বিষয়ঃ Other

8851. প্রাচীনকালে ' সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো ?

ক) বগুড়া ও দিনাজ অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ
ঘ) বৃহত্তর সিলেট অঞ্চল

8852. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

8853. বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) নবাব মুর্শিদকুলি খান
গ) সুবেদার ইসলাম খান
ঘ) নবাব শায়েস্তা খাঁ

8854. বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন-

ক) সম্রাট আকবর
খ) শাহজাদা আযম
গ) ঈশা খান
ঘ) সুবেদার ইসলাম খান

8855. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ?

ক) চতুর্দশ
খ) পঞ্চদশ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ

8856. বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?

ক) সিলেট
খ) রাজশাহী
গ) খুলনা
ঘ) বরিশাল

8857. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

ক) গৌড়
খ) ময়নামতি
গ) মহাস্থানগড়
ঘ) সোনারগাঁও

8858. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?

ক) অতীশ দিপঙ্কর
খ) শিলভদ্র
গ) মা হুয়ান
ঘ) মেগাস্থিনিস

8859. কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?

ক) সুলতানী আমলে
খ) মুঘল আমলে
গ) পাল আমলে
ঘ) মৌর্যযুগে

8860. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) হাতিয়া
ঘ) বরিশাল

8861. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

8862. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম-

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া

8863. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ

8864. ইংরেজি Morphology' শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?

ক) ক্ষুদ্রাংশ
খ) রূপতত্ত্ব
গ) ভাষাতত্ত্ব
ঘ) জ্ঞানতত্ত্ব

8865. দেবতা' শব্দটির প্রতিশব্দ কোনটি?

ক) কলুষ
খ) ত্রিদশ
গ) সুত
ঘ) আত্মজা

8866. ভগ্ন’এর সমার্থক শব্দ কোনটি?

ক) খন্ডিত
খ) স্থূল
গ) শ্লথ
ঘ) শুভ্র

8867. সমার্থক শব্দ নয়-

ক) যথার্থ
খ) মর্মার্থ
গ) ভাবার্থ
ঘ) ভাবসত্য

8868. কোন দ্বিরুক্তি শব্দটি সমার্থক শব্দযোগে গঠিত?

ক) ঝটপট
খ) ভুল-ভাল
গ) মিট্মাট
ঘ) ভয়-ডর

8869. নারী" শব্দের সমার্থক শব্দ নয়-

ক) বামা
খ) কামিনী
গ) রমণী
ঘ) জননী

8870. বসুন্ধরা’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) পর্বত
খ) পৃথিবী
গ) মাতা
ঘ) সমুদ্র

8871. কোন শব্দটি ‘নির্ঝনিণী শব্দের সমার্থক ?

ক) পাহাড়
খ) সৈকত
গ) আকাশ
ঘ) নদী

8872. মহী' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ক) পৃথিবী
খ) চাঁদ
গ) আকাশ
ঘ) সূর্য

8873. নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?

ক) নিলয়, নিকেতন, গৃহ, খগ
খ) ছবি, আলেখ্য, তসবির, নকশা
গ) সুধাকর, রাকেশ, অভ্র, সোম
ঘ) বহ্নি, পাবক, শর্বর, তমিস্রা

8874. পুত্র'-র সমার্থক শব্দ কী?

ক) প্রসূন
খ) আত্মজ
গ) অদ্রি
ঘ) বামা

8875. চাঁদ’ এর সমার্থক শব্দ-

ক) ভানু
খ) নিশীথিনী
গ) কোমলকান্ত
ঘ) রজনীকান্ত

8876. ব্রাত্য' শব্দটি সমার্থক শব্দ কোনটি?

ক) ব্যত্যয়
খ) ব্যুহ
গ) ব্রত
ঘ) আচারভ্রষ্ট

8877. চন্দ্র’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক) শশধর
খ) নিলয়
গ) সুধাকর
ঘ) শশাঙ্ক

8878. বীতিহোত্র’ -এর সমার্থক শব্দ কোনটি?

ক) অগ্নি
খ) অপলক
গ) যজ্ঞ
ঘ) লালসা

8879. নিচের কোন শব্দটি 'মর্ত্য' শব্দের সমার্থক নয়?

ক) আকাশ
খ) পৃথিবী
গ) দুনিয়া
ঘ) ইহজগত

8880. উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক) দন্ত্য ধ্বনি
খ) দন্তমূলীয় ধ্বনি
গ) ওষ্ঠ্য ধ্বনি
ঘ) দ্বি-ওষ্ঠ্য ধ্বনি

8883. সন্ধিজাত শব্দের যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ-

ক) দ্বিত্ব হয়
খ) বজায় থাকে
গ) নাসিক্য হয়
ঘ) ঝোঁক পড়ে

8884. ঔ' কোন ধরনের স্বরধ্বনি?

ক) যৌগিক স্বরধ্বনি
খ) তালব্য স্বরধ্বনি
গ) মিলিত স্বরধ্বনি
ঘ) কোনোটি নয়

8886. যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

ক) মাত্রাবৃত্ত ছন্দ
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) স্বরবৃত্তছন্দ
ঘ) পয়ার ছন্দ

8890. হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ --

ক) ক + ঘ
খ) ক + ষ + ণ
গ) ক + ষ + ম
ঘ) হ্‌ + ম

8891. নিচের কোনগুলো দন্ত্যবর্ণ?

ক) চ, ড, দ
খ) ত, ট, ন, ফ
গ) ঘ ট, ঢ, থ, ভ
ঘ) ধ, ন, ল, স

8893. র-ফলা বর্ণের কোথায় যুক্ত হয়?

ক) বর্ণের সামনে
খ) বর্ণের উপরে
গ) বর্ণের নিচে
ঘ) বর্ণের পিছনে

8894. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) কার
খ) ফলা
গ) হলন্ত বর্ণ
ঘ) সংবৃত

8895. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore