বিষয়ঃ Other

4851. কবর ' নাটকটি কোন পটভুমিতে লেখা?

ক) মুক্তিযুদ্ধ
খ) ভাষা আন্দোলন
গ) ঊনসত্তর-এর গণভ্যূথ্যান
ঘ) স্বৈরচার বিরোধী আন্দোলন

4852. রক্তকরবী" কি?

ক) রবীন্দ্রনাথের নাটক
খ) বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
গ) তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
ঘ) সৈয়দ শামসুল হকের নাটক

4853. হাত হদাই" নাটকের নাট্যকার কে?

ক) সৈয়দ শামসুল হক
খ) সেলিম আল দীন
গ) মমতাজ উদ্দিন আহমদ
ঘ) আবদুল্লাহ আল মামুন

4854. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রামমোহন রায়
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ঘ) প্রমথ চৌধুরী

4856. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----

ক) হুমায়ুন আজাদ
খ) আহমদ শরীফ
গ) ওয়াকিল আহমদ
ঘ) আব্দুল মতিন খান

4857. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত - কার লেখা?

ক) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুকুমার সেন
ঘ) ড. আহমদ শরীফ

4858. তোতা ইতিহাস’ কেমন গ্রন্থ?

ক) ইতিহাস নির্ভর
খ) জীবনী গ্রন্থ
গ) অনুবাদ গ্রন্থ
ঘ) ভ্রমণ কাহিনী

4860. দিগদর্শন’ পত্রিকা কোথা হতে প্রকাশিত?

ক) শ্রীরামপুর মিশন
খ) ফোর্ট উইলিয়াম কলেজ
গ) হিন্দু কলেজ
ঘ) সংস্কৃত কলেজ

4861. ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন----

ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
খ) মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ) মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

4862. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৭৯৯ খ্রিঃ
খ) ১৮০০ খ্রিঃ
গ) ১৮০২ খ্রিঃ
ঘ) ১৮০৪ খ্রিঃ

4863. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?

ক) ভ্রান্তিবিলাস
খ) বেতাল পঞ্চবিংশতি
গ) প্রভাবতী সম্ভাষণ
ঘ) সংস্কৃত সাহিত্যের ইতিহাসত-এর কাব্যগ্রন্থ

4864. মধ্যযুগ-আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?

ক) ভরত চন্দ্র রায়কে
খ) বিহারীলাল চক্রবর্তীকে
গ) ঈশ্বর চন্দ্র গুপ্তকে
ঘ) মধূসূদন দত্তকে

4865. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক-

ক) স্বর্ণকুমারী দেবী
খ) কামিনী রায়
গ) বেগম রোকেয়া
ঘ) সুফিয়া কামাল

4866. বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) জীবনানন্দ দাশ
ঘ) সৈয়দ শামসুল হক

4867. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি-

ক) নজরুল ইসলাম
খ) ফররুখ আহমেদ
গ) কায়কোবাদ
ঘ) সৈয়দ সুলতান

4868. বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরু কত সাল থেকে ধরা হয়?

ক) ১৮৬০ খ্রি.
খ) ১২০০ খ্রি.
গ) ১৮০০ খ্রি.
ঘ) ১৩৫০ খ্রি.

4870. বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

4871. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশেষিক লক্ষণ নয় ----

ক) ব্যক্তিস্বাতন্ত্র্য
খ) গীতিকবিতা
গ) শব্দালংকার
ঘ) পারত্রিকতা

4872. বিদ্যাসাগরের রচিত গ্রন্থগুলি কোন্ জাতীয় ?

ক) অনুবাদ জাতীয়
খ) পাঠ্যপুস্তক জাতীয়
গ) ধর্মীয়
ঘ) সমালোচনামূলক

4873. বাংলা গদ্যসাহিত্যে অক্ষয়কুমার দত্তকে কীভাবে দেখা যায়?

ক) বিশুদ্ধ নির্মোহজ্ঞানসাধক
খ) অধ্যাত্মবাদী
গ) বৈজ্ঞানিক
ঘ) তাত্ত্বিক

4874. বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?

ক) প্রতাপাদিত্য চরিত্র
খ) হুতুম প্যাচার না
গ) বুড়ো শালিকের ঘাড়ে রো
ঘ) বেহুলা পাঁচালী

4875. বাংলা গদ্যের সূচনা হয়-

ক) নবম শতকে
খ) ত্রয়োদশ শতকে
গ) ষোড়শ শতকে
ঘ) উনিশ শতকে

4876. শ্রীকান্ত" বইটির লেখক কে?

ক) শরৎচন্দ্র
খ) আনিসুজ্জামান
গ) সেলিনা
ঘ) মোমেন

4878. বাংলা গদ্যের জনক কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

4879. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?

ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

4880. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----

ক) সুন্দরম
খ) লোকায়ত
গ) উত্তরাধিকার
ঘ) কিছুধ্বনি

4881. বাংলা একাডেমী" কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
খ) ১৯৫২ খ্রিষ্টাব্দে
গ) ১৩৫৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৩৫২ খ্রিষ্টাব্দে

4882. বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়-

ক) ১৮০১ সালে
খ) ১৮০২ সালে
গ) ১৮০৩ সালে
ঘ) ১৮৬১ সালে

4883. বামপন্থী দলগুলোর আদর্শ কি?

ক) সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা
খ) ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা
গ) রাজতন্ত্র প্রতিষ্ঠা করা
ঘ) ধনতন্ত্র প্রতিষ্ঠা করা

4884. বেসরকারি বিল কাকে বলে?

ক) স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণ দেন
খ) বিরোধী দলের সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল
ঘ) সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিল

4886. সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?

ক) স্পীকার
খ) প্রধান বিচারপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি

4887. ১৯০৫ সাল কোন ঘটনার সাথে জড়িত?

ক) মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ) বঙ্গভঙ্গ
গ) গান্ধী হত্যা
ঘ) ভারত বিভক্তি

4888. মন্ত্রিপরিষদ প্রধান কে?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) মন্ত্রিপরিষদ সচিব
ঘ) মুখ্য সচিব

4889. রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান” উক্তিটি কে করেন?

ক) প্লেটো
খ) অ্যারিস্টটল
গ) হবস
ঘ) কেসি হেয়ার

4890. দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে?

ক) মন্ত্রিপরিষদ
খ) জাতীয় সংসদ
গ) বিচার বিভাগ
ঘ) প্রশাসন বিভাগ

4891. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

ক) ৪৫ টি
খ) ৪৪ টি
গ) ৪০ টি
ঘ) ৩৯ টি

4892. মৌলিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করেন কে?

ক) ইস্কান্দার মির্জা
খ) আইয়ুব খান
গ) ইয়াহিয়া খান
ঘ) লিয়াকত আলী খান

4893. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী ?

ক) জাতীয় সংসদ
খ) রাজনৈতিক দল
গ) ছাত্র সংগঠন
ঘ) আমলাতন্ত্র

4898. সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে-

ক) রাষ্ট্রের সাধারণ আইন
খ) রাষ্ট্রের জরুরী আইন
গ) রাষ্ট্রের মৌলিক আইন
ঘ) রাষ্ট্রের বিশেষ আইন

4899. বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে?

ক) ভারত ও নেপাল
খ) ভারত ও মিয়ানমার
গ) ভারত ও ভুটান
ঘ) ভারত ও পাকিস্তান

4900. রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে?

ক) প্রচারণার মাধ্যমে
খ) অস্ত্রের মাধ্যমে
গ) সরকারের আনুকুল্যে
ঘ) নিবার্চনের মাধ্যমে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore