প্রাচীন বাংলায় গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চলকে বলা হত?

ক) সমতট
খ) বরেন্দ্র
গ) হরিকেল
ঘ) চন্দ্রদ্বীপ
বিস্তারিত ব্যাখ্যা:
প্রাচীন বাংলার বরেন্দ্র বা বরেন্দ্রভূমি অঞ্চলটি গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। বর্তমান রাজশাহী বিভাগের বৃহত্তর অংশই ছিল প্রাচীন বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত।

Related Questions

ক) পুন্ড্র
খ) বঙ্গ
গ) সমতট
ঘ) হরিকেল
Note : প্রাচীন বঙ্গ জনপদটি বর্তমান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর, কুষ্টিয়া, নদীয়া, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। সুতরাং, কুষ্টিয়া বঙ্গ জনপদের অংশ ছিল।
ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) করতোয়া
Note : প্রাচীন বঙ্গ জনপদটি মূলত গঙ্গা ও ব্রহ্মপুত্রের মাঝখানের ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত ছিল। এর উত্তরাঞ্চলের প্রাকৃতিক সীমানা নির্ধারণ করত পদ্মা নদী। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী।
ক) পুন্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল
Note : বাংলাদেশের প্রাপ্ত শিলালিপি (মহাস্থানগড়ের ব্রাহ্মী লিপি) এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী, পুণ্ড্র হলো বাংলার সর্বপ্রাচীন জনপদ। এর কেন্দ্র ছিল পুণ্ড্রবর্ধন, যা বর্তমান বগুড়া জেলার মহাস্থানগড়।
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) গৌড়
Note : ভাষাবিদদের মতে, বাংলার প্রাচীনতম অধিবাসীরা ছিলেন অস্ট্রিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীর মানুষ অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর অন্তর্গত ছিল এবং তাদের ভাষা ছিল অস্ট্রিক। সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি নৃ-গোষ্ঠী এই ধারার উত্তরসূরি।
ক) 88
খ) 86
গ) 92
ঘ) 89
Note : চারটি পরীক্ষার গড় ৮৭ হতে হলে মোট নম্বর প্রয়োজন = ৮৭ × ৪ = ৩৪৮। প্রথম তিনটি পরীক্ষায় সে পেয়েছে = ৮২ + ৮৫ + ৯২ = ২৫৯। সুতরাং, চতুর্থ পরীক্ষায় পেতে হবে = ৩৪৮ - ২৫৯ = ৮৯।
ক) 15
খ) 25
গ) 35
ঘ) 40
Note : তিনটি সংখ্যার গড় ১৬, সুতরাং তাদের মোট যোগফল = ১৬ × ৩ = ৪৮। দুটি সংখ্যা হলো ১৫ এবং ৮। এদের যোগফল = ১৫ + ৮ = ২৩। অতএব, তৃতীয় সংখ্যাটি হলো = ৪৮ - ২৩ = ২৫।

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন