বিষয়ঃ Other

4802. তিলে তৈল আছে' কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) সম্প্রদানে ৭মী
ঘ) অপাদানে ৫মী

4803. বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ কী?

ক) লাফালাফি
খ) বেহায়াপনা
গ) লম্পঝাপ
ঘ) লজ্জা

4804. বাংলাদেশের জাতীয় সংসদের অর্ধেকের বেশি সদস্য সরকারের বিরুদ্ধে ভোট দিলে কী ঘটবে?

ক) রাষ্ট্রপতি অপসারিত হবে
খ) প্রধানমন্ত্রী পদত্যাগ করবে
গ) সরকারের কিছুই হবে না
ঘ) সরকারের পতন ঘটবে

4805. সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হন?

ক) সংসদ সদস্যদের ভোটে
খ) রাষ্ট্রপতি দ্বারা
গ) প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ) প্রধান বিচারপতি কর্তৃক

4806. সরকারের তিনটি বিভাগের মধ্যে কোন বিভাগটি অন্যতম?

ক) শাসন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) আইনসভা
ঘ) সচিবালয়

4807. কে জেলার বিভিন্ন শূন্যপদে লোক নিয়োগ করেন ?

ক) জেলা প্রশাসক
খ) বিভাগীয় কমিশনার
গ) সিটি মেয়র
ঘ) উপজেলা নির্বাহী কর্মকর্তা

4808. রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব কাদের ওপর ন্যস্ত?

ক) রাষ্ট্রপতির
খ) প্রধানমন্ত্রীর
গ) প্রশাসনের
ঘ) বিচার বিভাগের

4809. খসড়া বাজেট প্রণীত হয় কার দ্বারা?

ক) অর্থমন্ত্রী
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) আইনমন্ত্রী

4812. কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রিপরিষদ
ঘ) প্রধান বিচারপতি

4813. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?

ক) একনায়কতান্ত্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়
গ) সংসদীয়
ঘ) রাষ্ট্রপতি শাসিত

4814. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?

ক) কালান্তর
খ) ডাকঘর
গ) বলাকা
ঘ) চিত্র

4815. বিচিত চিন্তা' কী জাতীয় রচনা?

ক) নাটক
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) প্রবন্ধ

4816. অর্ধাঙ্গী প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া?

ক) অবরোধবাসিনী
খ) মতিচূর
গ) সুলতানার স্বপ্ন
ঘ) পদ্মরাগ

4817. সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ প্রবন্ধ টির অর্থ কি?

ক) কপট মমতা
খ) বড় রকমের ক্ষতি করা
গ) ঘোর শত্রুতা
ঘ) অকিঞ্চিৎকর সংগ্রহ

4818. রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বিহারীলাল

4819. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) কবিতার কথা
গ) ঝরা পালক
ঘ) দুর্দিনের যাত্রী

4820. সংস্কৃতি কথা' প্রবন্ধটি কার রচনা?

ক) মীর মশাররফ হোসেন
খ) সৈয়দ মুজতবা আলী
গ) বন্দে আলী মিয়া
ঘ) মোতাহার হোসেন চৌধুরী

4821. নিচের কোনটি প্রবন্ধের বই?

ক) পল্লীসমাজ
খ) দিবারাত্রির কাব্য
গ) কালান্তর
ঘ) মৃত্যুক্ষুদা

4822. মন্দির ও মসজিদ‘ প্রবন্ধটি লিখেছেন -

ক) কাজী নজরুল ইসলাম
খ) সৈয়দ মুজতবা আলী
গ) কাজী আবদুল ওদুদ
ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

4823. সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে?

ক) হায়াৎ মামুদ
খ) নীলিমা ইব্রাহীম
গ) মাযহারুল ইসলাম
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

4824. সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?

ক) এক ব্যক্তির নাম
খ) রেস্টুরেন্টের নাম
গ) জায়গার নাম
ঘ) পাহাড়ের নাম

4825. একুশের গল্প’ প্রবন্ধটি কার লেখা?

ক) শামসুর রাহমান
খ) বেগম সুফিয়া কামাল
গ) শওকত ওসমান
ঘ) জহির রায়হান

4826. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?

ক) যৌবনে দাও রাজটীকা
খ) বই পড়া বই
গ) বাজে কথা
ঘ) সাহিত্যে খেলা

4827. যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?

ক) বঙ্কিমচন্দ্র
খ) রবিন্দ্রনাথ ঠাকুর
গ) মোহাম্মদ বরকতুল্লাহ
ঘ) মোতাহের হোসেন চৌধুরী

4828. স্বরূপের সন্ধানে 'প্রবন্ধ গ্রন্থের রচয়িতা -

ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ) আনিসুজ্জামান
গ) ড . মুহাম্মদ এনামুল হক
ঘ) মুনীর চৌধুরি

4829. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?

ক) শিউলিমালা
খ) অগ্নিবীণা
গ) রুদ্রমঙ্গল
ঘ) ব্যথার দান

4830. কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

4831. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

ক) পঞ্চতন্ত্র
খ) কালান্তর
গ) প্রবন্ধ সংগ্রহ
ঘ) শাশ্বত বঙ্গ

4832. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) কবিতার কথা
গ) ঝরা পালকের কবি
ঘ) দুর্দিনের যাত্রী

4833. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন--

ক) হুমায়ুন আজাদ
খ) আহমদ শরীফ
গ) ওয়াকিল আহমদ
ঘ) আব্দুল মতিন খান

4834. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?

ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
খ) নরকে লালা গোল্প
গ) বর্ণচোরা
ঘ) ইবলিশ

4835. কোনটি জসীমউদ্‌দীনের নাটক?

ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী

4836. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

ক) ভদ্রার্জুন
খ) নীলদপর্ণ
গ) শর্মিষ্ঠা
ঘ) কবর

4837. নীল দর্পণ' নাটকটির বিষবস্তু কি?

ক) নীলকরদের অত্যাচার
খ) ভাষা আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন
ঘ) তে-ভাগা আন্দোলন

4838. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?

ক) নটির পূজা
খ) বেহুলা গীতাভিনয়
গ) নবীন তপস্বিনী
ঘ) কৃষ্ণকুমারী

4839. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

ক) মধুসূদন দত্ত
খ) দীনবন্ধু মিত্র
গ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
ঘ) রামনারায়ণ তর্করত্ন

4840. ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে?

ক) জসীমউদদীন
খ) নুরুল মোমেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মুনীর চৌধুরী

4841. বিসর্জন’ নাটকটির রচয়িতা কে?

ক) গিরিশচন্দ্র ঘোষ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) আবুল হোসেন

4842. নীল দর্পণ' নাটকের নাট্যকার কে?

ক) মাইকেল মধুসূধন দত্ত
খ) দীনবন্ধু মিত্র
গ) গিরিশ ঘোষ
ঘ) মুনীর চৌধুরী

4843. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?

ক) মার্চেন্ট অব ভেনিস
খ) কমেডি অব এররস
গ) অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ) টেমিং অব দ্য শ্রু

4844. কোনটি নাটক?

ক) কর্তার ইচ্ছায় কর্ম
খ) গড্ডলিকা
গ) পল্লীসমাজ
ঘ) সাজাহান

4845. পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

ক) নবীনচন্দ্র সেন
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) মনমোহন বসু
ঘ) সৈয়দ শাসমুল হক

4846. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?

ক) ভদ্রার্জুন
খ) কীর্তিবিলাস
গ) শর্মিষ্ঠা
ঘ) কুলীকুল স্বর্বস্ব

4847. সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-

ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) সিকান্দার আবুজাফর
গ) নূরুল মোমেন
ঘ) মুনীর চৌধুরী

4849. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

ক) জগৎ মোহিনী
খ) বসন্ত কুমারী
গ) আয়না
ঘ) মোহনী প্রেমপাস

4850. কোনটি ঐতিহাসিক নাটক?

ক) শর্মিষ্ঠা
খ) রাজসিংহ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) রক্তাক্ত প্রান্তর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore