বিষয়ঃ Other

48701. কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয় ?

ক) একাধিক অনুচ্ছেদ
খ) বাক্যের পুনরাবৃত্তি
গ) প্রবাদ-প্রবচনের ব্যবহার
ঘ) অভিমত প্রদান

48702. সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি ?

ক) প্রাঞ্জলতা
খ) সৃজনশীলতা
গ) মননশীলতা
ঘ) ভাষারীতির শুদ্ধতা

48703. ..নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

ক) তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
খ) ‘শেষের কবিতা’ একেখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
গ) সকল ছাত্রই অমনোযোগী নয়
ঘ) পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি

48704. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে ?

ক) চুক্তিপত্র
খ) বায়নানামা
গ) বাণিজ্যিকপত্র
ঘ) দলিলপত্র

48705. নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি ?

ক) অতি আকাঙিক্ষত বস্তু
খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
গ) অদৃষ্টের পরিহাস
ঘ) বিশেষ সম্মানিত ব্যক্তি

48706. ‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ?

ক) প্রাপকের এলাকা
খ) ডাক বিভাগের নাম
গ) পোষ্ট অফিসের নাম
ঘ) প্রেরকের এলাকা

48707. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?

ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) তুষারশুভ্র
ঘ) মনমাঝি

48708. সমাসের রীতি কোন ভাষা হতে আগত ?

ক) আরবী
খ) সংস্কৃত
গ) ফারসি
ঘ) ইংরেজি

48709. কোনটি শুদ্ধ বানান ?

ক) নুনতম
খ) ন্যুনতম
গ) ন্যূনতম
ঘ) নূন্যতম

48710. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ?

ক) মাথা
খ) ঢেঁকি
গ) ভবন
ঘ) কুচ্ছিত

48711. ‘অম্বর’ -এর প্রতিশব্দ কোনটি ?

ক) পৃথিবী
খ) জল
গ) সমুদ
ঘ) আকাশ

48712. মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি ?

ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) চর্যাপদ
গ) বৈষ্ণব পদাবলী
ঘ) নাথ সাহিত্য

48713. . নিচের কোনটি মিশ্র শব্দ ?

ক) বেতার
খ) হাট-বাজার
গ) হেড-মাষ্টার
ঘ) সবজি

48714. "To be or not to be, that is the__".

ক) question
খ) answer
গ) Meaning
ঘ) isssue

48715. "Into the __ of death rode the six hundred."

ক) City
খ) tunnel
গ) valley
ঘ) road

48716. When one is 'pragmatic' he is being-

ক) fussy
খ) Wasteful
গ) productive
ঘ) practical

48717. The bad news struck him like a bolt from the----

ক) blue
খ) firmament
গ) heavens
ঘ) sky

48718. 'Botany' is to 'plants' as 'Zoology' is to-.

ক) dear
খ) animals
গ) trees
ঘ) Flowers

48719. 'Good' is to 'bad' as 'white' is to__

ক) Dark
খ) grey
গ) black
ঘ) ebony

48720. 'Sky' is to 'bird as water is to-'

ক) feather
খ) fish
গ) boat
ঘ) lotus

48721. He watched the boat __ down the river.

ক) had floated
খ) was floating
গ) to float
ঘ) floating

48722. He said that he __ the previous day.

ক) has come
খ) came
গ) had come
ঘ) arrived

48723. Naither Rini nor Simi __ qualified for the job.

ক) is
খ) Are
গ) were
ঘ) had

48724. He said that he __ be unable to come.

ক) will
খ) shall
গ) should
ঘ) would

48725. They travelled to Savar__

ক) by walking
খ) on foot
গ) on their feet
ঘ) by foot

48726. I shall not __ the examination this year

ক) go for
খ) sit
গ) Give
ঘ) appear at

48727. He had a __ headache.

ক) acute
খ) serious
গ) bad
ঘ) strong

48728. Your conduct admits __ no excuse.

ক) of
খ) for
গ) To
ঘ) at

48729. Honey is__sweet.

ক) too much
খ) Very
গ) much too
ঘ) excessive

48730. I have not heard from him__

ক) for long
খ) since long
গ) for a long time
ঘ) long since

48731. সমাস ভাষাকে কী করে?

ক) বিস্তৃত করে
খ) অর্থপূর্ণ করে
গ) অর্থের রূপান্তর করে
ঘ) সংক্ষেপ করে

48732. সনেট কবিতার প্রবর্তক কে?

ক) রজনীকান্ত সেন
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) দিজেন্দ্রজাল রায়
ঘ) অতুলপ্রসাদ সেন

48733. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫২ খ্রিস্টাব্দে
খ) ১৩৫৫ বঙ্গাব্দে
গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৩৫২ বঙ্গাব্দে

48734. ' একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?

ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
খ) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
গ) ভিন্নধর্মী ডায়েরী
ঘ) মুক্তিযুদ্ধের বিবরন

48735. বাক্যের তিনটি গুণ কী কী?

ক) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
খ) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
গ) যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
ঘ) কোনটিই নয়

48736. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ +এক
ঘ) জন + ঈক

48737. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

ক) বঙ্গদর্শন
খ) কল্লোল
গ) সবুজপত্র
ঘ) কালিকলম

48738. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

ক) বিদ্রোহী
খ) প্রলয়োল্লাস
গ) ধূমকেতু
ঘ) অগ্রপথিক

48739. 'অনল-প্রবাহ' রচনা করেন-

ক) মজাম্মেল হক
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) মুনিরুজ্জামান ইসলামাবাদি
ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

48740. কবি আলাওলের জন্মস্থান কোথায়?

ক) চট্টগ্রামের জোব্রা
খ) বার্মার আরাকান
গ) ফতেহাবাদ পরগনা
ঘ) ফরিদপুরের সুরেশ্বর

48741. বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?

ক) মিশনারি জীবণ
খ) প্রভু যিশুর বানী
গ) ফুলমনি ও করুণার বিবরণ
ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ

48742. 'চাচা কাহিনী''র লেখক কে?

ক) শওকত ওসমান
খ) ফররুখ আহমদ
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) কাজী নজরুল ইসলাম

48743. ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?

ক) বডু চণ্ডীদাস
খ) দীন চণ্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) দীজ চণ্ডীদাস

48744. মুসলমান নারী জাগরণের কবি -

ক) সামসুন্নাহার
খ) ফজিলাতুন্নেছা
গ) ফয়জুন্নেছা
ঘ) বেগম রোকেয়া

48745. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) মুহাম্মদ খান
ঘ) শাহ্ মুহাম্মাদ সগীর

48746. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

ক) পাখির বাসা
খ) সাত সাগরের মাঝি'
গ) হাতেমতাই
ঘ) নৌফেল ও হাতেম

48747. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) রাজা রামমোহন
খ) ব্রাসি হেলহেড
গ) মার্সম্যান
ঘ) অক্ষয় দত্ত

48748. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?

ক) চলতি রীতি
খ) সাধু রীতি
গ) মিশ্র রীতি
ঘ) আঞ্চলিক রীতি

48749. বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক) কাহ্নপা
খ) চেগুনপা
গ) লুইপা
ঘ) ভূসুকুপা

48750. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

ক) ১৩টি
খ) ১২টি
গ) ১১টি
ঘ) ১০টি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore