বিষয়ঃ Other

8951. নেগ্রিটোদের উৎখাত করে কোন জাতি?

ক) অস্ট্রিক
খ) দ্রাবিড়
গ) আর্য জনগোষ্ঠী
ঘ) মঙ্গোলীয়

8954. অস্ট্রিক জাতি কত বছর পূর্বে ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশে করে?

ক) প্রায় ৫-৭ হাজার
খ) প্রায় ৭-৮ হাজার
গ) প্রায় ৫-৬ হাজার
ঘ) প্রায় ৮-৯ হাজার

8955. বাঙালি জাতির উদ্ভব ঘটেছে কত বছর পূর্বে ?

ক) প্রায় ৬-৭ হাজার
খ) প্রায় ৫-৭ হাজার
গ) প্রায় ৪-৫হাজার
ঘ) প্রায় ৩-২ হাজার

8956. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ---

ক) সংস্কৃত
খ) পালি
গ) প্রাকৃত
ঘ) অপ্রভ্রংশ

8957. অন্ধকার' এর সমার্থক শব্দ-

ক) তমসা
খ) বিমর্ষ
গ) হতাস
ঘ) কুঁয়শা

8958. নিম্নের কোন গুচ্ছটি সমার্থক নয়?

ক) আত্নজা, দুহিতা, সুতা
খ) শশধর, শশাঙ্ক, বিধু
গ) সমাচার, সন্দেশ,বচন
ঘ) অভিলাষ, অভিপ্রায়,সাধ

8959. অনল, পাবক, দহন, হুতাশন ও শিখা কোনটির সমার্থক?

ক) অগ্নি
খ) বায়ু
গ) পর্বত
ঘ) পৃথিবী

8960. নিম্নের কোনটি ‘আগুন’ এর সমার্থক শব্দ?

ক) সুর
খ) আব্রু
গ) সঞ্চি
ঘ) পাবক

8961. অর্শ'-এর সমার্থক শব্দ?

ক) তুরগ
খ) পিক্
গ) নক্র
ঘ) রদী

8962. উত্তরী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) চাদর
খ) উত্তর হাওয়া
গ) উত্তর হাওয়ায় উড়ছে যে চাদর
ঘ) বসন্তের হাওয়া

8963. ঐরৈাবত এর সমার্থক শব্দ-

ক) মৃগরাজ
খ) মৃগেন্দ্র
গ) গজ
ঘ) অর্ণব

8964. সমার্থক শব্দজোড় শনাক্ত কর:

ক) সালিল, সলীল
খ) শ্মশ্রু, শ্বশ্রূ
গ) সিঁথি, সিতি
ঘ) শ্বেত, সিত

8965. নিচের কোনটি গর্জন এর সমার্থক শব্দ নয়?

ক) নিনাদ
খ) চিৎকার
গ) কলহ
ঘ) আর্তনাদ

8966. ইরা’ শব্দের সমার্থক শব্দ---

ক) পথিবী
খ) হাতি
গ) বিশাল
ঘ) চন্দ্র

8967. কোনটি স্বর্ণের সমার্থক শব্দ নয়?

ক) শোনা
খ) কনক
গ) সুবর্ণ
ঘ) হিরণ্য

8968. ঈর্ষা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পাবক
খ) তুঙ্গ
গ) অসূয়া
ঘ) ময়ূখ

8969. কন্যা’র সমার্থক শব্দ-

ক) বনিতা
খ) অঙ্গনা
গ) ললনা
ঘ) নন্দিনী

8970. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?

ক) অপিনিহিতি
খ) পারিভাষিক শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) তৎসম শব্দ

8971. কোনটি 'আগুন' শব্দের সমার্থক শব্দ নয় ?

ক) বহ্নি
খ) পাবক
গ) সরিৎ
ঘ) বৈশ্বানর

8972. আহব' এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিধন
খ) স্বর্ণ
গ) নীর
ঘ) যুদ্ধ

8973. সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ-

ক) দীর্ঘিকা, নদী, প্রণালি
খ) গাঙ, তটিনী, অর্ণব
গ) শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

8975. কিউরেটর’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?

ক) রকেট
খ) জাদুঘর রক্ষক
গ) পরিচালক
ঘ) প্রস্তুতকারী

8976. অগ্নি’-এর প্রতিশব্দ কোনগুলো?

ক) অনল, আরক্ত
খ) বহ্নি, অটবী
গ) অনল, বহ্নি
ঘ) সর্বভূক, প্রবল

8977. অর্বাচীন” শব্দের সমার্থক কোনটি ?

ক) বিসর্জন
খ) অতীন্দ্রিয়
গ) প্রাচীন
ঘ) মূর্খ

8980. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?

ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) অব্যয়
ঘ) ক্রিয়া

8981. ষোলো নয়' আমার মাতৃভাষা ষোলশত রুপ '- কথাটি কে বলেছেন?

ক) ড. মু শহীদুল্লাহ
খ) মুনীর চৌধুরী
গ) আবদুল হাই
ঘ) হুমায়ন আজাদ

8982. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

ক) কবিতার পংক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের কলিতে
ঘ) নাটকের সংলাপে

8983. বাংলা ভাষার মূল উৎস কী?

ক) বৈদিক ভাষা
খ) অনার্য ভাষা
গ) হিন্দি ভাষা
ঘ) কানাড়ি ভাষা

8984. প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?

ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি

8985. সাধুরীতির শব্দ কোনটি?

ক) গ্রহ
খ) গিন্নী
গ) কলেজ
ঘ) কেতাব

8986. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) অক্ষয় দত্ত
খ) মার্শম্যান
গ) ব্রাশি হ্যালহেড
ঘ) রাজা রামমোহন

8987. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী

ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) কথ্য রীতি
ঘ) লেখ্য রীতি

8988.

বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?

ক) অস্ট্রিক
খ) দ্রাবিড়
গ) আর্য
ঘ) অনার্য
Note :

অস্ট্রিক জাতিকে নিষাদ জাতিগোষ্ঠী নামেও অভিহিত করা হয়। অস্ট্রিকদের আদি বাসস্থান দক্ষিণ-পূর্ব এশিয়া। এখান থেকে তারা পূর্ব ভারত, আন্দামান দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা এবং অন্যদিকে পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতে অস্ট্রিক গোষ্ঠীর অন্যতম দুটি ভাষা মুণ্ডা ও খাসি।

8989.

ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -

ক) বিশেষভাবে বিশ্লেষণযোগ্য
খ) বিশেষভাবে গ্রহণযোগ্য
গ) বিশেষভাবে বিশ্লেষণ
ঘ) বিশেষভাবে পঠনযোগ্য
Note :

'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।

ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি ভাঙলে পাওয়া যায় - বি + আ + কৃ + অন = ব্যাকরণ।

যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

8990. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ
গ) বিশেষ্য ও সর্বনাম
ঘ) ক্রিয়া ও সর্বনাম

8991.

ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

ক) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) জন বিমস
ঘ) উইলিয়াম কেরি
Note :

প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পাসাঁউ। ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’। ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

8992.

চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?

ক) সমকাল
খ) দিগদর্শন
গ) সন্দেশ
ঘ) সবুজপত্র
Note :

সবুজপত্র (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। এ পত্রিকাকে অবলম্বন করে চলিত রীতি বাংলা গদ্যে প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গদর্শনও দিকদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র ও জন ক্লার্ক মার্শম্যান।

8993.

১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?

ক) ২৪২০ টাকা
খ) ২৪০০ টাকা
গ) ২২০০ টাকা
ঘ) ২৪৪০ টাকা

8996. ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে-

ক) সমকোণী ত্রিভুজ
খ) সমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) বিষমবাহু ত্রিভুজ

8997. a3−b3,a3+b3 এর গ.সা.গু কত?

ক) a+b
খ) 1
গ) a-b
ঘ) a2+ab+b2

9000. √২৮৯ এর বর্গমূল হল-

ক) অমূলদ
খ) স্বাভাবিক
গ) পূর্ণসংখ্যা
ঘ) মূলদ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore