বিষয়ঃ Other

9201. বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান “তক্ষশীলা” কোথায় অবস্থিত?

ক) পাকিস্তান
খ) নেপাল
গ) শ্রীলংকা
ঘ) ভারত

9203. ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি ?

ক) ৬ টি
খ) ৮ টি
গ) ৯ টি
ঘ) ১২ টি

9204. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কি?

ক) উচ্চভূমি
খ) মুক্তভূমি
গ) যুক্তভূমি
ঘ) নিম্নভূমি

9206. M - 19' কোন দেশের গেরিলা সংগঠন ?

ক) ভারত
খ) কলম্বিয়া
গ) জাপান
ঘ) মালয়েশিয়া

9207. FAO- এর সদর দপ্তর কোথায় ?

ক) নিউইয়র্ক
খ) ম্যানিলা
গ) রোম
ঘ) জেনেভা

9208. 7 sisters কোন দেশে অবস্থিত?

ক) শ্রীলঙ্কা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) মিয়ানমার

9209. তুরঙ্কের মুদ্রার নাম কি?

ক) দিনার
খ) দিরহাম
গ) ডলার
ঘ) লিরা

9211. বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

ক) আমাজান
খ) নীলনদ
গ) ভলগা
ঘ) ইয়াংসিকিয়াং

9212. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) ওয়াশিংটন ডিসি
গ) ডেট্রয়েট
ঘ) ডালাস

9213. কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?

ক) ব্রিটেন
খ) জার্মানি
গ) ভারত
ঘ) যুক্তরাষ্ট্র

9216. কোন দেশের কাছে সবচেয় বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?

ক) কানাডা
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাষ্ট্র

9219. Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?

ক) চীন
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য

9220. ওন কোন দেশের মুদ্রার নাম?

ক) ম্যাকাউ
খ) দক্ষিণ কোরিয়া
গ) লাওস
ঘ) ভিয়েতনাম

9221. আবু গারিব কী?

ক) একটা যাদুঘর
খ) একটা জেলখানা
গ) একটা সমাধিস্থল
ঘ) বিখ্যাত দার্শনিক
Note : আবু গারিব কারাগার ( আরবি: سجن أبو غريب, সিজন আবু ঘুরাইব) হলো ইরাকের আবু গারিবে অবস্থিত একটি কারাগার কমপ্লেক্স, যা বাগদাদের ৩২ কিলোমিটার (২০ মা) পশ্চিমে অবস্থিত। কারাগারটি ১৯৫০-এর দশকে এর কার্যক্রম শুরু করেছিল। এটি তৎকালীন ইরাকে নির্যাতন, সাপ্তাহিক মৃত্যুদণ্ড এবং অসহায় জীবনযাত্রার সাথে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার ছিল। ১৯৮০ এর দশক থেকে কারাগারটি সাদ্দাম হোসেন কর্তৃক এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করত। অমানুষিক নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকান্ডের জন্য কারাগারটি কুখ্যাতি অর্জন করেছিল। ২০১৪ সালে কারাগারটি বন্ধ হয়ে যায়।

9222. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?

ক) অতীশ দীপঙ্কর
খ) মাহয়ান
গ) শিলভদ্র
ঘ) মেগাস্থিনিস

9223. বিশ্বখ্যাত 'লুভ মিউজিয়াম' কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) প্যারিস
গ) লন্ডন
ঘ) রোম

9224. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?

ক) ১৩ ই সেপ্টেম্বর ১৯৯৩
খ) ১১ই সেপ্টেম্বর ১৯৯৪
গ) ১২ই সেপ্টেম্বর ১৯৯৫
ঘ) ১৩ই অক্টোবর ১৯৯৬

9225. ২০২২ বিশ্বকাপ ফুটবলে "গোল্ডেন বুট" পাওয়া খেলোয়াড়ের নাম কী?

ক) লিওনেল মেসি (Lionel Messi)
খ) এমবাপ্পে (Mbappe)
গ) এমিলিয়ানো মার্টিনেজ (Emiliana Martinez)
ঘ) পাওলো দিবালা (Paulo Dybala)

9226. ইউরোপীয় "রুটির ঝুড়ি” কোনটি?

ক) ইউক্রেন
খ) বেলজিয়াম
গ) ইতালিগ্রীস
ঘ) পোল্যান্ড

9227. প্যারিস অলিম্পিক ২০২৪ এ প্রথম স্বর্ণজয়ী দেশের নাম কী?

ক) ভারত
খ) বাংলাদেশ
গ) চীন
ঘ) যুক্তরাষ্ট্র

9228. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?

ক) প্রায় ১০ শতাংশ
খ) প্রায় ৩০ শতাংশ
গ) প্রায় ২০ শতাংশ
ঘ) প্রায় ৪০ শতাংশ

9229. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -----

ক) পিকিং স্টোর্টস স্টেডিয়াম
খ) বেইজিং স্টোর্টস স্টেডিয়াম
গ) ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
ঘ) চায়না স্টোর্টস স্টেডিয়াম

9230. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------

ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৫ সালের এপ্রিল মাসে
ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

9231. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-----

ক) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
খ) হোয়াইট হল
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউজ

9232. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-----

ক) উ থান্ট
খ) ট্রিগভেলি
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) কুট ওয়াল্ডহেইম

9233. সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়---

ক) ১৯৮৪ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে

9234. “গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত?

ক) কিউবা
খ) মালয়েশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য
Note : গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং' - সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে।এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ - খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ - পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।

9235. GIS-এর পূর্ণরূপ কোনটি?

ক) Geographic Information System
খ) Geological Information System
গ) Geographic Integrated System
ঘ) Geological Integrated System

9236. আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?

ক) ৮ম
খ) ১০ম
গ) ৯ম
ঘ) ১১শ
Note : জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন আন্তোনিও গুতেরেস। ... ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আন্তোনিও গুতেরেস। ২০১৬ সালে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব মনোনীত হন তিনি।

9237. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?

ক) আই. এল. ও
খ) হু (WHO)
গ) আসিয়ান (ASEAN)
ঘ) উপরের সবগুলো

9238. WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে-

ক) ০৭ এপ্রিল, ১৯৪৮
খ) ১০ জুলাই, ১৯৪৮
গ) ১০ আগস্ট, ১৯৪৮
ঘ) ৩১ ডিসেম্বর, ১৯৪৮

9240. WTO'র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান

9244. ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?

ক) অধ্যাপক রাজিয়া সুলতানা
খ) আহমদ রফিক
গ) শাহীন সামাদ
ঘ) আবুল মোমেন

9245. দেশের ৬২তম তফসিলি ব্যাংক কোনটি?

ক) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি
খ) নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক
গ) সিটিজেন ডিজিটাল ব্যাংক
ঘ) বিকাশ ডিজিটাল ব্যাংক

9246. ২০২৫ সালে ৫১তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক) আপুলিয়া, ইতালি
খ) প্যারিস, ফ্রান্স
গ) বন, জার্মানি
ঘ) আলবার্টা, কানাডা

9247. ২০২৬ সালে দশম আইসিসি টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে

ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
খ) ভারত ও শ্রীলংকা
গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ঘ) যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড

9250. WTO'র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore