টপিকঃ বিরাম চিহ্ন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 20 questions total

1. বিরামচিহ্ন ব্যবহৃত হয় না-

ক) বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ) শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ) বাক্যকে অলংকৃত করতে
ঘ) বক্তার মেজাজ স্পষ্ট করতে
Note :
বিরাম চিহ্ন বাক্যের অর্থ বা শ্বাস বিরতির জন্য অপরিহার্য কিন্তু বাক্যকে অলংকৃত বা সজ্জিত করতে এর কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই।

2. দুটি পদের সংযোগস্থলে কি বসে?

ক) ড্যাশ
খ) হাইফেন
গ) কোলন
ঘ) কোলন ড্যাস
Note :
দুটি পদের সংযোগ স্থাপনে হাইফেন ব্যবহৃত হয়।

3. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ডবাক্যের শেষে) বসাতে হবে-

ক) কমা
খ) কোলন
গ) কোলন ড্যাস
ঘ) হাইফেন
Note :
প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন শুরু হওয়ার আগে কমা বসাতে হয়।

4. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ) পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
ঘ) ২৬ মার্চ, ১৯৭১

5. পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে বসে-

ক) কোলন
খ) সেমিকোলন
গ) হাইফেন
ঘ) ড্যাস
Note :
একাধিক স্বাধীন বাক্যাংশ বা বাক্যকে এক সঙ্গে যুক্ত করার সময় কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে সেমিকোলন বসে।

6. আমি বললাম তুমি গৃহদাহ পড়িয়াছ কি - এ বাক্যে কয়টি বিরামচিহ্ন বসবে?

ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
Note :
বাক্যটি হবে: আমি বললাম ‘তুমি গৃহদাহ পড়িয়াছ কি?’ এখানে কমা ১টি উদ্ধরণ চিহ্ন ১ জোড়া এবং প্রশ্নবোধক চিহ্ন ১টি অর্থাৎ মোট ৩টি পজিশনে চিহ্ন বসবে।

7. নিচের কোনটি বিরামচিহ্ন নয়?

ক) কমা [ , ]
খ) সেমিকোলন [;]
গ) ড্যাস [—]
ঘ) হাইফেন [-]

8. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন ড্যাশ
খ) ড্যাশ
গ) কোলন
ঘ) সেমিকোলন
Note :
উদাহরণ বা দৃষ্টান্ত উপস্থাপনের আগে প্রথাগতভাবে কোলন ড্যাশ (:-) ব্যবহৃত হয়।

9. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) দুই সেকেন্ড
খ) এক সেকেন্ড
গ) তিন সেকেন্ড
ঘ) চার সেকেন্ড
Note :
বিস্ময়সূচক চিহ্ন (!) একটি প্রান্তিক বিরামচিহ্ন, যা বাক্যের শেষে বসে। দাঁড়ি ও প্রশ্নবোধক চিহ্নের মতো এটিও পূর্ণ বিরতি নির্দেশ করে এবং এর বিরতিকাল এক সেকেন্ড।

10. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন
খ) দাড়ি
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :
বাক্যের পূর্ণ সমাপ্তি বা সম্পূর্ণ বিরতি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়।

11. একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

ক) ড্যাশ
খ) হাইফেন
গ) কোলন
ঘ) উদ্ধরণ চিহ্ন
Note :
একটি বাক্যের পর অন্য একটি বাক্য বা উদাহরণের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়।

12. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

ক) ড্যাশ
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
Note :
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন বাক্যগুলোর সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়।

13. শব্দ-গঠনে কোন লেখন চিহ্নের ব্যবহার হয়?

ক) দাড়ি
খ) ড্যাস
গ) হাইফেন
ঘ) কমা
Note :
শব্দ গঠনের সময় বিশেষ করে সমাসবদ্ধ শব্দে হাইফেন ব্যবহৃত হয়।

14. 'উদ্ধৃতি চিহ্ন' কত প্রকার?

ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note :
উদ্ধৃতি চিহ্ন দুই প্রকার: একক উদ্ধৃতি চিহ্ন (' ') এবং দ্বৈত উদ্ধৃতি চিহ্ন (" ")। বিশেষ কোনো শব্দ বা ব্যঙ্গাত্মক অর্থ বোঝাতে একক চিহ্ন এবং প্রত্যক্ষ উক্তি বোঝাতে দ্বৈত চিহ্ন ব্যবহৃত হয়।

15. কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে?

ক) হাইফেন
খ) ড্যাশ
গ) সেমিকোলন
ঘ) কমা
Note :
কোনো বিষয় বা কথার উদাহরণ বা বিস্তারিত বিবরণ দেওয়ার আগে ড্যাশ (—) চিহ্ন ব্যবহৃত হয়। এটি কোলনের মতো কাজ করতে পারে। যেমন: 'উত্তম-মধ্যম দেওয়া—অর্থাৎ কিল, চড়, ঘুষি ইত্যাদি।'

16. বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়-

ক) মিলেক
খ) চিলেক
গ) তিলেক
ঘ) ইলেক
Note :
শব্দের বর্ণ বর্জন বা লোপ বোঝাতে উপরে যে কমার মতো চিহ্ন দেওয়া হয় তাকে ইলেক বলে।

17. ‘হাইফেন’- কে বাংলায় কি বলে?

ক) সংকোচ চিহ্ন
খ) সংক্ষেপণ চিহ্ন
গ) বিয়োজক চিহ্ন
ঘ) সংযোগ চিহ্ন
Note :
হাইফেন দুটি পদকে সংযুক্ত করে বলে একে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়।

18. বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের কোনো অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয় তা হল-

ক) কমা
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) ড্যাশ
Note :
বাক্যের কোনো অংশ অসমাপ্ত বা ব্যাখ্যার প্রয়োজনে ড্যাশ চিহ্নের ব্যবহার হয়।

19. সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?

ক) ড্যাশ
খ) হাইফেন
গ) কোলন
ঘ) সেমিকোলন
Note :
সমাসবদ্ধ পদের অংশগুলোকে আলাদা করে দেখাতে হাইফেন বা সংযোগ চিহ্ন ব্যবহৃত হয়।

20. ‘উদ্ধৃতি চিহ্ন’ কোথায় বসে?

ক) বাক্যের শেষে
খ) শ্রুতিগ্রাহ্য বাক্যের মাঝে
গ) সংলাপে
ঘ) প্রশ্নবোধক বাক্যে
Note :
সাধারণত নাটক বা গল্পের সংলাপে বা বক্তার প্রত্যক্ষ উক্তি প্রদর্শনে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade