বিষয়ঃ Other

8751. 0.006)2 = কত?

ক) 0.36
খ) 0.0036
গ) 0.00036
ঘ) 3.6E-5

8753. ২ এর কত শতাংশ ২.৫ হবে?

ক) 8
খ) 80
গ) 125
ঘ) কোনটিই নয়

8755. কোনো বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল-----?

ক) ৩ গুণ বৃদ্ধি পাবে
খ) ৬ গুণ বৃদ্ধি পাবে
গ) ৯ গুণ বৃদ্ধি পাবে
ঘ) একই থাকবে

8756. একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?

ক) ১৫০ ঘন ফুট
খ) ১৭০ ঘনফুট
গ) ১৬০ ঘন ফুট
ঘ) ১৭৬ ঘন ফুট

8757. একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও লম্ব 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক) 4 বর্গমিটার
খ) 3 বর্গমিটার
গ) 6 বর্গমিটার
ঘ) 12 বর্গমিটার

8758. সৈয়দপুর = রেলওয়ে ওয়ার্কসপ : : খুলনা = ?

ক) সমুদ্রবন্দর
খ) শিপইয়ার্ড
গ) নদীবন্দর
ঘ) চিংড়ী মাছ
Note : সৈয়দপুরে দেশের একমাত্র রেলওয়ে কারখানা অর্থাৎ রেলওয়ে ওয়ার্কসপ অবস্থিত। আবার, খুলনাতে জাহাজ মেরামতের জন্য শিপইয়ার্ড অবস্থিত। তাই, এই দুটি পরস্পর সামঞ্জস্যপূর্ণ।

8763. রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায় ?

ক) ধমনী
খ) শিরা
গ) লিগামেন্ট
ঘ) জালিকা

8764. নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ ?

ক) পাট
খ) মূলা
গ) গম
ঘ) যব

8766. ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে?

ক) ডোমেইন নেম
খ) ইউজার নেম
গ) ডোমেইন
ঘ) ডোমেইন নেম এলার্ট

8767. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?

ক) আমিষ
খ) স্নেহ
গ) আয়োডিন
ঘ) লৌহ

8768. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর

8769. কোন উদ্ভিদকে জীবন্ত ফসিল বলা হয় ?

ক) মস
খ) গর্জন
গ) সাইকাস
ঘ) গামার

8770. কোথায় সাঁতার কাটা সহজ ?

ক) পুকুরে
খ) নদীতে
গ) সাগরে
ঘ) খালে

8771. বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?

ক) সাঁওতাল
খ) গারো
গ) খাসিয়া
ঘ) রাখাইন

8772. বাংলার ভেনিস বলা হয় যে শহরকে-

ক) চাঁদপুর
খ) ভোলা
গ) বরিশাল
ঘ) খুলনা

8773. মুক্তা হলো ঝিনুকের-

ক) জমাট হরমোন
খ) খোলসের টুকরা
গ) প্রদাহের ফল
ঘ) চোখের মনি

8774. বিশ্ব মানবাধিকার দিবস কবে?

ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর

8775. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?

ক) বরিশাল
খ) রাজশাহী
গ) যশোর
ঘ) দিনাজপুর

8776. UNHCR এর সদর দপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক
খ) রোম
গ) জেনেভা
ঘ) লন্ডন

8777. সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন কে?

ক) মোহাম্মদ আকরাম খা
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) মুজফ্ফর আহমদ
ঘ) মোহাম্মদ নাসিরউদ্দীন

8778. Metre is----unit of length.

ক) an
খ) the
গ) a
ঘ) no article required

8779. The driver got----the car.

ক) in
খ) on
গ) into
ঘ) to

8780. Many a little makes a mickle". What is the correct Bengali translation of the above proverb?

ক) নেই মামার চেয়ে কানা মামা ভালো।
খ) যারে দেখতে নারি তার চলন বাঁকা।
গ) বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়।
ঘ) বজ্র আটুনি ফল্কা গেরো।

8781. What is the Bengali meaning of 'hard and fast?

ক) বাধাধরা
খ) নিয়মমত
গ) ঠিকমত
ঘ) ভালোভাবে

8782. I walked fast — I should miss the train.

ক) So
খ) That
গ) Lest
ঘ) or

8783. Choose the correct sentence:

ক) I have many works to do.
খ) I have many work to do.
গ) I have a lot of work to do.
ঘ) I have great deal works to do.

8784. Choose the correctly spelt word.

ক) Succession
খ) Succetion
গ) Saccession
ঘ) Sucession

8785. If something does not make sense, it is not-

ক) funny
খ) experience
গ) nice
ঘ) logical

8786. The antonym of 'WINSOME' is-

ক) Odd
খ) Hot
গ) Beautiful
ঘ) Attractive

8787. What is the verb form of the word 'acquisition'?

ক) Acquirement
খ) Acquisite
গ) Acquiesce
ঘ) Acquire

8788. অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’ - কার রচনার অংশ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শওকত ওসমান
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মুনীর চৌধুরী

8789. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ।”- গানটির সুরকার কে?

ক) আলতাফ মাহমুদ
খ) আপেল মাহমুদ
গ) সমর দাস
ঘ) আবদুল লতিফ

8790. আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালী।'-উক্তিটি কার?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) মুনীর চৌধুরী
গ) মোতাহের হোসেন চৌধুরী
ঘ) শামসুর রাহমান

8791. মাথা ঘামানো' বাগধারাটির অর্থ কী?

ক) অসুস্থ বোধ করা
খ) ভাবনা করা
গ) মনোযোগী হওয়া
ঘ) অস্বস্তি বোধ করা

8792. কাঁটা হেরি ক্ষান্ত কেন________তুলিতে।

ক) পুষ্প
খ) কমল
গ) কুসুম
ঘ) গোলাপ

8793. কোনটি শুদ্ধ বানান?

ক) শ্রাবন
খ) শ্রাবণ
গ) স্রাবন
ঘ) স্রাবণ

8794. কোন দুইটি সংযুক্ত বর্ণের রূপ “ঞ্চ”?

ক) ণ + ঞ
খ) ঞ্ + চ
গ) চ + ঞ
ঘ) ঞ + জা

8796. যা চিরস্থায়ী নয়-

ক) নশ্বর
খ) ক্ষণিক
গ) ক্ষণস্থায়ী
ঘ) অস্থায়ী

8797. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-

ক) সাধু ভাষা
খ) আঞ্চলিক ভাষা
গ) প্রমিত ভাষা
ঘ) উপভাষা

8798. কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?

ক) সম্রাট জাহাঙ্গীর
খ) সম্রাট শাহজাহান
গ) সম্রাট আওরঙ্গজেব
ঘ) সম্রাট ফররুখ শিয়র

8799. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন-

ক) জাহাঙ্গীরনগর
খ) জান্নাতাবাদ
গ) ইসলামাবাদ
ঘ) নাসিরাবাদ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore