বিষয়ঃ Other

2301. ঈর্ষা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পাবক
খ) তুঙ্গ
গ) অসূয়া
ঘ) ময়ূখ

2302. আহব' এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিধন
খ) স্বর্ণ
গ) নীর
ঘ) যুদ্ধ

2303. কোনটি ‘উচাটন’ শব্দের সমার্থক শব্দ?

ক) উৎকণ্ঠা
খ) উদ্দীপন
গ) বন্ধহীন
ঘ) উৎপটিত

2304. সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?

ক) অব্যয়
খ) সম্বোধন পদ
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া

2305. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

ক) দিকদর্শন
খ) সংবাদ প্রভাকর
গ) তত্ত্ববোধিনী
ঘ) বঙ্গদর্শন

2306. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?

ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) সুকুমার সেন
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহম্মদ এনামুল হক

2307. ষোলো নয়' আমার মাতৃভাষা ষোলশত রুপ '- কথাটি কে বলেছেন?

ক) ড. মু শহীদুল্লাহ
খ) মুনীর চৌধুরী
গ) আবদুল হাই
ঘ) হুমায়ন আজাদ

2308. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে

2309. প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?

ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি

2310. সাধুরীতির শব্দ কোনটি?

ক) গ্রহ
খ) গিন্নী
গ) কলেজ
ঘ) কেতাব

2311. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) অক্ষয় দত্ত
খ) মার্শম্যান
গ) ব্রাশি হ্যালহেড
ঘ) রাজা রামমোহন

2312. ‘ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-

ক) উইপোকা
খ) মৌমাছি
গ) মাকড়সা
ঘ) তেলাপোকা

2313. পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?

ক) পার হয়ে
খ) পার হইয়ে
গ) পারি হয়ে
ঘ) পেরিয়ে

2314. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) রামসুন্দর ত্রিবেদী

2315. জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের কোন জেলায়?

ক) কক্সবাজার
খ) পঞ্চগড়
গ) সিলেট
ঘ) বরগুনা

2316. জাতীয় সংসদে ' কাউন্টিং' ভোট কি?

ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পিকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট

2317. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

ক) এক কক্ষ
খ) দুই বা দ্বিকক্ষ
গ) তিন কক্ষ
ঘ) বহুকক্ষ বিশিষ্ট

2319. বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি?

ক) মন্ত্রিপরিষদ
খ) গণপরিষদ
গ) মুজিবনগর সরকার
ঘ) সুপ্রিম কোর্ট

2322. সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক' মন্তব্যটি কোন সংস্থার?

ক) গ্রামীন বাংক
খ) মানবাধিকার কমিশন
গ) দুদক
ঘ) টিআইবি

2323. অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয়-

ক) অবৈধ অর্থ লেনদেন আইন
খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইন
গ) অর্থ ব্যবহার ও লেনদেন আইন
ঘ) মানি লন্ডারিং আইন

2324. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রে সবাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?

ক) ৩৯(২) খ অনুচ্ছেদ
খ) ৩৯(১) অনুচ্ছেদ
গ) ৩৯(২) ক অনুচ্ছেদ
ঘ) ৩৯(১) ক অনুচ্ছেদ

2325. পঞ্চদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-

ক) তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন
খ) সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালীকরণ
গ) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকরণ
ঘ) সংরক্ষিত নারী আসন বৃদ্ধি

2326. বাংলাদেশের সংবিধানের নাম -

ক) বাংলাদেশ সংবিধান
খ) বাংলাদেশের সংবিধান
গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান
ঘ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

2327. বাংলাদেশের সংবিধান গ্রন্থের প্রধান শিল্পী কে?

ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) কাইয়ুম চৌধুরী

2328. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষনা করতে পারে?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) সামরিক বাহিনী প্রধান
ঘ) জাতীয় সংসদ

2330. ন্যায়পাল কীরূপ ক্ষমতার অধিকারী?

ক) প্রধানমন্ত্রীর ন্যায়
খ) আইনমন্ত্রীর ন্যায়
গ) সংসদ সদস্যের ন্যায়
ঘ) সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়

2331. বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী?

ক) বারীণ মজুমদার
খ) আবদুল আলিম
গ) সোহরাব হোসেন
ঘ) সৈয়দ আবদুল হামিদ

2332. বাদ্যযন্ত্র "সরোদ" এর বর্তমান রুপ দেন কে?

ক) ওস্তাদ রবিশংকর
খ) ওস্তাদ আয়াত আলী খান
গ) ওস্তাদ গোলাম আলী
ঘ) ওস্তাদ আলাউদ্দিন খান

2333. জন্ম আমার ধন্য হলো মাগো কালজয়ী গানটার গীতিকার কে?

ক) মোহাম্মদ মনিরুজ্জামান
খ) নয়ীম গহর
গ) গোবিন্দ হালদার
ঘ) আজাদ রহমান

2334. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৩ বছর
ঘ) ৭ বছর

2335. বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?

ক) শিরিন শারমিন
খ) সুলতানা কামাল
গ) নাসরিন আহমেদ
ঘ) সাজেদা চৌধুরী

2336. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?

ক) ২১ জানুয়ারি ১৯৯১
খ) ২২ ফেব্রুয়ারি ১৯৯২
গ) ২৭ মার্চ ১৯৯৬
ঘ) ২৮ এপ্রিল ১৯৯৭

2337. রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?

ক) স্পিকার
খ) প্রধানমন্ত্রী
গ) এটর্নি জেনারেল
ঘ) প্রধান বিচারপতি

2339. গণতন্ত্র কী ধরনের শাসনব্যবস্থা?

ক) প্রাচীন
খ) স্বৈরাচারী
গ) প্রহসনমূলক
ঘ) প্রতিনিধিত্বমূলক

2340. জাতীয় সংসদের কাজ হচ্ছে—

ক) আইন বাস্তবায়ন
খ) দুষ্টের দমন ও শিষ্টের পালন
গ) সংবিধান সংশোধন
ঘ) প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ

2341. কোনটি ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়?

ক) মৌলিক অধিকার
খ) এককেন্দ্রিক রাষ্ট্র
গ) সংসদীয় সরকার
ঘ) সীমিত ভোটাধিকার

2345. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল-

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১১ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ জানুয়ারি ১৯৭২

2346. বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কেন?

ক) জাতীয় সংসদ
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) রাষ্ট্রপতি

2348. মানুষের ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার, কোন ধরনের অধিকার?

ক) রাজনৈতিক অধিকার
খ) সামাজিক অধিকার
গ) অর্তনৈতিক অধিকার
ঘ) মৌলিক অধিকার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore