বিষয়ঃ Other

48601. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

ক) আলিবার্ড হল
খ) এস্ট্রেলার হল
গ) ওয়েরী হল
ঘ) কসমস

48602. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ?

ক) তেঁতুলিয়া
খ) পাটগ্রাম
গ) হালুয়াঘাট
ঘ) তাহিরপুর

48603. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?

ক) ভারত
খ) ভুটান
গ) মালয়েশিয়া
ঘ) সেনেগাল

48604. তামাবিল কোথায় অবস্থিত ?

ক) সিলেট
খ) কুমিল্লা
গ) ঢাকা
ঘ) খুলনা

48605. গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন ?

ক) উষ্ণতা থেকে রক্ষা করার জন্য
খ) ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
গ) অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য
ঘ) আত্যাধিক আলো থেকে রক্ষা করার জন্য

48607. সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি

48608. বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান

ক) এম হোসেন আলী
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) অধ্যাপক ইউসুফ আলী
ঘ) তাজউদ্দীন আহমদ

48609. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

ক) ডারউইন
খ) প্রিস্টলী
গ) ল্যাভয়েসিয়ে
ঘ) লুইপাস্তুর

48610. 'লেডি উইথ দি ল‍্যাম্প' কার উপাধি ?

ক) সরোজিনী নাইডু
খ) ফ্লোরেন্স নাইটিংঙ্গেল
গ) যামিনী রায়
ঘ) মাদার তেরেসা

48611. পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ?

ক) ম্যাগনেসিয়াম
খ) পটাসিয়াম
গ) জিংক
ঘ) সোডিয়াম

48612. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?

ক) ১৯৯০ সাল
খ) ১৯৯০ সাল
গ) ১৯৯২ সাল
ঘ) ১৯৯৩ সাল

48613. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ?

ক) কামরুল হাসান
খ) মূর্তজা বশীর
গ) কাইয়ুম চৌধুরী
ঘ) রফিকুন্নবী

48614. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ?

ক) সিসমোগ্রাফ
খ) ত্রুেসকোগ্রাফ
গ) ত্রুোনোমিটার
ঘ) ফ‍্যাদোমিটার

48616. . মৌমাছি পালন সম্পর্কিত বিদ‍্যা কোনটি ?

ক) এপিকালচার
খ) সেরিকালচার
গ) পিসিকালচার
ঘ) হারটিকালচার

48617. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি ?

ক) নাইট্রোজেন
খ) মিথেন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) নাইট্রাস গ‍্যাস

48619. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ?

ক) হিমোগ্লোবিন
খ) বিলিরুবিন
গ) ইনসুলিন
ঘ) গ্লাইকোজন

48620. ভূমিকম্পের দেশ কোনটি ?

ক) চীন
খ) জাপান
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া

48621. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

ক) হাঙ্গর
খ) শুশুক
গ) জেলী ফিস
ঘ) পটকা মাছ

48623. সুষম খাদ্যের উপাদান কয়টি ?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ৮ টি

48624. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ ?

ক) ফুসফুস
খ) যকৃত
গ) পিত্তথলি
ঘ) হৃদপিন্ড

48625. কচুশাক বিশেষভাবে মূল‍্যবান যে উপাদানের জন্য তা কোনটি ?

ক) ফসফরাস
খ) লৌহ
গ) ক‍্যালসিয়াম
ঘ) আয়োডিন

48626. টেলিফোনের জনক কে ?

ক) আলেকজান্ডার গ্রাহাম বেল
খ) মার্টিন কুপার
গ) হাওওয়ার্ড আইকেন
ঘ) টমাস আলভা এডিসন

48627. বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি ?

ক) সাংগু নদী
খ) শংখ নদী
গ) নাফ নদী
ঘ) মেঘনা নদী

48628. মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ?

ক) ২২ জোড়া
খ) ২৩ জোড়া
গ) ২৪ জোড়া
ঘ) ২৫ জোড়া

48630. . কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

ক) ভিটামিন - এ
খ) ভিটামিন - বি
গ) ভিটামিন - সি
ঘ) ভিটামিন - ডি

48631. কোন ধাতুটি পানি অপেক্ষা হালকা ?

ক) সোডিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) ক্যালসিয়াম
ঘ) পটাসিয়াম

48633. জারণ বিক্রিয়ায় কী ঘটে?

ক) ইলেক্ট্রন আদান-প্রদান
খ) ইলেক্ট্রন বর্জন
গ) ইলেক্ট্রন গ্রহণ
ঘ) শুধু তাপ উৎপন্ন হয়

48634. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ?

ক) টাংস্টেন ধাতু দিয়ে
খ) তামা দিয়ে
গ) সীসা দিয়ে
ঘ) সঙ্কর ধাতু দিয়ে

48635. লাল আলোতে নীল রং এর বস্তু কেমন দেখায়?

ক) বেগুনি
খ) সবুজ
গ) কালো
ঘ) হলুদ

48636. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় , তার কারণ কি ?

ক) আলোর বিচ্ছুরণ
খ) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
গ) অপবর্তন
ঘ) দৃষ্টিভ্রম

48638. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?

ক) তাপ
খ) চুম্বক
গ) বিদ্যুৎ
ঘ) কিছু হয় না

48640. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?

ক) ROM
খ) RAM
গ) সফটওয়্যার
ঘ) হার্ডওয়্যার

48641. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

ক) নাফ
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলী

48642. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক) ইসলামাবাদ
খ) কাঠমুন্ডু
গ) দিল্লি
ঘ) ঢাকা

48643. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জেনেভায়
খ) নিউইয়র্ক
গ) হেগে
ঘ) প্যারিসে

48644. ভারত এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

ক) ড. মনমোহন সিং
খ) নরেন্দ্র মোদি
গ) মমতা বানার্জি
ঘ) রাহুল গান্ধী

48645. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

ক) হিলারি ক্লিনটন
খ) রবার্ট গেইট
গ) অ্যান্টনি জন ব্লিনকেন
ঘ) কন্ডোলিসা রাইস

48647. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড বেন্টিঙ্ক
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড ওয়াভেল

48648. East London কোথায় অবস্থিত?

ক) আমারিকায়
খ) দক্ষিণ আফ্রিকায়
গ) জার্মানিতে
ঘ) ইংল্যান্ডে

48650. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ক) জেনারেল আতাউল গনি ওসমানী
খ) শেখ মুজিবুর রাহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore