বিষয়ঃ Other

8001. কোনটি ষ-ত্ব বিধান?

ক) তৎসম শব্দে ‘স’-এর স্থানে ‘স’ হয়
খ) রেফ এবং ঋ/ঋ-কারের পরে ‘ষ’ হয়
গ) রেফ, র-ফলা, ঋ এবং ঋ-কারের পরে ‘ষ’ হয়
ঘ) ট-বর্গীয় বর্ণের সাথে ‘স’ সংযুক্ত হয়

8002. ঢাকেশ্বরী' শব্দের প্রকৃত সন্ধি-বিচ্ছেদ কি?

ক) ঢাকে+ইশ্বরী
খ) ঢাকঁ+ইশ্বরী
গ) ঢাকা+ইশ্বরী
ঘ) ঢাকাই+ইশ্বরী

8003. গায়ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) গৈ + অক
খ) গায় + অক
গ) গা + অক
ঘ) গৈ + য়ক

8004. সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?

ক) অনুস্বার
খ) দ্বিত্ব
গ) মহাপ্রাণ
ঘ) তালব্য

8005. ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) ব্য + অর্থ
খ) বি + অর্থ
গ) ব্যা + অর্থ
ঘ) ব + অর্থ

8006. রবীন্দ্র' শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ?

ক) রবী+ইন্দ্র
খ) রবি+ইন্দ্র
গ) রবি+ঈন্দ্র
ঘ) রবী+ঈন্দ্র

8007. লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) লে+অন
খ) লব+ অন
গ) লো+অন
ঘ) ল+বন

8008. সন্ধির প্রধান কাজ কী?

ক) ধ্বনি পরিবর্তন
খ) অর্থের পরিবর্তন
গ) পদের পরিবর্তন
ঘ) বাক্য সংকোচন

8009. আই’ প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়?

ক) মোগলাই
খ) চারাই
গ) ঢাকাই
ঘ) কানাই

8010. জ্ঞানবান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) জ্ঞান+বৎ
খ) জ্ঞান+বত
গ) জ্ঞান+বদ
ঘ) কোনটিই নয়

8011. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?

ক) ছাপা+খানা
খ) জন+অক
গ) রাঁধ+উনি
ঘ) কাঁদ+না

8012. প্রচুর+য = প্রাচুর্য; কোন প্রত্যয়?

ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) বাংলা কৃৎ প্রত্যয়
ঘ) সংস্কৃত কৃৎ প্রত্যয়

8013. কুণ্ঠিত' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) কুন্ঠ + ইত
খ) কুণ্ঠ + ঈত
গ) কুন্ঠ + ত
ঘ) কুণ্ঠ + ত্

8014. শব্দের মূলকে কী বলে?

ক) প্রকৃতি
খ) ধাতু
গ) মৌলিক শব্দ
ঘ) সংজ্ঞা

8015. গুণ ও বৃদ্ধি বলা হয়-

ক) কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
খ) কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
গ) নাম-প্রকৃতির পরিবর্তনকে
ঘ) প্রাতিপদিকের পরিবর্তনকে

8016. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?

ক) আবুল হাশেম
খ) শেখ মুজিবুর রহমান
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত

8017. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?

ক) প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
গ) পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন

8018. ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়?

ক) ১ ফেব্রুয়ারি
খ) ৫ ফেব্রুয়ারি
গ) ৭ ফেব্রুয়ারি
ঘ) ৭ মার্চ

8020. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

ক) এক রাজনৈতিক মতবাদের
খ) এক সাংস্কৃতিক আন্দোলন
গ) এক নতুন জাতীয় চেতনার
ঘ) এক নতুন সমাজ ব্যবস্থার

8021. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) নুরুল আমিন
খ) লিয়াকত আলী খান
গ) মোহাম্মদ আলী
ঘ) খাজা নাজিমুদ্দীন

8024. পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন?

ক) নাজিমুদ্দিন
খ) ফ্রেডারিক বোর্ন
গ) নুরুল আমীন
ঘ) মালিক ফিরোজ খান নূন

8025. পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন?

ক) মুহাম্মদ আলী জিন্নাহ
খ) আল্লামা ইকবাল
গ) লিয়াকত আলী খান
ঘ) চৌধুরী রহমত আলী

8026. শুদ্ধ বিপরীত শব্দযুগল নয়-

ক) আকাশ-পাতাল
খ) সম্মুখে-পেছনে
গ) উর্ধ্ব-অধ
ঘ) ভিতর-বাহির

8027. ভূত’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) ভবিষ্যৎ
খ) পেত্নী
গ) ভোতা
ঘ) ভাষা

8028. নিরাকার' এর বিপরীতার্থক শব্দ --

ক) সাকার
খ) আকার
গ) অদৃশ্য
ঘ) দৃশ্যমান

8030. মুক্ত'এর বিপরীতার্থক শব্দ --

ক) স্বাধীন
খ) বদ্ধ
গ) মুক্তি
ঘ) বাহি

8031. চাক্ষুস' -এর বিপরীত শব্দ -

ক) অগোচর
খ) নিরিবিলি
গ) অদৃশ্য
ঘ) নিভন্ত

8032. চপল' - এর বিপরীতার্থক শব্দ কী?

ক) সম্ভাব্য
খ) রাশভারী
গ) ঠান্ডা
ঘ) গম্ভীর

8033. স্থাবর' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?

ক) জঙ্গণ
খ) স্থাবরহীন
গ) জঙ্গম
ঘ) স্থাবরবিহীন

8034. ধীর' শব্দের বিপরীত শব্দ -

ক) দ্রুত
খ) অধীর
গ) বধির
ঘ) কোনটিই নয়

8035. জঙ্গম’-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) অরণ্য
খ) পর্বত
গ) স্থাবর
ঘ) সমুদ্র

8036. মনীষা' এর বিপরীত শব্দ কি?

ক) নির্বোধ
খ) প্রভা
গ) নস্বিতা
ঘ) প্রভাতি

8037. দুস্কৃতি’-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) সৎ
খ) ধার্মিক
গ) সদয়
ঘ) সুকৃতি

8038. দুহিতা- এর বিপরীত শব্দ কোনটি ?

ক) পুত্র
খ) কন্যা
গ) স্ত্রী
ঘ) স্বামী

8039. ঝানু” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) চতুর
খ) পটু
গ) অপটু
ঘ) চালাক

8040. চঞ্চল” এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বিচল
খ) অবিচল
গ) প্রচল
ঘ) নিশ্চল

8041. তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

ক) দুর্বল
খ) নিস্তেজ
গ) সতেজ
ঘ) রুগ্ন

8042. নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ-

ক) আকার
খ) সাকার
গ) অদৃশ্য
ঘ) দৃশ্যমান

8043. ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?

ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্ধমান
ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

8044. তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ----

ক) শৈত্য
খ) শীতল
গ) উত্তাপ
ঘ) হিম

8045. নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়?

ক) নী+ অট
খ) নে+ অনট
গ) নে+ অট
ঘ) নী+ অনট

8046. জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় ক?

ক) জেল+এ
খ) জাল+ইয়া
গ) জাল+আ
ঘ) জালা+এ

8047. বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) বর্ষ + ষ্ণিক
খ) ব + ষ্ণিক
গ) বরষ + ইক
ঘ) বর্ষা + ষ্ণিক

8048. দোলনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?

ক) দুল+অনা
খ) দোল+না
গ) দোল+অনা
ঘ) দোলনা+না

8049. বুদ্ধি' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো -

ক) বুদ্+ধি
খ) বুধ+দি
গ) বুধ্ + তি
ঘ) বুদ্ধ+ই

8050. করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি?

ক) প্রেষণা ও সন্তুষ্টি
খ) পরিবেশ ও উদ্দীপনা
গ) ভুল ও সংশোধন
ঘ) পুরস্কার ও শান্তি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore