বিষয়ঃ Other

8906. ক্লোরোফিল পাওয়া যায়-

ক) সকল প্রাণিতে
খ) ছত্রাকে
গ) সবুজ পাতায়
ঘ) ফলে

8911. Internet এর পূর্ণরূপ কি?

ক) Internal Network
খ) International Network
গ) Intermix Network
ঘ) Initial Network

8912. WWW এর জনক কে?

ক) বিল গেটস
খ) মার্ক জুকারবার্গ
গ) টিম বার্নার্স লি
ঘ) ডেনিস রিচি

8914. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

ক) কাস্পিয়ান হ্রদ
খ) বৈকাল হ্রদ
গ) মানস সরোবর
ঘ) ডেড সী

8915. সলোমন দীপপুঞ্জ’— কোন মহাসাগরে অবস্থিত ?

ক) আটলান্টিক মহাসাগর
খ) ভারত মহাসাগর
গ) আর্কটিক মহাসাগর
ঘ) প্রশান্ত মহাসাগর

8916. কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) পটাশিয়াম
ঘ) ফসফরাস

8917. টেলিভিশনে রঙিন ছবি তৈরীর জন্য কোন রঙগুলোর প্রয়োজন?

ক) বেগুনী, নীল, সবুজ
খ) সাদা, লাল, সবুজ
গ) নীল, লাল, সবুজ
ঘ) সাদা, নীল, সবুজ

8918. পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কী?

ক) স্থিতিস্থাপকতা
খ) প্লাবতা
গ) বায়ুচাপ
ঘ) পৃষ্ঠটান

8919. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-

ক) প্রতিফলন
খ) পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন
গ) বিচ্ছুরণ
ঘ) প্রতিসরণ

8920. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?

ক) জাতীয় স্মৃতি সৌধ
খ) লালবাগের কেল্লাহ
গ) সোনা মসজিদ
ঘ) শহীদ মিনার

8921. Make a tag question of the sentence - 'I need some books', _ ?

ক) do I
খ) don't I
গ) need
ঘ) needn't I

8922. Which of the following sentence is correct?

ক) Let's go for walk
খ) Discuss the matter in detail
গ) They raised hue and cry
ঘ) Vegetables is my favourite food

8923. If I____, I would not give up the job.

ক) were you
খ) was you
গ) had you
ঘ) had been you

8924. Which one is the right in use?

ক) It is no good of to talk to him
খ) To talk him is of no good
গ) It's no use talking to him
ঘ) It's of no use how talking to him

8925. Aboriginal এর পরিভাষা-

ক) আদিমানব
খ) আদিবাসী
গ) কৃত্রিম
ঘ) অমৌলিক

8926. The synonym for 'patient' is-

ক) calm
খ) impatient
গ) sad
ঘ) afraid

8927. Nursing is a noble profession. The underlined word is a/an-

ক) participle
খ) gerund
গ) adjective
ঘ) verb

8928. Which one is an example of a positive degree?

ক) Much
খ) More
গ) Less
ঘ) Last

8929. Case means: In a sentence relationship with ____ with other word in a sentence. Fill up the blank-

ক) Only Noun
খ) Noun and Pronoun
গ) Adjective
ঘ) None of the Above

8930. Romantic era is considerd from:

ক) 1800 to 1850
খ) 1900 to 1950
গ) 1700 to 1750
ঘ) 1600 to 1650

8931. I (see) him recently. Tick the correct one

ক) saw
খ) see
গ) have seen
ঘ) had seen

8932. The antonym for 'Recalcitrant' is

ক) Compliant
খ) Passive
গ) Passive
ঘ) Careful

8933. What does FTP mean?

ক) File Transfer Policy
খ) File Transfer Protocol
গ) File Transmission Policy
ঘ) File Treatment Policy

8935. অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?

ক) অসময়ের জাগরণ
খ) যথাসময়ের জাগরণ
গ) অসময়ে প্রস্থান
ঘ) অসময়ে নিদ্রা

8936. তার চোখ দিয়ে জল পড়ে – 'চোখ দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
খ) করণকারকে তৃতীয়া বিভক্তি
গ) কর্মকারকে তৃতীয়া বিভক্তি
ঘ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি

8937. কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মুহিব খান
ঘ) যতীন্দ্রমোহন বাগচী

8938. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

ক) ছোটগল্প
খ) নাটক
গ) কাব্য
ঘ) উপন্যাস

8939. আবাহন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বিসর্জন
খ) তিরোভাব
গ) অবরোহণ
ঘ) অপকর্ষ

8940. মুখতোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?

ক) নিজের মুখ উপরে তোলা
খ) অন্যের মুখ উপরে তুলে ধরা
গ) নষ্ট করা
ঘ) প্রসন্ন হওয়া

8941. আঠার বছর বয়স' কবিতার রচয়িতা কে?

ক) সুকান্ত ভট্টাচার্য
খ) কামিনী রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

8942. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) নানি
খ) দাদি
গ) শিক্ষিকা
ঘ) মামি

8943. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) মনমরা
খ) মনগড়া
গ) পরানপ্রিয়
ঘ) মনমাঝি

8944. সু' উপসর্গ যোগে গঠিত 'সুনজর' শব্দটিতে অর্থের কী ঘটেছে?

ক) সম্প্রসারণ
খ) সংকোচন
গ) সংযোজন
ঘ) কাছে আসা

8945. শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ কি?

ক) পান্ডিত্য কথা
খ) অকেজো যুক্তি
গ) দীর্ঘ প্রত্যাশা
ঘ) গুরুতর যুক্তি

8946. বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে?

ক) হরিশচন্দ্র মিত্র
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) কামিনী রায়

8947. আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে কোন আমলে?

ক) পাল আমলে
খ) বৌদ্ধ আমলে
গ) সেন আমলে
ঘ) মৌর্য আমলে

8948. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক

8949. দেশবাচক বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?

ক) তাহরিখ-ই-হামিদিয়া
খ) আইন-ই-আকবরী
গ) অর্থশাস্ত্র
ঘ) মহাভারত

8950. বাংলাদেশের প্রাচীন কোন জাতি –

ক) দ্রাবিড়
খ) অস্ট্রিক
গ) মঙ্গোলীয়
ঘ) আর্য

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore