বিষয়ঃ Other

48951. . জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে ?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ৯ টি

48953. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) তানবির কবির
খ) হামিদুর রহমান
গ) হামিদুজ্জামান
ঘ) অস্কার বাদল

48954. . চট্টগ্রামের নাম 'ইসলামবাদ' কে রাখেন ?

ক) ইসলাম খান
খ) শায়েস্তা খান
গ) ঈশা খাঁ
ঘ) মীর জুমলা

48956. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১৩৬ তম
খ) ১৩৭ তম
গ) ১৩৮ তম
ঘ) ১৩৯ তম

48957. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি ?

ক) ৪৯২ টি
খ) ৪৫৬ টি
গ) ৪৭১ টি
ঘ) ৪৮৭ টি

48959. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?

ক) ২০.০১ %
খ) ২১.০১ %
গ) ২০.৭১ %
ঘ) ২১.৭১ %

48960. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?

ক) টিএসপি
খ) সবুজ সার
গ) পটাশ
ঘ) ইউরিয়া

48961. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ?

ক) A রক্ত গ্রুপকে
খ) B রক্ত গ্রুপকে
গ) AB রক্ত গ্রুপকে
ঘ) O রক্ত গ্রুপকে

48962. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?

ক) কক্সবাজার
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) রাঙামাটি

48963. সামাজিক যোগাযোগের মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা হচ্ছেন _____

ক) বিল গেটস
খ) টিম বার্নার্স লি
গ) মার্ক জুকারবার্গ
ঘ) এন্ডি গ্রোড

48964. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?

ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) অর্গন

48965. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ?

ক) ব্যাক ব্যাংক
খ) গ্রামীণ ব্যাংক
গ) জনতা ব্যাংক
ঘ) ডাচ - বাংলা ব্যাংক

48966. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম ______

ক) মাওরি
খ) সাঁওতাল
গ) মুরং
ঘ) গারো

48967. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন ?

ক) পলাশী যুদ্ধে
খ) সিপাহি বিদ্রোহে
গ) বক্সারের যুদ্ধে
ঘ) কর্ণাটকের যুদ্ধে

48968. . চলতি রীতির শব্দ কোনটি ?

ক) শুষ্ক
খ) শুকনা
গ) তুলা
ঘ) তুলো

48969. ‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ?

ক) পথের রাজা
খ) রাজার পথ
গ) রাজা নির্মিত পথ
ঘ) রাজাদের পথ

48971. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি

48972. কোন বানানটি সঠিক ?

ক) উসা
খ) কিংবদন্তি
গ) আমীন
ঘ) বিদেশী

48973. কোন শব্দটি ‘সাগর’ শব্দের সমার্থক নয় ?

ক) জলধি
খ) পাথর
গ) অর্ণব
ঘ) ভূপতি

48974. উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

ক) উৎকৃষ্ট
খ) অপকৃষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) অপকর্ষ

48975. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____

ক) বাগ্বিধি
খ) সমার্থক শব্দ
গ) ভিন্নর্থক শব্দ
ঘ) বিপরীত শব্দ

48976. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?

ক) বিষয়ের উপর
খ) ভাবের উপর
গ) বিন্যাসের উপর
ঘ) ভাষার উপর

48977. `A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) সম্পূর্ণভাবে
খ) সারাক্ষণ
গ) শেষ পর্যন্ত
ঘ) মৃত্যু অবধি

48978. ‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে ৭মী
খ) কর্মে ২য়া
গ) সম্প্রদানে ৭মী
ঘ) সম্প্রদানে ৪র্থী

48979. ‘যা বলা হয়নি'____এক কথায় প্রকাশ কী হবে ?

ক) অকথ্য
খ) অনুক্ত
গ) নির্বাক
ঘ) মুক

48980. . জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তায় শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) করণে শূন্য

48981. তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____

ক) যৌগিক বাক্য
খ) মিশ্র বাক্য
গ) সরল বাক্য
ঘ) সাধারণ বাক্য

48982. To err is human_____

ক) মানুষ মাত্রই ভুল করে
খ) মানুষ মরণশীল
গ) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
ঘ) কোনটিই নয়

48983. শকুনি মামা- এর অর্থ_____

ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা

48984. কোন বাক্যটি শুদ্ধ ?

ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
খ) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
গ) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
ঘ) দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

48985. `পৃথিবী’ - এর সমার্থক শব্দ কোনটি ?

ক) ভূধর
খ) অবণী
গ) ধরিত্রী
ঘ) ধরনী

48986. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) প্রমথ চৌধুরী
গ) প্যারিচাঁদ মিত্র
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

48987. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ সমাস
খ) স কর্মধারয় সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) বহুব্রীহি সমাস

48988. . 'বক্তব্য ' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) বক + তব্য
খ) বক + অব্য
গ) বক্ত + ব্য
ঘ) বচ + তব্য

48989. This collar is too limp _এর অর্থ ___

ক) এই কলারটি বড্ড শক্ত
খ) এই কলারটি বড্ড খসখসে
গ) এই কলারটি বড্ড নরম
ঘ) এই কলারটি বড্ড দৃঢ়

48990. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ?

ক) হাইফেন
খ) ড্যাস
গ) সেমিকোলন
ঘ) কোলন

48991. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____

ক) ষড় + ঋতু
খ) ষড়্ + ঋতু
গ) ষট + ঋতু
ঘ) ষট্ + ঋতু

48992. সে সাঁতার কাটতে জানে না ।

ক) He does not know how to swim.
খ) He does not know to swim.
গ) He do not knows how to swim.
ঘ) He cannot know to swim.

48993. মুষলধারে বৃষ্টি হচ্ছে ।

ক) It is raining heavily.
খ) It is rains continuously.
গ) It is raining cats and dogs.
ঘ) It has been raining seriously.

48994. আমার যদি পাখির মত ডানা থাকত!

ক) If I would have the wings of a bird !
খ) Had I the wings of a bird !
গ) I wish that I would have the wings of a bird !
ঘ) If I could fly like a bird!

48995. বাংলাদেশ একটি নদীবহুল দেশ ।

ক) Bangladesh is a riverine country.
খ) Bangladesh is a country of river.
গ) Bangladesh is surrounded by river.
ঘ) Bangladesh is situated by river.

48996. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় ।

ক) Death is better than insult.
খ) Death is preferable to dishonour.
গ) Dishonour is preferable than death.
ঘ) Death is acceptable than dishonour.

48997. সে কি গতকাল এসেছে?

ক) Did he come yesterday?
খ) Did he came yesterday?
গ) Had he come yesterday?
ঘ) Has he come yesterday?

48998. লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো ।

ক) The man comes to me by laugh.
খ) The man came to me by laugh.
গ) The man came to me laughing.
ঘ) The man coming to me laugh.

48999. রানী ছবি আঁকে ।

ক) Rani draw a picture.
খ) Rani drew a picture .
গ) Rani is drawing a picture.
ঘ) Rani draws a picture.

49000. He is working hard ___

ক) as he can shine in life
খ) that he can shine in life
গ) to shining in life
ঘ) so that he can shine in life

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore