বিষয়ঃ Other
8155. পর পর দুটি পূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৩৬।
8157. নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১…?
8158. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
8159. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
8162. আঠার বছর বয়স' কবিতার রচয়িতা কে?
8163. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কী চিহ্ন বসে?
8164. শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ কি?
8167. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রা-
8168. Power point presentation এ নতুন স্লাইড যুক্ত করার কিবোর্ড কমান্ড কি?
8170. কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে?
8173. মহান মুক্তিযুদ্ধকালে বর্তমান পঞ্চগড় জেলা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
8174. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?
8175. রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট?
8176. ভলগা নদী- কোন সাগরে পতিত হয়েছে?
8181. দেশের ৪৮তম নদীবন্দর কোনটি?
8182. দুর্নীতি দমন কমিশন (দুদক) কবে গ্লোব-ই নেটওয়ার্কের সদস্য হয়?
8183. রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনি 'Sultana's Dream' বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
8184. OIC'র বর্তমান (মে-২৪) প্রেসিডেন্ট কে?
8186. ৪৮তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে?
8187. ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?
8190. ৫০তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
8191. ব্রিটিশ সরকার কীভাবে আইন অমান্য আন্দোলন বন্ধ করার চেষ্টা করেন?
8192. আইন অমান্য আন্দোলন কোন কার্যক্রমের মাধ্যমে শুরু হয়?
8193. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়?
8194. ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয় কখন?
8196. মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী' হিসেবে ঘোষণা করেন কে?
8197. লর্ড মেয়োর শাসনকাল বিশেষভাবে উল্লেখযোগ্য হওয়ার কারণ কী?
8199. কত সালে মহারানি ভিক্টোরিয়া ঘোষণার মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান?