বিষয়ঃ Other

9351. কোনটি শুদ্ধ বানান?

ক) ইন্দ্রজালিক
খ) ঈন্দ্রজালীক
গ) ঐন্দ্রজালীক
ঘ) ঐন্দ্রজালিক

9352. স্রবণ শব্দের অর্থ কোনটি ?

ক) ক্ষরণ
খ) জলপ্রপাত
গ) অনুধ্যান
ঘ) নিমজ্জন

9354. কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত ?

ক) ১২ মিটার
খ) ৮ মিটার
গ) ১৬ মিটার
ঘ) ২৪ মিটার

9358. হালং বে কোন দেশে অবস্থিত ?

ক) দঃ কোরিয়া
খ) ফিলিপাইন
গ) ভিয়েতনাম
ঘ) থাইল্যান্ড

9359. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?

ক) প্যারিস
খ) বার্লিন
গ) রোম
ঘ) লন্ডন

9360. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

ক) হাভার্ড
খ) কেমব্রিজ
গ) নালন্দা
ঘ) অক্সফোর্ড

9363. ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমার-

ক) তুলনায় ক্ষুদ্রতর
খ) সমান
গ) তুলনায় বৃহত্তর
ঘ) অসমান

9367. Let ____ dogs lie.

ক) sleeping
খ) snoozing
গ) dreaming
ঘ) barking

9368. Can you ___ the time of the next train to Sylhet?

ক) sort out
খ) put out
গ) find out
ঘ) try out

9369. Translate into English: গুজবে কান দেওয়া উচিৎ নয়

ক) One should not hear rumor.
খ) One should not come about rumor.
গ) One should not give ear to rumor.
ঘ) Nobody should listen to rumor.

9370. Which one is correctly spelled?

ক) annihillation
খ) annihilation
গ) anhilation
ঘ) annyhillation

9371. Select the correct sentence:

ক) would you mind close the door?
খ) The decision was hang over.
গ) Jasim fell down and broke his leg.
ঘ) I am true with my word.

9372. নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ?

ক) প্রজাপতি
খ) কেঁচো
গ) চিংড়ি
ঘ) আরশোলা

9373. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলে?

ক) অণু
খ) পরমাণু
গ) ভরসংখ্যা
ঘ) নিউট্রন সংখ্যা

9374. পলিথিন কী দিয়ে তৈরি?

ক) ইথিলিন
খ) ইথাইন
গ) ক্লোরোইথিন
ঘ) ইথিলিন গ্লাইকল

9375. শুষ্ক বরফ কাকে বলে?

ক) কার্বন মনোঅক্সাইড
খ) সালফার ডাই অক্সাইড
গ) নাইট্রোজেন ডাই অক্সাইড
ঘ) কার্বন ডাই অক্সাইড

9376. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?

ক) অনুচ্ছেদ ২২
খ) অনুচ্ছেদ ২৩
গ) অনুচ্ছেদ ২৪
ঘ) অনুচ্ছেদ ২৫

9378. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক) ক্ষুধা ও আশা
খ) নরকে লাল গোলাপ
গ) নির্জন মেঘ
ঘ) দুই সৈনিক

9379. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

ক) সিউলে
খ) জাকার্তায়
গ) টোকিওতে
ঘ) ভিয়েনাতে

9381. আন্তর্জাতিক রাজনীতিতে Modus vivendi বলতে কী বোঝায়?

ক) যুদ্ধের দেশ
খ) অস্থায়ী চুক্তি
গ) শরণার্থী শিবির
ঘ) স্বার্থ হাসিল

9382. তৃতীয়' কোন জাতীয় বিশেষণ ?

ক) পূরণবাচক
খ) পরিমাণবাচক
গ) ক্রমবাচক
ঘ) গুণবাচক

9383. নারীবাচক শব্দ নয় কোনটি?

ক) দীর্ঘাঙ্গী
খ) মহতী
গ) মানসী
ঘ) যশস্বী

9384. নিচের কোনটি সর্বনাম পদ?

ক) কি
খ) কী
গ) কেনা
ঘ) কারণ

9385. পাখীসব করে রব রাতি পোহাইল।' চরণটিতে পাখীর সঙ্গে যুক্ত 'সব' হলো:

ক) বিশেষণ
খ) প্রত্যয়
গ) বহুবচনবাচক শব্দ
ঘ) পদাশ্রিত নির্দেশক

9386. নিচের কোনটি অপপ্রয়োগ-দোষে দুষ্ট নয় ?

ক) অধীনস্থ
খ) একত্র
গ) অশ্রুজল
ঘ) আয়ত্তাধীন

9387. নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়?

ক) পূরবী
খ) মানসী
গ) জাগরী
ঘ) শ্যামলী

9388. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মাহাত্ম্য
খ) মহত্ত্বর
গ) মহত
ঘ) মহত্ত

9389. কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে?

ক) কালো
খ) সাদা
গ) লাল
ঘ) ধূসর

9390. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-

ক) প্রতিফলন
খ) পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন
গ) বিচ্ছুরণ
ঘ) প্রতিসরণ

9391. I (see) him recently. Tick the correct one

ক) saw
খ) see
গ) have seen
ঘ) had seen

9392. Who is calling me. Change the voice-

ক) I am being called by whom?
খ) By whom am I being called?
গ) By whom I am being called?
ঘ) Who is being called by me?

9393. Nominative Case of 'He'-

ক) His
খ) Him
গ) He
ঘ) None

9394. Case means: In a sentence relationship with ____ with other word in a sentence. Fill up the blank-

ক) Only Noun
খ) Noun and Pronoun
গ) Adjective
ঘ) None of the Above

9398. অমুক' কোন সর্বনাম?

ক) অন্যবাচক
খ) ব্যক্তিবাচক
গ) আত্মবাচক
ঘ) নির্দেশক

9399. আ + ও = ঔ নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

ক) মহৌষধি
খ) মহৌষধ
গ) বনৌষধি
ঘ) পরমৌষধ

9400. কম্পিত বাঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?

ক) বড়
খ) গাঢ
গ) চানাচুর
ঘ) হঠাৎ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore