বিষয়ঃ Other

9151. পরম শূন্য তাপমাত্রা কত?

ক) -273°C
খ) 273 °C
গ) 273 °F
ঘ) -273 °F

9152. অটোমোবাইল ব্যাটারিতে যে এসিড ব্যবহার করা হয়, তা হলো-

ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) হাইড্রোফ্লোরিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) নাইট্রিক এসিড

9153. প্রশমন বিক্রিযায় কী উৎপন্ন হয়?

ক) এসিড ও পানি
খ) ক্ষার ও পানি
গ) লবণ, ক্ষার ও পানি
ঘ) লবণ ও পানি

9154. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কি?

ক) সৌরজগৎ
খ) ধূমকেতু
গ) মিল্কিওয়ে
ঘ) গ্যালাক্সি

9156. মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

ক) রেসকোর্স ময়দানে
খ) শেরে বাংলানগরে
গ) ভিক্টোরিয় পার্কে
ঘ) ঢাকা স্টেডিয়ামে

9157. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৫১ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৫ সালে

9158. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?

ক) আপেল মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) নজরুল ইসলাম বাবু
ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল

9160. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক) National Cricketers Training Board
খ) National Curriculum and Text Book Board
গ) National Curriculum and Training Board
ঘ) National Communication and Training Board

9161. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

ক) আইএসআই
খ) মোসাদ
গ) র
ঘ) কেজিবি

9162. বঙ্গবন্ধু-১ কিসের নাম?

ক) টেলিফোন সংস্থা
খ) মোবাইল কোম্পানি
গ) স্যাটেলাইট
ঘ) কোনোটিই নয়

9163. ২০২৪ সালে ৫০ তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে-

ক) জাপান
খ) যুক্তরাষ্ট্র
গ) ইতালি
ঘ) ফ্রান্স

9164. মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা'-কার লেখা?

ক) রজনীকান্ত সেন
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) অতুল প্রসাদ সেন
ঘ) রঙ্গলাল সেন

9165. I came home after the rain __

ক) stopped
খ) stop
গ) had stopped
ঘ) would stop

9166. The Waste Land' is a masterpiece of

ক) William Wordsworth
খ) William Blake
গ) T.S. Eliot
ঘ) William Shakespeare

9167. The word 'orphan' is the ___ gender.

ক) masculine
খ) feminine
গ) neuter
ঘ) common

9168. সে বন্দুক তাক করা মাত্রই পাখিটি উড়ে গেল:

ক) No sooner had he aimed at the bird than it flew away.
খ) The bird flew away before he aimed at the bird.
গ) As soon as he aimed at the bird it flew away.
ঘ) The bird flew away no sooner he aimed at the bird.

9169. Let's have a cup of tea, _____

ক) haven't we?
খ) might we?
গ) shan't we?
ঘ) shall we?

9170. What type of noun is kindness?

ক) Proper
খ) Common
গ) Abstract
ঘ) Material

9171. If you read, you will learn. The sentence is a-

ক) compound
খ) negetive
গ) simple
ঘ) complex

9172. What is the bengali meaning of 'time is up'

ক) সময়সীমা
খ) মূল্যহীন
গ) সময় আছে
ঘ) সময় শেষ

9173. He died ____ the injury

ক) for
খ) over
গ) by
ঘ) from

9174. Prefix 'mis' can be added to-

ক) feel
খ) fire
গ) obey
ঘ) personal

9175. Choose the correct option:

ক) This is preferable than that.
খ) This is preferable then that.
গ) This is preferable to that.
ঘ) his is preferable from that.

9177. উপমন্ত্রী' কোন সমাসের দৃষ্টান্ত?

ক) কর্মধারয়
খ) দ্বন্দ্ব
গ) অব্যয়ীভাব
ঘ) দ্বিগু

9178. বৃদ্ধি' শব্দের বিপরীত শব্দ -

ক) ঋত্তি
খ) সিভি
গ) হ্রাস
ঘ) সংকীর্ণ

9179. Data' শব্দের বাংলা পরিভাষা-

ক) তথ্য
খ) সংকেত
গ) উৎস
ঘ) উপাত্ত

9180. সঠিক বানান কোনটি?

ক) মুমুর্ষু
খ) মুমুর্ষ
গ) মুমুর্ষূ
ঘ) মুমূর্ষু

9181. চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক) স্বরবৃত্ত
খ) নিম্নবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) মাত্রাবৃত্ত

9182. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) কর্তৃকারকে সপ্তমী

9183. দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-

ক) সন্ধ্যাকাল
খ) আলোছায়া
গ) সায়াহ্ন
ঘ) গোধূলী

9184. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) নিশীথিনি
খ) নিশীথীনি
গ) নিশীথিনী
ঘ) নিশিথীনী

9185. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-

ক) ক্ষণিকা
খ) তাসের দেশ
গ) বসন্ত
ঘ) কালের যাত্রা

9186. ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) মানব
খ) মৃত
গ) ভাবী
ঘ) নিখুঁত

9187. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-

ক) সমাস
খ) কারক
গ) সন্ধি
ঘ) লিঙ্গ

9188. অনিলা দেবী' কার ছদ্মনাম?

ক) কামিনী রায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ) সুফিয়া কামাল

9189. জাতিসংঘের প্রধান বিচারালয় আন্তর্জাতিক আদালত কোথায় বসে ?

ক) ব্রাসেলসে
খ) জেনেভায়
গ) দি হেগে
ঘ) ভিয়েনাম

9190. বিশ্ব বানিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?

ক) নিউইয়র্ক
খ) জেনেভা
গ) পেরিস
ঘ) জুরিখ

9192. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ফ্লোরিডা
খ) পা
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং

9193. ইনসুলিন কি?

ক) এক ধরনের এনজাইম
খ) এক ধরনের হরমোন
গ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
ঘ) এক ধরনের অস্ত্র

9194. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি ?

ক) সিন্ধু সভ্যতা
খ) মেসোপটিমিয়া সভ্যতা
গ) ভারত সভ্যতা
ঘ) মিশরীয় সভ্যতা

9195. বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায়?

ক) রোমে
খ) প্যারিসে
গ) জেনেভায়
ঘ) শিকাগোতে

9196. ‘A Long Walk to Freedom' বইটির লেখক কে?

ক) হোসে গুসামাও
খ) রবার্ট মুগাবে
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) অং সান সুচি

9197. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য-

ক) ১১ জগ
খ) ১৭ গজ
গ) ২২ গজ
ঘ) ২১ গজ

9198. বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

ক) রাশিয়া
খ) লন্ডন
গ) ব্রাজিল
ঘ) বেলজিয়াম

9199. এয়ারফোর্স ওয়ান কি?

ক) ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিমান
খ) রাশিয়ার রাষ্ট্রপতির বিমান
গ) আমেরিকার রাষ্ট্রপতির বিমান
ঘ) স্পেনের রানির বিমান

9200. ”সৎগুণই জ্ঞান” উক্তিটির কার?

ক) সক্রেটিস
খ) প্লেটো
গ) জন লক
ঘ) এরিস্টটল

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore