ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক) এলইডি
খ) সিলিকন চিপ
গ) এলসিডি
ঘ) আইসি
বিস্তারিত ব্যাখ্যা:
ডিজিটাল ঘড়ি ও ক্যালকুলেটরে যে ডিসপ্লে ব্যবহৃত হয় তা হলো এলসিডি (LCD - Liquid Crystal Display)। এই প্রযুক্তিতে তরল ক্রিস্টাল ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করে সংখ্যা বা ছবি ফুটিয়ে তোলা হয়।
Related Questions
ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা
ঘ) কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন
Note : কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারে প্রবেশ করে এবং নিজের অনুলিপি তৈরি করে বিভিন্ন কাজে বিঘ্ন ঘটায় বা ডেটা চুরি করে।
ক) 21
খ) 39
গ) 33
ঘ) 29
Note : প্রথমে ২, ৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু. বের করতে হবে। ল.সা.গু. = ৬০। এখন, ৯৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ৩৯। সুতরাং, ৯৯৯৯৯৯ এর সাথে (৬০-৩৯) = ২১ যোগ করলে যোগফলটি ৬০ দ্বারা বিভাজ্য হবে।
ক) 3
খ) 5
গ) 7
ঘ) 9
Note : মোট ছাত্র ৩০ জন। কোনো না কোনো খেলা খেলে এমন ছাত্রের সংখ্যা = ৩০ - ৫ = ২৫ জন। ধরি, উভয়টিই খেলে x জন। সেট তত্ত্বের সূত্রানুযায়ী, (ফুটবল খেলে) + (ক্রিকেট খেলে) - (উভয়টি খেলে) = (মোট খেলে)। বা, ১৮ + ১৪ - x = ২৫। বা, ৩২ - x = ২৫। বা, x = ৩২ - ২৫ = ৭ জন।
ক) ৬৫ বছর
খ) ২৮ বছর
গ) ৩৩ বছর
ঘ) ৫৩ বছর
Note : ৫ বছর পর ছেলের বয়স হবে ১২, সুতরাং ছেলের বর্তমান বয়স = ১২-৫ = ৭ বছর। স্ত্রীর বর্তমান বয়স = ৭ × ৪ = ২৮ বছর। ব্যক্তির বর্তমান বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর।
ক) 5
খ) 3
গ) 7
ঘ) 4
Note : ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ৪৩, ৪৭, ৫৩, ৫৯। সুতরাং মোট ৪টি মৌলিক সংখ্যা আছে।
ক) ৫ দিনে
খ) ৪ দিনে
গ) ৬ দিনে
ঘ) ৩ দিনে
Note :
১২ জন শ্রমিক ৭২০ আয় করে ৩ দিনে
১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ( ৩ × ১২) দিনে
∴ ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে (১২ × ৩) /৯ দিনে
= ৪ দিনে
জব সলুশন