বিষয়ঃ Other

49302. ৩৭৫ এর ২০% = কত ?

ক) ৭৫
খ) ৬২.০
গ) ৬০.০
ঘ) ৩৭.০

49305. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , ______ আমি কি ভুলিতে পারি" _____ গানটির গীতিকার কে ?

ক) আলতাফ মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) আব্দুল গাফফার চৌধুরী
ঘ) আলাউদ্দীন আলী

49306. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

ক) ভেড়ামারা , কুষ্টিয়া
খ) কেরাণীগঞ্জ , ঢাকা
গ) রামপাল , বাগেরহাট
ঘ) ঈশ্বরদী , পাবনা

49307. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে ?

ক) ২৪ আগষ্ট
খ) ২৪ সেপ্টেম্বর
গ) ২৪ অক্টোবর
ঘ) ২৪ নভেম্বর

49308. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ?

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) আমেরিকা

49309. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কবে ?

ক) ১৯৭৫ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে

49310. আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা ?

ক) কাতার
খ) আফগানিস্তান
গ) আলজেরিয়া
ঘ) আরব আমিরাত

49311. গুগল কি ?

ক) সার্চ ইঞ্জিন
খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
গ) ওয়েব সাইট
ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান

49312. সিডর কি ?

ক) ঘূর্ণিঝড়
খ) সুনামি
গ) টাইফুন
ঘ) সাইক্লোন

49313. CNG এর পূর্ণরূপ কী ?

ক) Converted Natural Gas
খ) Compressed Natural Gas
গ) Conversed Natural Gas
ঘ) Connected Natural Gas

49315. বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি ?

ক) বিজ্ঞান যাদুঘর
খ) বরেন্দ্র গবেষণা যাদুঘর
গ) জাতীয় যাদুঘর
ঘ) ঢাকা নগর যাদুঘর

49316. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি ?

ক) ব্যারোমিটার
খ) সিসমোগ্রাফ
গ) ম্যানোমিটার
ঘ) সেক্সট্যান্ট

49317. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি ?

ক) ১০ ই ডিসেম্বর
খ) ১১ ই ডিসেম্বর
গ) ১৫ ই মার্চ
ঘ) ১৭ ই মার্চ

49318. নিশীথ সূর্যের দেশ কোনটি ?

ক) জাপান
খ) কোরিয়া
গ) নরওয়ে
ঘ) সুদান

49319. কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন ডাই - অক্সাইড
গ) ক্লোরোফ্লোরো কার্বন
ঘ) নাইট্রোজেন

49320. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ?

ক) সাধারণ পরিষদ
খ) নিরাপত্তা পরিষদ
গ) জাতিসংঘ সচিবালয়
ঘ) আন্তর্জাতিক আদালত

49321. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী ?

ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
খ) পরিবহন ও সেতু মন্ত্রণালয়
গ) সড়ক পরিবহন মন্ত্রণালয়
ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রণালয়

49323. বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি ?

ক) ড . ফারজানা ইসলাম
খ) খালেদা একরাম
গ) রাশেদা কে চৌধুরী
ঘ) ড . শিরীন শারমিন চৌধুরী

49325. ‘হরতাল’ কোন ভাষার শব্দ ?

ক) গুজরাটি
খ) তুর্কি
গ) পর্তুগীজ
ঘ) বার্মিজ

49326. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ?

ক) যে নারীর কোন সন্তান হয় না
খ) যে নারী বীর সন্তান প্রসব করে
গ) যে নারীর সন্তান বাঁচে না
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি

49327. কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?

ক) সৎমা
খ) সন্তান
গ) ঢাকী
ঘ) ঘোষজা

49328. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?

ক) বিদ্বান
খ) গায়ক
গ) কোকিল
ঘ) দাদা

49329. ‘দীপ্তি পাচ্ছে এমন’-এক কথায় কী হবে ?

ক) দ্বীপ্যমান
খ) দীপ্তমান
গ) দীপ্যমান
ঘ) দেদীপ্যমান

49330. ‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ?

ক) শৈল
খ) অদ্রি
গ) মেদিনী
ঘ) অচল

49331. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি ?

ক) মহাজন
খ) পরতন্ত্র
গ) তিরোভাব
ঘ) শাঁস

49332. ‘চাদ’ এর সমার্থক শব্দ কোনটি ?

ক) সবিতা
খ) তপন
গ) আদিত্য
ঘ) বিধু

49334. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে ?

ক) জমিদারী
খ) পোদ্দারী
গ) উমেদারী
ঘ) সরকারী

49335. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি ?

ক) ছেলেরা ফুটবল খেলছে
খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

49336. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?

ক) হিন্দি
খ) সংস্কৃত
গ) প্রাকৃত
ঘ) ইংরেজী

49337. আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ?

ক) কর্মে শূন্য
খ) কর্তায় শূন্য
গ) কর্তায় ষষ্ঠী
ঘ) কর্মে ষষ্ঠী

49338. ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ?

ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়

49339. নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?

ক) নিষ্কর
খ) পরস্পর
গ) সন্তাপ
ঘ) ষষ্ঠ

49340. ‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

ক) লো+অন
খ) লো+বন
গ) ল+বন
ঘ) লৈ+বন

49341. What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?

ক) অপচয় করলে অভাবে পড়তে হয়
খ) অপচয় অভাবের মূল কারণ
গ) অপচয় করোনা অভাবও হবেনা
ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী

49342. অনুবাদ কোনটির সহায়ক ?

ক) ভাষার উন্নতি
খ) জ্ঞান চর্চার
গ) ভাষার শৃঙ্খলার
ঘ) কাব্য রচনার

49343. `For good' এর সঠিক অর্থ কোনটি ?

ক) ভালো হওয়া
খ) গড়িমসি
গ) ক্ষণতরে
ঘ) চিরতরে

49344. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?

ক) সাধুরীতি
খ) চলিতরীতি
গ) কথ্যরীতি
ঘ) বানানরীতি

49345. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?

ক) হাইফেন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) লোপ চিহ্ন

49346. কোন বানানটি সঠিক?

ক) সমীচীন
খ) সমিচিন
গ) সমীচিন
ঘ) সমিচীন

49347. 'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) একই স্বভাবের
খ) মূর্খ
গ) কপট ব্যাক্তি
ঘ) দীর্ঘজীবী

49348. চলিতরীতির শব্দ নয় কোনটি?

ক) করবার
খ) করার
গ) করিবার
ঘ) করে

49349. Find out the correct synonym of 'hazard'.

ক) Impartial
খ) Static
গ) Impolite
ঘ) Danger

49350. Noun of the word 'simple ' is _____.

ক) Simply
খ) Simplify
গ) Simplicity
ঘ) Simplication

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore