বিষয়ঃ Other

9001. প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি?

ক) যোগ্যতাভিত্তিক
খ) দক্ষতাভিত্তিক
গ) উদ্দেশ্যভিত্তিক
ঘ) বয়স কাঠামো ভিত্তিক

9002. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?

ক) আপেল মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) নজরুল ইসলাম বাবু
ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল

9003. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) প্রিয়যোদ্ধা প্রিয়তম
খ) নেকড়ে অরণ্য
গ) বন্দী শিবির থেকে
ঘ) নিষিদ্ধ লোবান

9004. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?

ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) ত্রিপুরা
ঘ) মিজোরাম

9006. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?

ক) বাংলাদেশ আওয়ামী লীগ
খ) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
গ) সি আর আই
ঘ) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট

9007. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

ক) ফিনল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) পোল্যান্ড
ঘ) নেদারল্যান্ড

9008. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায়?

ক) ইতালি
খ) জার্মানি
গ) সুইজারল্যান্ড
ঘ) যুক্তরাষ্ট্র

9009. কোনটি বিচার বিভাগের কাজ নয়?

ক) আইনের প্রযোগ
খ) আইনের ব্যাখ্যা
গ) সংবিধানের ব্যাখ্যা
ঘ) সংবিধান প্রণয়ন

9010. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা কবে ?

ক) ২৮ ডিসেম্বর ২০১৯
খ) ৩০ ডিসেম্বর ২০১৯
গ) ০২ ফেব্রুয়ারি ২০১৯
ঘ) ১০ ফেব্রুয়ারি ২০২০

9012. তড়িৎ শক্তি পরিমাপের একক কী?

ক) এ্যম্পিয়ার
খ) কিলোওয়াট ঘন্টা
গ) হেনরি
ঘ) ওহম

9013. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক) টেমস
খ) বুড়িগঙ্গা
গ) শীতলক্ষা
ঘ) ব্রহ্মপুত্র

9015. পরম শূন্য তাপমাত্রা কত?

ক) -273°C
খ) 273 °C
গ) 273 °F
ঘ) -273 °F

9016. অটোমোবাইল ব্যাটারিতে যে এসিড ব্যবহার করা হয়, তা হলো-

ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) হাইড্রোফ্লোরিক এসিড
গ) সালফিউরিক এসিড
ঘ) নাইট্রিক এসিড

9017. প্রশমন বিক্রিযায় কী উৎপন্ন হয়?

ক) এসিড ও পানি
খ) ক্ষার ও পানি
গ) লবণ, ক্ষার ও পানি
ঘ) লবণ ও পানি

9018. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কি?

ক) সৌরজগৎ
খ) ধূমকেতু
গ) মিল্কিওয়ে
ঘ) গ্যালাক্সি

9019. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক) National Cricketers Training Board
খ) National Curriculum and Text Book Board
গ) National Curriculum and Training Board
ঘ) National Communication and Training Board

9020. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

ক) আইএসআই
খ) মোসাদ
গ) র
ঘ) কেজিবি

9021. BROCHURE Means -

ক) Opening
খ) Pamphlet
গ) Bureau
ঘ) Censor

9022. cat's sleep' means -

ক) sleep frequently
খ) be dismissed
গ) pretension of sleep
ঘ) sleep at night

9023. I (see) him recently. Tick the correct one

ক) saw
খ) see
গ) have seen
ঘ) had seen

9024. What type of noun is kindness?

ক) Proper
খ) Common
গ) Abstract
ঘ) Material

9025. Ode to the west wind' Is written by-

ক) keats
খ) Shelly
গ) Coleridge
ঘ) Wordsworth

9026. I would have worked if I__been more cautious.

ক) had
খ) have
গ) might
ঘ) would

9027. What is the translation of 'Money begets money'.

ক) টাকায় টাকা আনে
খ) অর্থই সকল অনর্থের মূল
গ) টাকায়ই সর্বসুখ
ঘ) কোনটিই নয়

9028. He died ____ the injury

ক) for
খ) over
গ) by
ঘ) from

9029. সে বন্দুক তাক করা মাত্রই পাখিটি উড়ে গেল:

ক) No sooner had he aimed at the bird than it flew away.
খ) The bird flew away before he aimed at the bird.
গ) As soon as he aimed at the bird it flew away.
ঘ) The bird flew away no sooner he aimed at the bird.

9030. Let's have a cup of tea, _____

ক) haven't we?
খ) might we?
গ) shan't we?
ঘ) shall we?

9031. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ -

ক) বাক্‌ + আড়ম্বর
খ) বাগ+অম্বর
গ) বাক + অম্বর
ঘ) বাগ্‌+আড়ম্বর

9032. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) কর্তৃকারকে সপ্তমী

9033. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস

9034. Lyric' শব্দের প্রতিশব্দ-

ক) গান
খ) গীত কবিতা
গ) সংগীত
ঘ) সুর

9035. ঝিনুক' শব্দের অর্থ -

ক) উপল
খ) দলিল
গ) শৈল
ঘ) সুক্তি

9036. জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন-

ক) সেলিনা হোসেন
খ) হুমায়ূন আহমেদ
গ) রশীদ হায়দার
ঘ) মাহমুদুল হক

9037. বৃদ্ধি' শব্দের বিপরীত শব্দ -

ক) ঋত্তি
খ) সিভি
গ) হ্রাস
ঘ) সংকীর্ণ

9038. দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-

ক) সন্ধ্যাকাল
খ) আলোছায়া
গ) সায়াহ্ন
ঘ) গোধূলী

9039. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -

ক) ভাব
খ) পদ
গ) বর্ণ
ঘ) ধ্বনি

9040. নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম?

ক) ১৫\১৭
খ) ১১\১৫
গ) ৭৫\৮৩
ঘ) ১০\১১

9042. ৪÷২+২×১.৫−০.৫+০.২৫=?

ক) 5
খ) 4.5
গ) 4.75
ঘ) কোনটি নয়।

9043. ০.১×০.০১× ০.০০১=?

ক) 0.1
খ) 0.01
গ) 0.0001
ঘ) 1.0E-6

9044. a + b = 4, a - b = 2 হলে ab =?

ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore