বিষয়ঃ Other

8801. কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?

ক) বখতিয়ার খলজি
খ) সম্রাট শাহজাহান
গ) হুসেন শাহ
ঘ) সম্রাট বাবর

8803. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে

8804. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন?

ক) ১২০৪ খ্রিঃ
খ) ১২০৫ খ্রিঃ
গ) ১২০৬ খ্রিঃ
ঘ) ১২০৮ খ্রিঃ

8805. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ

8806. কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ' মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত ?

ক) পাল আমলে
খ) মুঘল আমলে
গ) সেন আমলে
ঘ) ইংরেজ আমলে

8807. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

ক) ফখরুউদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ) জালালুদ্দিন মুহাম্মদ আকবর
ঘ) ঈসা খান

8808. সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

ক) ক্যাপ্টেন হকিন্স
খ) এডডয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি

8809. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর

8810. সমার্থক শব্দ নয়-

ক) যথার্থ
খ) মর্মার্থ
গ) ভাবার্থ
ঘ) ভাবসত্য

8811. ঝড়' এর সমার্থক শব্দ___

ক) ঝনৎকার
খ) প্রভঞ্জন
গ) টৎকার
ঘ) ঝনঝনানি

8812. ভাতির'র সমার্থক শব্দ-

ক) রাত
খ) আঁধার
গ) ভোর
ঘ) আলো

8813. মহীলতা-'র সমার্থক শব্দ-

ক) স্বর্নলতা
খ) শাক
গ) কেঁচো
ঘ) সাপ

8814. ভ্রমণকারীর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?

ক) ভ্রামক
খ) পর্যটক
গ) পরিব্রাজক
ঘ) ভ্রমিক

8815. ণির" কোন শব্দের সমার্থক শব্দ ?

ক) দিবা
খ) ধরা
গ) তীর
ঘ) জল

8816. গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?

ক) নিবাস
খ) আলয়
গ) ঘর
ঘ) ভবন

8817. তালকানা শব্দের সমার্থক-

ক) শিশির
খ) বিন্দু
গ) শীঙ্কর
ঘ) বন্ধুর

8818. ছোয়াচ'-এর সমার্থক শব্দ কোনটি?

ক) ছোয়া+অ
খ) ছোয়া+আচ
গ) ছো+য়াচ
ঘ) ছোয়াচ+অ

8819. পরভৃৎ’ শব্দের সমার্থক শব্দ-

ক) কাক
খ) কোকিল
গ) পরোপকারী
ঘ) ভূত

8820. বীচি' শব্দের সমার্থক শব্দ

ক) অঙ্কুর
খ) তরঙ্গ
গ) নদী
ঘ) আঁটি

8821. শীল এর সমার্থক শব্দ কোনটি?

ক) পাথর
খ) ঘর্ষণ
গ) অবসান
ঘ) চরিত্র

8822. পদ্ম ও পুষ্প শব্দের সমার্থক শব্দ কোনগুলো?

ক) অরবিন্দু, প্রসূদ
খ) কমল, শিতাংশ
গ) নলিনী, শশধর
ঘ) ফুল, কামিনী

8823. সুগন্ধে'র সমার্থক শব্দ--

ক) গন্ধবহ
খ) পরিনাহী
গ) পরিমল
ঘ) খোশ আমদেদ

8824. যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে বনের ব্যাঘ্র ময়ুর সিংহ বিবরের ফণী লয়ে।' কবিতাংশিটির ব্যাঘ্র , ময়ূর , সিংহ ও ফণী শব্দের সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত কর-

ক) শার্দুল, কুরঙ্গ, শিখণ্ডী , নাগ
খ) বাঘ, শিখণ্ডী , মৃগরাজ, আশীবিষ
গ) শের, কলাপী, কেশরী, মার্জার
ঘ) কর্বর, শিখা, মর্কট ভুজঙ্গ

8825. হস্তী'র সমার্থক শব্দ--

ক) তুরগ
খ) কুঞ্জর
গ) অরুরু
ঘ) বাজী

8826. সদন এর প্রতিশব্দ-

ক) নিবাস
খ) শর্বরী
গ) সদর
ঘ) কেন্দ্র

8827. বাতুল'-এর সমার্থক শব্দ

ক) নির্বোধ
খ) উন্মাদ
গ) বেকুব
ঘ) বাতিল

8828. কোনটি সমার্থক শব্দ নয়?

ক) অভ্র
খ) বীচি
গ) লহরী
ঘ) ঊর্মি

8829. কোনটি সমার্থক শব্দ নয়?

ক) উয়া
খ) সুবহ্
গ) প্রত্যুষ
ঘ) প্রদোষ

8830. পৃখিবী’র সমার্থক শব্দ-

ক) ক্ষিতিধর
খ) বিসজ
গ) ক্ষিতি
ঘ) `অচল

8831. কোনটি সমার্থক নয়?

ক) আদায়-কাঁচকলায়
খ) অহি-নকুল
গ) সাপে-নেউলে
ঘ) দহরম-মহরম

8832. Phonology -এর বাংলা প্রতিশব্দ কি?

ক) ভাষাতত্ত্ব
খ) দর্শণ শাস্ত্র
গ) ভাষার ধ্বনিবিজ্ঞান
ঘ) যুক্তি বিদ্যা

8833. সূর্য' এর সমার্থক শব্দ কোনগুলো ?

ক) তপন, পূষণ
খ) দিবাকর, নিশাকর
গ) অরুণ, বরুণ
ঘ) আদিত্য, প্রচেত

8834. প্রথম > পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন ?

ক) অসীমকরণ
খ) অপিনিহিত
গ) বিপ্রকর্ষ
ঘ) স্বরসার্ম

8835. বড় দাদা > বড়দা-কী ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) অন্তর্হতি
খ) ব্যঞ্জনবিকৃতি
গ) বিষমীভবন
ঘ) ব্যঞ্জনচ্যুতি

8836. কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

ক) অভিশ্রুতি
খ) অপিনিহিতি
গ) সমীভবন
ঘ) বিষমীভবন

8838. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

ক) পাঁচ প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার

8839. দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

ক) ধ্বনি বিপর্যয়
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) অপিনিহিতি
ঘ) বিপ্রকর্ষ

8841. ফাল্গুন>ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?

ক) ধ্বনিবিকার
খ) শ্রুতিধ্বনি
গ) অন্তর্হতি
ঘ) ধ্বনিবিপর্যয়

8842. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক) শারিল
খ) হংস > হাঁস
গ) লাফ > ফাল
ঘ) দুর্গা > দুগ্‌গা

8843. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক) আগুন
খ) আরমারিও
গ) পিচাশ
ঘ) ইচ্ছে

8844. ধ্বনি জ্ঞাপক দিরুক্তি শব্দ --

ক) দরদর
খ) মরমর
গ) কড়কড়
ঘ) নড়নড়

8845. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

ক) সমীভবন
খ) বিষমীভবর
গ) অপিনিহিত
ঘ) অসমীকরণ

8846. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) অসমীভবন
ঘ) ধ্বনিবিপর্যয়

8847. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

ক) প্রাতিপদিক
খ) অভিশ্রুতি
গ) অপিনিহিতি
ঘ) ধ্বনি-বিপর্যয়

8848. তাম্রলিপ্ত কি?

ক) প্রাচীন জনপদ
খ) তামার পাতে শাসনাদেশ
গ) প্রাচীন গ্রন্থ
ঘ) প্রাচীন ভাষা

8849. ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?

ক) ১৬১০ সালে
খ) ১৫৭৬ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯৪৭ সালে

8850. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?

ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) সোনারগাঁও

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore