বিষয়ঃ Other

48801. Rubber is notable for its ___.

ক) lightness
খ) heaviness
গ) elasticity
ঘ) viscosity

48802. A rocket flying to the moon does not need wings because ___.

ক) it has no engine
খ) pace has too much dust
গ) it has no fuel
ঘ) space is airless

48803. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক) গ্লিসারিন
খ) ফিটকিরি
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম কার্বনেট

48805. কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান?

ক) মেরু অঞ্চলে
খ) নিরক্ষরেখায়
গ) উওর গোলার্ধে
ঘ) দক্ষিণ গোলার্ধে

48806. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?

ক) প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) বায়বীয় পরিবেশ
ঘ) সাংস্কৃতিক পরিবেশ

48807. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?

ক) কমপ্যাক, ১৯৮৫
খ) এপসন, ১৯৮১
গ) আইবিএম, ১৯৮৩
ঘ) অ্যাপল, ১৯৭৭

48808. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কী ?

ক) ফ্রেয়নকে ঘনীভূত করা
খ) ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
গ) ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ঘ) ১ ও ২

48809. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি?

ক) আলট্রা-ভ্যায়োলেট রশ্মি
খ) বিটা রশ্মি
গ) আলফা রশ্মি
ঘ) গামারশ্মি

48810. ক্যান্সার রোগের কারণ কী?

ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
গ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি জমাট বাঁধা
ঘ) ওপরের সবগুলো

48811. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?

ক) ১৫ ইঞ্চি(প্রায়)
খ) ১৭ ইঞ্চি(প্রায়)
গ) ১৮ ইঞ্চি(প্রায়)
ঘ) ২০ ইঞ্চি(প্রায়)

48812. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?

ক) নাইট্রোজেনের
খ) ফসফরাসের
গ) ইউরিয়ার
ঘ) পটাসিয়ামের

48813. চা পাতায় কোন ভিটামিন থাকে?

ক) ভিটামিন-ই
খ) ভিটামিন-কে
গ) ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ) ভিটামিন-এ

48814. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

ক) সোডিয়াম
খ) পটাসিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) কোনটিই নয়

48815. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?

ক) ওয়াট আওয়ারে
খ) ওয়াটে
গ) ভোল্ট
ঘ) কিলোওয়াট ঘণ্টায়

48818. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

ক) স্থায়ী চুম্বক
খ) অস্থায়ী চুম্বক
গ) সংকর চুম্বক
ঘ) প্রাকৃতিক চুম্বক

48819. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

ক) ১ সেকেন্ড
খ) ০.১ সেকেন্ড
গ) ০.০১ সেকেন্ড
ঘ) ০.০০১ সেকেন্ড

48822. Divide 30 by half and 10. what do you get?

ক) 25
খ) 45
গ) 55
ঘ) 70

48823. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক

48824. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?

ক) হিমালয়
খ) কুয়েনলুন পর্বত
গ) ব্ল্যাক ফরেস্ট
ঘ) আল্পস
Note : হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং । হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী।

48825. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

ক) সনোরা লাইন
খ) ম্যাকনামারা লাইন
গ) ডুরান্ড লাইন
ঘ) হিন্ডারবার্গ লাইন

48826. The South Pole is located in the ___.

ক) Arctic
খ) Antarctic
গ) Antipodes
ঘ) Occident

48829. 30% of 10 is 10% of which?

ক) 40
খ) 60
গ) 30
ঘ) 600

48830. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?

ক) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ) আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ) সুদূর চীন দেশ থেকে

48831. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?

ক) বিজয় গুপ্ত
খ) ভারতচন্দ্র রায়গুনাকার
গ) মুকূন্দারাম চক্রবর্তী
ঘ) কানাহরি দত্ত

48832. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র?

ক) শ্রী রাধার ননদিনী
খ) শ্রী রাধার শাশুড়ি
গ) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ঘ) জনৈক গোপবালা

48833. লোকসাহিত্য কাকে বলে ?

ক) গ্রামিণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে
খ) লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে
ঘ) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে

48834. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?

ক) নবম শতকে
খ) ত্রয়োদশ শতকে
গ) ষোড়শ শতকে
ঘ) উনিশ শতকে

48835. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

ক) দিক্‌দর্শন
খ) সংবাদ প্রভাকর
গ) তত্তবোধিনী
ঘ) বঙ্গদর্শন

48836. ইয়ংবেঙ্গল কী?

ক) বাংলাভাষা শিখার্থী ইংরেজ
খ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
গ) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ) একটি সাময়িক পত্রের নাম

48837. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ) বিয়ে পাগলা বুড়ো
গ) কিঞ্চিত জলযোগ
ঘ) কল্কি অবতার

48838. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?

ক) নটির পূজা
খ) বেহুলা গীতাভিনয়
গ) নবীন তপস্বিনী
ঘ) কৃষ্ণকুমারী

48840. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?

ক) একরাত্রি
খ) নষ্টনীড়
গ) ক্ষুধিত পাষাণ
ঘ) মধ্যবর্তিনী

48841. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?

ক) মোতাহের হোসেন
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) মীর মশাররফ হোসেন
ঘ) ফররুখ আহমদ

48842. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?

ক) মাহেনও
খ) সওগাত
গ) ধূমকেতু
ঘ) কালিকলম

48843. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক) ধূসর পান্ডুলিপি
খ) কবিতার কথা
গ) ঝরা পালকের কবি
ঘ) দুর্দিনের যাত্রী

48844. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আব্দুল কাদির
ঘ) বন্দে আলী মিয়া

48845. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক) অগ্নিসাক্ষী
খ) চিলেকোঠার সেপাই
গ) আরেক ফাল্গুন
ঘ) অনেক সূর্যের আশা

48846. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক) শঙ্খনীল কারাগার
খ) কাঁটাতারে প্রজাপতি
গ) জাহান্নাম হইতে বিদায়
ঘ) আর্তনাদ

48847. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক) বনী আদম
খ) জননী
গ) চৌরসন্ধি
ঘ) ক্রীতদাসেরহাসি

48849. which is the noun of the word `beautiful`?

ক) Beauty
খ) Beautify
গ) Beauteous
ঘ) Most beautiful

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore