বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে -
ক) ফিনল্যান্ড
খ) ডেনিমার্কে
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে
বিস্তারিত ব্যাখ্যা:
'স্টেলা মেরিস' বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ডে নির্মিত একটি জাহাজ যা ২০০৮ সালে ডেনমার্কে রপ্তানি করা হয়। এটি ছিল বাংলাদেশের জাহাজ রপ্তানির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Related Questions
ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোনা
Note : হাজং বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাসস্থল হলো ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। সিলেট জেলায় হাজংদের বসবাস নেই।
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
Note : মুর্শিদ কুলী খান ১৭১৭ সালে বাংলার সুবাদার নিযুক্ত হন এবং কার্যত স্বাধীনভাবে বাংলা শাসন শুরু করেন। তিনিই বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে পরিচিত, যিনি বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে নবাবী প্রতিষ্ঠা করেন। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
Note : পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ গঠিত হয়েছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মাধ্যমে। এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নকারী ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন (Lord Curzon)। তার শাসনামলেই (১৮৯৯-১৯০৫) এই প্রশাসনিক পরিবর্তনটি ঘটে।
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
Note : বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে। এখানে, ব্যাসার্ধ (r) = ১৩ সে.মি. এবং জ্যা = ২৪ সে.মি.। জ্যা-এর অর্ধেকের দৈর্ঘ্য = ২৪/২ = ১২ সে.মি.। কেন্দ্র, জ্যা-এর মধ্যবিন্দু এবং জ্যা-এর প্রান্তবিন্দু একটি সমকোণী ত্রিভুজ গঠন করে যার অতিভুজ হলো ব্যাসার্ধ। লম্ব দূরত্ব² + (জ্যা-এর অর্ধেক)² = ব্যাসার্ধ²। দূরত্ব² + ১২² = ১৩² => দূরত্ব² + ১৪৪ = ১৬৯ => দূরত্ব² = ২৫ => দূরত্ব = ৫ সে.মি.
ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) স্থুলকোণী
Note : পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যদি কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফল বৃহত্তম বাহুর বর্গের সমান হয়, তবে ত্রিভুজটি সমকোণী। এখানে, ক্ষুদ্রতম বাহুদ্বয় ৮ ও ১৫ এবং বৃহত্তম বাহু ১৭। ৮² + ১৫² = ৬৪ + ২২৫ = ২৮৯। বৃহত্তম বাহুর বর্গ = ১৭² = ২৮৯। যেহেতু ৮² + ১৫² = ১৭², তাই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
ক) 5
খ) 10
গ) 12
ঘ) 8
Note : গুণোত্তর ধারার n-তম পদ = ar^(n-1)। তৃতীয় পদ, ar² = 20 --(1)। ষষ্ঠ পদ, ar⁵ = 160 --(2)। (2) নং সমীকরণকে (1) নং দিয়ে ভাগ করে পাই: (ar⁵)/(ar²) = 160/20 => r³ = 8 => r = 2। এখন (1) নং সমীকরণে r=2 বসিয়ে পাই: a(2)² = 20 => 4a = 20 => a = 5। সুতরাং, প্রথম পদটি 5।
জব সলুশন