260 ডিগ্রী পরিমাপের কোণকে কি কোণ বলে?
ক) সম্পূরক কোণ
খ) প্রবৃদ্ধ কোণ
গ) পূরক কোণ
ঘ) স্থুলকোণ
বিস্তারিত ব্যাখ্যা:
১৮০ ডিগ্রির চেয়ে বড় কিন্তু ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ (Reflex Angle) বলে। যেহেতু ২৬০° এই শর্ত পূরণ করে, তাই এটি একটি প্রবৃদ্ধ কোণ।
Related Questions
ক) 45
খ) 55
গ) 62
ঘ) 65
Note : পদগুলোর মধ্যে পার্থক্য যথাক্রমে ২, ৩, ৪, ৫, ৬...। দশম পদটি হবে প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার যোগফল, অথবা n-তম পদের সূত্র n(n+1)/2 ব্যবহার করে পাওয়া যায়। দশম পদ = ১০(১০+১)/২ = ১০×১১/২ = ৫৫।
ক) ১০০ কেজি
খ) ৮০ কেজি
গ) ৫০ কেজি
ঘ) ৬০ কেজি
Note : ধরি, ১১০ টাকা দরের চা কেনা হয়েছিল x কেজি। তাহলে ১০০ টাকা দরের চা কেনা হয়েছিল 2x কেজি। মোট ক্রয়মূল্য = (১১০ × x) + (১০০ × 2x) = 110x + 200x = 310x টাকা। মোট চা = x + 2x = 3x কেজি। মোট বিক্রয়মূল্য = ১২০ × 3x = 360x টাকা। লাভ = 360x - 310x = 50x টাকা। প্রশ্নমতে, 50x = ২০০০, বা x = ৪০ কেজি। দ্বিতীয় প্রকারের চা (১০০ টাকা দরের) কেনা হয়েছিল 2x = ২ × ৪০ = ৮০ কেজি।
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
Note : এখানে, আসল (P) = ৪৫০ টাকা, সুদাসল (A) = ৫৫৮ টাকা। মোট সুদ (I) = ৫৫৮ - ৪৫০ = ১০৮ টাকা। সুদের হার (r) = ৬%। আমরা জানি, I = Prt/100, বা t = (I × 100) / (P × r) = (১০৮ × ১০০) / (৪৫০ × ৬) = ১০৮০০ / ২৭০০ = ৪ বছর।
ক) 6
খ) 9
গ) 12
ঘ) 10
Note : মোট পোশাক ১৫টি। শার্টের সংখ্যা = ১৫ এর ৪০% = ১৫ × (৪০/১০০) = ৬টি। শার্ট নয় এমন পোশাকের সংখ্যা = মোট পোশাক - শার্টের সংখ্যা = ১৫ - ৬ = ৯টি।
ক) ৪৪ বছর
খ) ৪০ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর
Note : পিতা ও দুই পুত্রের মোট বর্তমান বয়স = ২০ × ৩ = ৬০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে, তাদের বর্তমান গড় বয়স = ১২ - ২ = ১০ বছর। দুই পুত্রের বর্তমান মোট বয়স = ১০ × ২ = ২০ বছর। সুতরাং, পিতার বর্তমান বয়স = ৬০ - ২০ = ৪০ বছর।
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 5
Note : ২৪ = ২×২×২×৩; ৩০ = ২×৩×৫; ৭৭ = ৭×১১। তিনটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই। যখন সংখ্যাগুলোর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন তাদের গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) হয় ১।
জব সলুশন