video
খ) Audio
গ) Text
ঘ) উপরের সবগুলাে

74440. প্রথম Web browser কোনটি?

ক) Netscape Navigator
খ) World Wide Web
গ) Internet Explorer
ঘ) Safari

74441. নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?

ক) 01010010(2)
খ) 01110011(2)
গ) 00001100(2)
ঘ) 11110000(2)

74442. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?

ক) First come first serve
খ) Round-robin
গ) Shortest job first
ঘ) Last come first serve

74443. মােবাইল ফোনে কোন Mode-এ যােগাযােগ হয়?

ক) Simplex
খ) Half-Duplex
গ) Full-duplex
ঘ) কোনটি নয়।

74444. Bluetooth কিসের উদাহরণ?

ক) Personal Area Network
খ) Local Area Network
গ) Virtual Private Network
ঘ) কোনটি নয়

74450. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –

ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) জলীয় বাষ্প

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore