বিষয়ঃ Other

74501. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে

74502. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?

ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে

74503. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –

ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
গ) ৭ মার্চ, ১৯৭২
ঘ) ২৬ মার্চ ১৯৭৩

74505. সংবিধানের কোন সংশােধনীকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?

ক) ৫ম সংশােধন
খ) ৪র্থ সংশােধন
গ) ৩য় সংশােধন
ঘ) ২য় সংশােধন

74506. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় –

ক) ১৯৯১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৯৬ সালে

74507. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণােদনা রাখা হয়েছে –

ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা

74509. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলাের সংগঠন

ক) যুক্তরাজ্যের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের

74510. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
গ) ৪২ বিলিয়ন মার্কিন ডলার
ঘ) ১ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার

74511. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?

ক) প্রথম স্থান
খ) দ্বিতীয় স্থান
গ) তৃতীয় স্থান
ঘ) চতুর্থ স্থান

74512. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় –

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে

74513. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?

ক) $১,৭৫০ মার্কিন ডলার
খ) $১,৬৭৭ মার্কিন ডলার
গ) $১,৭৫২ মার্কিন ডলার
ঘ) $১,৭৫৩ মার্কিন ডলার

74514. ‘গারাে’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক) পার্বত্য চট্টগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল

74515. বাংলাদেশে মােট আবাদযােগ্য জমির পরিমাণ –

ক) ২ কোটি ১১ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ) ২ কোটি ২১ লক্ষ একর

74516. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?

ক) ফরিদপুর
খ) রংপুর
গ) জামালপুর
ঘ) শেরপুর

74517. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ক) সিলেটের বনভুমি
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

74518. বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়াভেল
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড লিনলিথগো

74519. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল

74520. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সােভিয়েত ইভনিয়ন

74521. ইউরােপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন–

ক) পর্তুগীজরা
খ) ইংরেজরা
গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা

74522. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) এর কোনটিই না

74523. কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক) ত্রিপুরা
খ) মিজোরাম
গ) মণিপুর
ঘ) মেঘালয়
Note : কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।

74524. আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

ক) ১৪৯৮-১৫১৬ খৃষ্টাব্দ
খ) ১৪৯৮-১৫১৭ খৃষ্টাব্দ
গ) ১৪৯৮-১৫১৮ খৃষ্টাব্দ
ঘ) ১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ

74525. বাংলা ছন্দ কত রকমের?

ক) এক রকমের
খ) দুই রকমের
গ) তিন রকমের
ঘ) চার রকমের

74526. . Who wrote the poem ‘The Good-Morrow?

ক) George Herbert
খ) Andrew Marvell
গ) John Donne
ঘ) Henry Vaughan

74527. 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?

ক) নাটক
খ) উপন্যাস
গ) কাব্য
ঘ) ছোটগল্প

74528. The old order changeth, yielding place to new.’- This line is extracted from Tennyson’s poem –

ক) The Lotos-Eaters
খ) Tithonus
গ) Locksley Hall.
ঘ) Morte d’ Arthur

74529. কোনটি বেশি স্থিতিস্থাপক?

ক) ইস্পাত
খ) রাবার
গ) কাচ
ঘ) পানি

74530. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) মোহাম্মদ বরকতুল্লাহ
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মোহাম্মদ লুৎফর রহমান

74531. Who is the central character of ‘Wuthering Heights’ by Emily Bronte?

ক) Mr. Earnishaw
খ) Catheritae
গ) Heathcliff
ঘ) Hindley Earshaw

74533. সনেটের কটি অংশ?

ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

74534. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---

ক) যমুনা নদী হতে
খ) পদ্মা নদী হতে
গ) ব্রহ্মপুত্র নদী হতে
ঘ) মেঘনা নদী হতে
Note : শীতলক্ষ্যা নদী (Shitalakshya River) পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন। গাজীপুর জেলার টোক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষ্যা কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে পড়েছে। নদীটির মোট দৈর্ঘ্য ১১০ কিমি, প্রস্থ নারায়ণগঞ্জের কাছে ৩০০ মিটার, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে কমে গিয়ে হয়েছে প্রায় ১০০ মিটার। ডেমরায় সর্বোচ্চ ২,৬০০ কিউমেক প্রবাহ পরিমাপ করা হয়েছে। নদীটি নাব্য এবং সারা বছরই নৌ চলাচলের উপযোগী। শীতলক্ষ্যার ভাঙন প্রবণতা কম।

74535. All the perfumes of Arabia will not sweeten this little hand.’ – Who said this?

ক) Macbeth
খ) Lady Macbeth
গ) Lady Madcuff
ঘ) Madcuff

74536. The short story ‘The Diamond Necklace’ was written by –

ক) Guy de Maupassant
খ) O Henry
গ) Somerset Maugham
ঘ) George Orwell

74537. ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন ---

ক) ইসলাম খান
খ) মীর জুমলা
গ) শায়েস্তা খান
ঘ) শাহজাদা আযম

74538. ‘Ulysses’ is a novel Written by –

ক) Joseph Conrad
খ) Thotias Hardy
গ) Charles Dickens
ঘ) James Joyce

74539. নোয়াখালীর পূর্ব নাম --

ক) নাসিরাবাদ
খ) পূর্বাশা
গ) সুধারাম
ঘ) সুবর্ণগ্রাম

74540. Who translated the ‘Rubaiyát of Omar Khayyam into English?

ক) Thomas Carlyle
খ) Edward Fitzgerald
গ) D. G. Rossetti
ঘ) William Thackeray

74541. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---

ক) সুবেদার ইসলাম খান
খ) মীরজুমলা
গ) মুরশীদ কুলী খান
ঘ) শায়েস্তা খান

74543. জাতীয় জাদুঘরের স্থপতি --

ক) মোস্তফা কামাল
খ) মোস্তফা মনোয়ার
গ) মাজহারুল ইসলাম
ঘ) কাজী আরিফ

74545. পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ --

ক) কানাডা
খ) চিলি
গ) যুক্তরাজ্য
ঘ) যুক্তরাষ্ট্র

74546. পৃথিবীর উচ্চতম রাজধানী --

ক) লাপাজ
খ) নিউইয়র্ক
গ) ব্রাসিলিয়া
ঘ) জর্জটাউন

74547. মিসিসিপি-মিশৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় ---

ক) ৭৫০১ কিমি
খ) ৫০৯৮ কিমি
গ) ৬০৯৫ কিমি
ঘ) ৮০৯৫ কিমি

74548. ‘Sweet Helen’ make me immortal with a kiss. The sentence has been taken from the play

ক) Romeo and Juliet
খ) Caesar and Cleopatra
গ) Doctor Faustus
ঘ) Antony and Cleopatra

74549. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?

ক) শীতলক্ষ্যা
খ) বুড়িগঙ্গা
গ) ধরলা
ঘ) বংশী

74550. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপিত্যকা এলাকা ---

ক) মারিস্যা ভ্যালী
খ) খাগড়া ভ্যালী
গ) জাবরী ভ্যালী
ঘ) ভেঙ্গী ভ্যালী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore