বিষয়ঃ Other

9601. জিজ্ঞাসা' গ্রন্থটি কার লেখা?

ক) প্রমথ চৌধুরী
খ) অতুলচন্দ্র গুপ্ত
গ) রামেন্দ্রসুন্দরী ত্রিবেদী
ঘ) মনোজ গুপ্ত

9602. বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয়-

ক) পর্তুগিজ ভাষায়
খ) ফরাসি ভাষায়
গ) ইংরেজি ভাষায়
ঘ) সংস্কৃত ভাষায়

9603. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?

ক) লীলা নাগ
খ) লাবণ্য দাশ
গ) করুণাকণা গুপ্তা
ঘ) নূরজাহান বেগম

9604. ভিটায় ঘুঘু চরানো' এর অর্থ-

ক) সর্বনাশ করা
খ) বৃথা খেটে মরা
গ) অহঙ্করী
ঘ) নিশ্চিন্তে থাকা

9605. কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না?

ক) চোখের জল
খ) চোখের পর্দা
গ) চোখের মনি
ঘ) চোখের বালি

9606. যা নিন্দার যোগ্য নয়-

ক) নিন্দনীয়
খ) প্রশংসনীয়
গ) অনিন্দ্য
ঘ) নিস্পৃহ

9607. মৃত্তিকা দিয়ে তৈরী' এর বাক্য সংকোচন-

ক) মেঠো
খ) মন্ময়
গ) মৃন্ময়
ঘ) চিন্ময়

9608. স্থিতধী' শব্দের অর্থ-

ক) ধীরগতিসম্পন্ন
খ) স্থির
গ) স্থিরবুদ্ধিসম্পন্ন
ঘ) স্থিতি

9609. কুশীলব' শব্দের অর্থ -

ক) অভিনীত
খ) অভিনেতা
গ) অভিনয়
ঘ) নেপথ্যচারী

9610. মনোরম' শব্দের সন্ধি বিচেছদ কোনটি?

ক) মনঃ+রম
খ) মন+রম
গ) মনো+রম
ঘ) মনো+অম

9611. বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।' বাক্যটি-

ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র

9612. উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি-

ক) প্রত্যয়যুক্ত
খ) উপসর্গযুক্ত
গ) বিভক্তিযুক্ত
ঘ) অনুসর্গযুক্ত

9614. ড. আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি?

ক) গণদেবতা
খ) বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস
গ) শিখা
ঘ) মুসলিম মানস ও বাংলা সাহিত্য

9616. a+1/a=4 হলে a⁴+1/a⁴ এর মান কত?

ক) 204
খ) 196
গ) 198
ঘ) 194
Note : Question problem

9620. logₑ√x+logₑ∛x+logₑ∜x=?

ক) 1/2logₑx
খ) 7/8logₑx
গ) 9/11logₑ√x
ঘ) 13/12logₑx
Note : Question problem

9624. √৫−√৩=?

ক) ১/√৫−√৩
খ) √২
গ) ১/√৫ + ১/√৩
ঘ) ১/√৫+√৩
Note : Question problem

9625. 2x−2/x=3 হলে B = (x³−1/x³) এর মান কত?

ক) 60
খ) 64
গ) 63
ঘ) 69
Note : Question problem

9627. কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি?

ক) নীল
খ) লাল
গ) সবুজ
ঘ) বেগুনি

9628. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

ক) ইলেকট্রন ও প্রোটন
খ) নিউট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন

9629. নোবেল মেটাল কোনটি?

ক) স্বর্ণ
খ) রৌপ
গ) হীরক
ঘ) প্লাটিনাম
Note : Question problem

9630. তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন-

ক) মেন্ডেলিফ
খ) নিউটন
গ) অ্যাভোগেড্রো
ঘ) ফ্যারাডে

9631. একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো -

ক) ১.০৮×১০² কুলম্ব
খ) ৯ × ১০⁶ কুলম্ব
গ) ১.৫০৬×১০⁶ কুলম্ব
ঘ) ১.৬ ×১০⁻¹⁹ কুলম্ব

9632. সোনায় মরিচা পড়ে না ধরে না কেন?

ক) সোনা সক্রিয় ধাতু
খ) সোনা উজ্জ্বল ধাতু
গ) সোনা শক্ত ধাতু
ঘ) সোনা নিষ্ক্রিয় ধাতু

9633. কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে?

ক) পারদ
খ) ব্রোমিন
গ) আয়রণ
ঘ) অ্যান্টিমনি
Note : Question problem

9634. মহাবিস্ফোরণ থিউরির প্রবক্তা কোন বিজ্ঞানী ?

ক) আইনস্টাইন
খ) নিউটন
গ) জর্জ লেমেটার
ঘ) স্টিফেন হকিং

9635. Liquefied Petroleum Gas (LPG) তে থাকে-

ক) মিথেন, পানি ও ইথেন
খ) মিথেন, বিউটেন ও প্রোপেন
গ) মিথেন, ইথেন ও বিউটেন
ঘ) মিথেন, ইথেন ও জেনন
Note : Question problem

9637. কোনটি পদার্থ নয়?

ক) আলো
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) পানি

9638. রেক্টিফাইট স্পিরিট হলো-

ক) ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ) ৯৮% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
গ) ৮৮% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
ঘ) ৯৫% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
Note : Question problem

9639. আমরা যে চক দিয়ে লিখি তা হলো-

ক) ক্যালসিয়াম সালফেট
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম ফসফেট

9640. কোনটি আলাদা?

ক) কার্বন
খ) গ্রাফাইট
গ) হীরক
ঘ) স্বর্ণ

9641. একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি?

ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
Note : Question problem

9642. মুহাম্মদ বিন কাসিম ভারত বর্ষে আগমন করেন কত সালে?

ক) ৭০০ খ্রি.
খ) ৭০৯ খ্রি.
গ) ৭১২ খ্রি.
ঘ) ৭১০ খ্রি.
Note : Question problem

9643. কোনটি জংশন স্টেশন নয়?

ক) সান্তাহার
খ) ঈশ্বরদী
গ) পার্বতীপুর
ঘ) ঢাকা
Note : Question problem

9644. হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে -

ক) সম্রাট অশোক
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) শশাঙ্ক
ঘ) হর্ষবর্ধন

9645.

বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

ক) প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) পররাষ্ট্রমন্ত্রী
Note :

সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার । আর প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' - এর প্রধান ।

9646. শাহবাজপুর' কোন জেলার পূর্বনাম?

ক) বরিশাল
খ) কুমিল্লা
গ) ফেনী
ঘ) ভোলা
Note : Question problem

9647. ওয়াটার গেট' কী?

ক) বাণিজ্যিক ভবন
খ) জলপ্রপাত
গ) সংবাদ সংস্থার মূল ফটক
ঘ) বাঁধ

9648. কোনটি নদী বন্দর নয় ?

ক) নারায়ণগঞ্জ
খ) বাঘাবাড়ি
গ) বেনাপল
ঘ) চাঁদপুর
Note : Question problem

9649. কোনটি দূরপ্রাচ্যের দেশ?

ক) মঙ্গোলিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) সিরিয়া

9650. সুবা বাংলা-

ক) বাংলা-বিহার-আসাম
খ) বাংলা-বিহার-মুর্শিদাবাদ
গ) পূর্ববাংলা ও আসান
ঘ) বাংলা-বিহার-উড়িষ্যা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore