বিষয়ঃ Other
8901. 6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
8902. P, Q, R কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে আছে। PQ = x, QR = Y এবং RP = 2 হলে Q বৃত্তের ব্যাস কত হবে?
8903. তিন বন্ধু একত্রে সমান আহার করল। ১ম ও ২য় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৯টি রুটি ছিল। ৩য় বন্ধু রুটির পরিবর্তে ৩৫ টাকা দিল। ১ম ও ২য় বন্ধু রুটির মূল্য বাবদ কত টাকা পাবে?
8904. ৬০ লিটার পানি ও দুধের মিশ্রনের অনুপাত ৭ : ৩ । উক্ত মিশ্রনে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
8905. পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর। পিতার বয়স কত?
8907. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে কত ডিগ্রি তাপমাত্রা-
8911. Internet এর পূর্ণরূপ কি?
8915. সলোমন দীপপুঞ্জ’— কোন মহাসাগরে অবস্থিত ?
8917. টেলিভিশনে রঙিন ছবি তৈরীর জন্য কোন রঙগুলোর প্রয়োজন?
8919. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
8920. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?
8921. Make a tag question of the sentence - 'I need some books', _ ?
8922. Which of the following sentence is correct?
8924. Which one is the right in use?
8927. Nursing is a noble profession. The underlined word is a/an-
8929. Case means: In a sentence relationship with ____ with other word in a sentence. Fill up the blank-
8930. Romantic era is considerd from:
8933. What does FTP mean?
8935. অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?
8936. তার চোখ দিয়ে জল পড়ে – 'চোখ দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?
8937. কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
8940. মুখতোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?
8941. আঠার বছর বয়স' কবিতার রচয়িতা কে?
8944. সু' উপসর্গ যোগে গঠিত 'সুনজর' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
8945. শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ কি?
8946. বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে?
8947. আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে কোন আমলে?
8948. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
8949. দেশবাচক বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?