x + 1/x = 2 হলে x⁴ + 1/x⁴ এর মান?
এখানে, x + 1/x = 2 সমীকরণটি কেবল x = 1 এর জন্য সত্য হয়। সুতরাং, x এর মান 1 ধরে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করলে হয় 1⁴ + 1/1⁴ = 1 + 1 = 2। তাই সঠিক উত্তর ২।
Related Questions
১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি তেল কূপ থেকে বিপুল পরিমাণ তেল নিঃসরণের ফলে ভয়াবহ পরিবেশ দূষণ ঘটে। এই ঘটনার প্রেক্ষাপটে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে 'ধরিত্রী দিবস' পালন শুরু হয়।
২০১১ সাল থেকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ দেশত্যাগে বাধ্য হয়, যা ইউরোপে এক ভয়াবহ অভিবাসী সংকট তৈরি করে। যদিও অন্য দেশগুলোতেও সংঘাত বিদ্যমান, সিরীয় সংকটই ছিল এই নির্দিষ্ট ইউরোপীয় সংকটের প্রধান কারণ।
'সাত সাগরের মাঝি' তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা, যা ১৯৪৪ সালে প্রকাশিত হয়। এই কাব্যের মাধ্যমে তিনি মুসলিম ঐতিহ্য ও জাগরণের কথা বলেছেন।
জব সলুশন