বিষয়ঃ Other

9453. ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে-

ক) সমকোণী ত্রিভুজ
খ) সমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) বিষমবাহু ত্রিভুজ

9454. হালে পানি পাওয়া'- এর অর্থ-

ক) বিপদে পড়া
খ) বিপদমুক্ত হওয়া
গ) বিপদাপন্ন
ঘ) বিপদে ধৈর্য ধরা

9455. ঝিনুক' শব্দের অর্থ -

ক) উপল
খ) দলিল
গ) শৈল
ঘ) সুক্তি

9456. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?

ক) অপরাহ্ন
খ) অপরান্ন
গ) অপরাহ্ণ
ঘ) অপরান্ন

9457. বাংলার মুক্তিসনদ নামে পরিচিত কোনটি?

ক) ৬ দফা
খ) ৭ মার্চের ভাষণ
গ) লাহোর প্রস্তাব
ঘ) কোনটিই নয়

9458. ২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ীর নাম কী?

ক) খামা আঘিনি
খ) ইয়েন ফসে
গ) নার্গিস মোহাম্মদী
ঘ) ক্যাটালিন কারিকো

9459. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?

ক) বৎসল, সুইজারল্যান্ড
খ) ব্রাসেলস, বেলজিয়াম
গ) ব্রামিলিয়া, ব্রাজিল
ঘ) জেনেভা, সুইজারল্যান্ড

9460. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?

ক) নেপাল ও শ্রীলংকা
খ) নেপাল ও ভুটান
গ) নেপাল ও থাইল্যান্ড
ঘ) নেপাল ও পাকিস্তান

9462. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) সমুদ্রের ঢেউ

9463. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল -

ক) টাংস্টেন
খ) প্লাটিনাম
গ) জারকানিয়াম
ঘ) টাইটানিয়াম

9464. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?

ক) রৈখিক গতি
খ) পর্যায়বৃত্ত গতি
গ) স্পন্দন গতি
ঘ) উপবৃত্তাকার গতি

9465. The antonym of 'gentle' is

ক) modest
খ) clever
গ) rude
ঘ) narrow

9466. Identify the correct sentence:

ক) Bread is usually made of wheat.
খ) Bread is usually made with wheat.
গ) Bread is usually made by wheat.
ঘ) Bread is usually made from wheat.

9467. Sounding the same but spelt differently.

ক) aymphonious
খ) homophonous
গ) synonyms
ঘ) saminynous

9468. দেশের ৪৮তম নদীবন্দর কোনটি?

ক) রাজশাহী নদীবন্দর
খ) মোহনগঞ্জ নদীবন্দর
গ) খুলনা নদীবন্দর
ঘ) সুলতানগঞ্জ নদীবন্দর

9469. দুর্নীতি দমন কমিশন (দুদক) কবে গ্লোব-ই নেটওয়ার্কের সদস্য হয়?

ক) ১ ফেব্রুয়ারি ২০২৪
খ) ১০ মার্চ ২০২৪
গ) ১ এপ্রিল ২০২৪
ঘ) ১ মে ২০২৪

9471. OIC'র বর্তমান (মে-২৪) প্রেসিডেন্ট কে?

ক) রিসেপ তাইয়েপ এরদোয়ান (তুরস্ক)
খ) বাদশাহ সালমান (সৌদি আরব)
গ) অ্যাডামা ব্যারো (গাম্বিয়া)
ঘ) আবেদল ফাত্তাহ সিসি (মিসর)

9472. ১৭তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে?

ক) স্পেন
খ) জার্মানি
গ) ডেনমার্ক
ঘ) ফ্রান্স

9473. ৪৮তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে?

ক) ২০ জুন-১৪ জুলাই ২০২৪
খ) ২০ জুলাই-১৪ আগস্ট ২০২৪
গ) ২০ আগস্ট-১৪ সেপ্টেম্বর ২০২৪
ঘ) ২-২৯ অক্টোবর ২০২৪

9474. ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?

ক) অধ্যাপক রাজিয়া সুলতানা
খ) আহমদ রফিক
গ) শাহীন সামাদ
ঘ) আবুল মোমেন

9476. বিশ্ব ফুটবল দিবস কবে?

ক) ২১ মে
খ) ১৫ মে
গ) ১৩ জুলাই
ঘ) ২৩ অক্টোবর

9477. ৫০তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

ক) ১৩-১৫ জুন ২০২৪
খ) ১৭-১৯ জুন ২০২৪
গ) ১৯-২১ জুন ২০২৪
ঘ) ২৪-২৬ জুন ২০২৪

9482. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -

ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন
ঘ) জীবাণু

9483. বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?

ক) ১৯৯৮ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০০ সালে
ঘ) ১৯৯৭ সালে

9484. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?

ক) মিশর
খ) ইরান
গ) ইরাক
ঘ) সিরিয়া

9485. The idiom 'A stitch in time saves nine'____refers to the importance of-

ক) saving lives
খ) timely action
গ) saving time
ঘ) time tailoring

9486. In English grammar,_______deals with formation of sentences.

ক) Morphology
খ) Etymology
গ) Syntax
ঘ) Semantics

9487. Teacher said, 'The earth--round the sun'.

ক) moves
খ) moved
গ) has moved
ঘ) will be moving

9488. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

ক) কবিগান
খ) পুঁথি সাহিত্য
গ) নাথ সাহিত্য
ঘ) বৈষ্ণব পদ সাহিত্য

9489. পর্যটন কেন্দ্র 'সাজেক' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক) খাগড়াছড়ি
খ) রাঙ্গামাটি
গ) বান্দরবান
ঘ) রাজশাহী

9490. বাংলাদেশ অলিম্পিকে প্রথম কত সালে অংশগ্রহণ করে?

ক) ১৯৮৪ সালে
খ) ১৯৯০ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৮৮ সালে

9491. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা'-কার লেখা?

ক) রজনীকান্ত সেন
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রঙ্গলাল সেন

9492. ক্রিকেট খেলার আইন কয়টি ?

ক) ৪১টি
খ) ৪২টি
গ) ৪৩টি
ঘ) ৪৪টি

9493. বর্তমানে টেনিস ATP র্যাংকিং-এ পুরুষ বিভাগে এক নম্বর খেলোয়ার -

ক) এইচ রুনি
খ) সি এলকারাজ
গ) জন জকোভিচ
ঘ) সিনার

9494. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার -

ক) জয়নুল আবেদীন
খ) হাশেম খান
গ) কামরুল হাসান
ঘ) হামিদুর রহমান

9497. What is 'bibliography"?

ক) Collecting the Bible
খ) History of books
গ) Collection of books
ঘ) A good hand writing

9498. Identity the correct sentence:

ক) The girl burst into tears
খ) The girl burst with tears
গ) The girl burst out tears
ঘ) The girl busted out fears

9499. To end in smoke means -

ক) To create fine
খ) To pie fine
গ) To through authority
ঘ) To come to nothing

9500. গোকুলের ষাঁড়' অর্থ-

ক) জ্ঞানী
খ) ধূর্ত
গ) ভবঘুরে
ঘ) অপদার্থ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore