বিষয়ঃ Other

74606. 'নিপ্পন ' কোন দেশের পুরাতন নাম?

ক) জাপান
খ) কোরিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া

74607. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?

ক) বেলজিয়াম
খ) যুক্তরাজ্য
গ) জার্মানি
ঘ) সুইডেন

74609. পারদ তাপ ---

ক) অপরিবাহী
খ) সুপরিবাহী
গ) পরিবাহী
ঘ) কুপরিবাহী

74611. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?

ক) মেজর
খ) সিপাহী
গ) ল্যান্স নায়েক
ঘ) ক্যাপ্টেন

74612. সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল?

ক) গৌড়
খ) চন্দ্রদ্বীপ
গ) সুধারাম
ঘ) সুবর্ণগ্রাম

74613. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হামিদুজ্জামান খান
ঘ) হাসেম খান

74615. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

ক) যমুনা
খ) ব্রহ্মপুত্র
গ) পদ্মা
ঘ) মেঘনা

74616. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) করতোয়া
খ) ব্রহ্মপুত্র
গ) মহানন্দা
ঘ) গঙ্গা

74617. সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?

ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
Note : update

74618. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?,,,,,

ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি

74620. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?

ক) লিগনাইট
খ) বিটুমিনাস
গ) অ্যানথ্রাসাইট
ঘ) পিট

74621. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?

ক) ফোলিক এসিড
খ) এমিনো এসিড
গ) পেনিসিলিন
ঘ) ইনসুলিন

74622. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন ---

ক) আবু সাঈদ চৌধুরী
খ) শেখ মুজিবুর রহমান
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম

74623. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর---

ক) ২৫ মার্চ রাতে
খ) ২৬ মার্চ রাতে
গ) ২৭ মার্চ রাতে
ঘ) ২৮ মার্চ রাতে

74624. জীনের রাসায়নিক উপাদান ---

ক) আরএনএ
খ) ডিএনএ
গ) ডিএনএ ও হ্যালিক্স
ঘ) আরএনএ ও হ্যালিক্স

74625. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---

ক) শ্বসন
খ) রেচন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) অভিস্রবন

74626. সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ---

ক) পরভোজী
খ) স্বভোজী
গ) পরজীবী
ঘ) মিথোজীবী

74628. টেলিপ্রিন্টার একটি ----

ক) গ্রহণমুখ যন্ত্র
খ) নির্গমনমুখ যন্ত্র
গ) টাইপরাইটার
ঘ) টারমিনাল

74629. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ----

ক) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
খ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) রেডিও লাইনের সংযোগ সাধন হয়

74630. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) চিরসুখ
খ) সুগন্ধি
গ) খেয়াঘাট
ঘ) আজীবন

74631. কোনটি শুদ্ধ বানান?....

ক) তিতীক্ষা
খ) তীতিক্ষা
গ) তিতিক্ষা
ঘ) তীতীক্ষা

74632. কোন বানানটি শুদ্ধ?.....

ক) পাসান
খ) পাসাণ
গ) পাষাণ
ঘ) পাশাণ

74633. কোন বানানটি শুদ্ধ?....

ক) সুমিম্মিতা
খ) সুচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) সুচস্মিতা

74634. 'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

ক) বৈঠ + অক
খ) বৈ + ঠক
গ) বৈঠ + ক
ঘ) বি + ঠক

74635. 'ধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

ক) ধি + অর
খ) ধী + অর
গ) ধারি + অ
ঘ) ধা +র

74636. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) রশ্মি
খ) কালো
গ) অন্ধকার
ঘ) আলো

74637. 'চপল' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) গম্ভীর
খ) ঠাণ্ডা
গ) স্তব্ধ
ঘ) রাশভারী

74638. কুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) গোত্র
খ) কিনারা
গ) তীর
ঘ) তট

74639. 'উচ্ছ্বাস' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

ক) স্ফুরণ
খ) উদ্ভাসিত
গ) স্ফীতি
ঘ) বিকাশ

74640. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) কাটাচোখা
খ) কানাকানি
গ) ঔষধি
ঘ) ঋষিকবি

74641. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) অনুতাপ
খ) আপাদমস্তক
গ) আটচালা
ঘ) আমরা

74642. "চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া
খ) করণে ২য়া
গ) অপাদানে ৩য়া
ঘ) অধিকরণে ৩য়া

74643. "আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ২য়া
খ) কর্মে ২য়া
গ) অপাদানে ২য়া
ঘ) অধিকরণে ২য়া

74644. 'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন?

ক) সিকান্দার আবু জাফর
খ) ড. নীলিমা ইব্রাহিম
গ) আনিস চৌধুরী
ঘ) শওকত ওসমান

74645. 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?

ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শাহাদৎ হোসেন
ঘ) ইব্রাহিম খাঁ

74646. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

74647. 'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?

ক) আবুল মনসুর আহমদ
খ) আবুল ফজল
গ) শহীদুল্লা কায়সার
ঘ) সৈয়দ ওয়ালিউল্লাহ

74648. "হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) বেগম সুফিয়া কামাল
গ) গোলাম মোস্তফা
ঘ) শামসুর রাহমান

74649. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) নবীনচন্দ্র সেন
গ) গোলাম মোস্তফা
ঘ) সুফী মোতাহার হোসেন

74650. "A green horse "--- phrase --টির অর্থ কি?

ক) An inexperienced man
খ) A trainee
গ) A soft hearted man
ঘ) An envious lady

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore